IPL 2024: মঞ্চ মাতাতে হাজির অক্ষয়-টাইগার, সুরের মূর্ছনায় মন জিতলেন রহমান-সোনু নিগম, নতুন ভারতের উদযাপন IPL-এর উদ্বোধনী অনুষ্ঠানে !! 1

IPL 2024: প্রতীক্ষার প্রহর গোণা শুরু হয়েছিলো বেশ কয়েক মাস আগে থেকেই। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উপস্থিত সেই মাহেন্দ্রক্ষণ। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ঢাকে কাঠি পড়েই গেলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL 2024) সপ্তদশ মরসুমের। প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা চেন্নাই সুপার কিংস (CSK) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। কিন্তু তার আগে জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যেম ভারতের ফ্র্যাঞ্চাইজি লীগকে বরণ করে নিলো আয়োজক সংস্থা বিসিসিআই। মাসখানেক আগের ওডিআই বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন না করায় সমালোচনার মুখে পড়েছিলেন জয় শাহ, রজার বিনি’রা। আজ আইপিএলের (IPL) প্রারম্ভে অনুষ্ঠানের জৌলুসে তাক লাগিয়ে দিলেন তাঁরা। বলিউজ অভিনেতা থেকে সঙ্গীত জগতের নক্ষত্রেরা-উপস্থিত রইলেন সকলেই।

Read More: IPL শুরুর আগেই ফক্স ক্রিকেট প্রকাশ করলো আইপিএলের সেরা একাদশ, দলে সুযোগ পেলেন না এই ম্যাচ উইনার !!

আইপিএল (IPL) মানে তো কেবল ক্রিকেট নয়, বরং ক্রিকেট ও বিনোদনের এক সম্পূর্ণ প্যাকেজ। আর এই বিনোদনের কোশেন্টকেই এভারেস্টের উচ্চতায় তুলে নিয়ে গেলো আজকের অনুষ্ঠান। শুরুতেই জাতীয় পতাকা হাতে দেখা গেলো অভিনেতা অক্ষয় কুমারকে (Akshay Kumar)। খানিক পরে তাঁর সঙ্গে যোগ দেন আরেক অ্যাকশন হিরো টাইগার শ্রফ (Tiger Shroff)। তাঁর হাতেও ছিলো দেশের তিরঙা পতাকা। বিভিন্ন জনপ্রিয় গানের সঙ্গে নাচলেন তাঁরা। দুই অভিনেতার পারফর্ম্যান্স শেষ হওয়ার পরেই গানের সুরে চিপক স্টেডিয়ামের জনতাকে মাতিয়ে দিলেন সঙ্গীত জগতের দুই কিংবদন্তি সোনু নিগম (Sonu Nigam) ও এ আর রহমান (A R Rahman)। বন্দে মাতরম গাইলেন সোনু। এরপর ক্রিকেটজনতাকে ছাঁইয়া ছাঁইয়া, মাসাকলি’র মত নিজের কালজয়ী সব সৃষ্টি উপহার দিলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক রহমান। মোহিত চৌহান, নীতি মোহনের মত গায়ক-গায়িকারাও যোগ দেন অনুষ্ঠানে।

আইপিএল-কে যথার্থ কারণেই ক্রিকেটের উৎসব বলা হয়ে থাকে। আজ ক্রিকেটকে উদযাপনের পাশাপাশি আইপেলের উদ্বোধনী অনুষ্ঠানে উদযাপন করা হলো নতুন ভারতকে। দেশের অর্থনৈতিক-পরিকাঠামোগত উন্নতির খতিয়ান তুলে ধরা হলো বিশ্বের সামনে। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের মত অবিশ্বাস্য সাফল্যের কথা মনে করিয়ে দেওয়া হলো ক্রিকেটজনতাকে। অনুষ্ঠানের একদম শেষপর্বে মঞ্চে আসেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনি (Roger Binny), সহ-সভাপতি রাজীব শুক্ল, সচিব জয় শাহ (Jay Shah) ও আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান অরুণ ধূমল। তাঁদের উপস্থিতিতেই ট্রফি মঞ্চের উপর রাখা প্ল্যাটফর্মের উপর এনে রাখলেন গত মরসুমের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। তাঁর পাশে তখন দাঁড়িয়ে বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি (Faf Du Plessis)।

দেখুন অক্ষয় কুমারের পারফর্ম্যান্সের কিছু ঝলক-

দেখে নিন এ আর রহমানের পারফর্ম্যান্স-

 

Also Read: IPL 2024: গড়গড়িয়ে হিন্দি বলছেন স্টিভ স্মিথ, ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের চক্ষু চড়কগাছ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *