IPL 2024, SRH vs RCB MATCH 41 PREVIEW: নতুন রেকর্ড গড়তে মোরিয়া সানরাইজার্স হায়দ্রাবাদ, নতুন ছকে RCB করবে কিস্তিমাত !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) মঞ্চ, আজকের ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (SRH vs RCB)। আজকের মেগা ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে হায়দ্রাবাদের রাজীবগান্ধী স্টেডিয়ামে। চলতি মরশুমে আগে একবার মুখোমুখি হয়েছিল দুই দল। যে ম্যাচটি ব্যাঙ্গালুরুর এমএ চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল যেখানে প্রথমে ব্যাটিং করতে এসে অসাধারণ ব্যাটিং নমুনা দেখান অভিষেক শর্মা (Abhisekh Sharma), ট্রেভিস হেড (Travis Head), হেনরিখ ক্লাসেনরা (Henrich Klassen)।

দলের হয়ে ৯টি চার ও ৮টি ছক্কার বিনিময়ে ৪১ বলে ১০২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ট্রেভিস হেড। বাঁকি ব্যাটসম্যানদের প্রয়াসে সানরাইজার্স দলে ২৮৭ রানের বিধ্বংসী ইনিংসের পরিসমাপ্তি ঘটে। যদিও জবাবে ব্যাটিং করতে আসা ব্যাঙ্গালুরু দল ২৬৩ রান বানাতে সক্ষম হয়েছিল। চলতি সিজিনে আপাতত টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে RCB, তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সানরাইজার্স আজকের ম্যাচে জিতলে শীর্ষ২’য়ে প্রবেশ করবে দলটি।আজকের ম্যাচে দুই দলের মধ্যেই একটি হাইভোল্টেজ ম্যাচের অংশ থাকবে ক্রিকেট বিশ্ব।

আরও পড়ুন | IPL 2024: “শেষ দু’বছরের কামানো সব ইজ্জত খুইয়ে…”, দিল্লির কাছে ফের হারতেই নোংরা ট্রোলের শিকার GT !!

SRH vs RCB, IPL 2024 MATCH 41 PITCH REPORT

Ipl 2024

আজকের মাঠের পিচের কথা বলতে গেলে, ব্যাটসম্যানদের কাছে হায়দ্রাবাদের পিচ হলো ব্যাটিং স্বর্গ। হায়দ্রাবাদে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচে হায়দ্রাবাদের মাঠে ৫০০’র বেশি রান দেখা গিয়েছিল। এই উইকেটে ব্যাটসম্যানদের কাছে অনেক সুবিধা থাকলেও বোলারদের কাছে তুলনামূলক অনেক কম সুবিধা রয়েছে যার কারণে এই উইকেটে বোলারদের প্রদর্শনের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

SRH vs RCB, IPL 2024 MATCH 41, WEATHER REPORT

আজকের ম্যাচটি (IPL 2024, SRH vs RCB) চলার সময়, সর্বোচ্চ ৪০ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং তা কমতে কমতে ৩৭ ডিগ্রি তাপমাত্রায় পরিণত হবে। বাতাসে ১১ শতাংশ আপেক্ষিক আদ্রতা রয়েছে এবং ১৮ কিমি প্রতি ঘন্টা বেগে এই বায়ু বইবার কথা রয়েছে। আজকের উইকেট ও আবহাওয়ার দিকে নজর রেখে টস জয়ী ক্যাপ্টেন ফিল্ডিং করার চেষ্টায় থাকবে।

SRH vs RCB, IPL 2024 MATCH 41, Head to Head

Ipl 2024

দুই দল আইপিএলের মঞ্চে ২৪বার মুখোমুখি হয়েছে হায়দ্রাবাদ দল ১৩ বার RCB কে পরাস্ত করেছে এবং RCB ১০ বার SRHকে পরাস্ত করেছে। গত ম্যাচে RCB’র বিরুদ্ধে SRH’এর জয় বেশ প্রশ্ন তৈরি করেছে।

SRH vs RCB, IPL 2024 MATCH 41, দুই দলের সম্ভাব্যরূপ একাদশ

সানরাইজার্স হায়দ্রাবাদ

ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন (WK), নীতীশ রেড্ডি, শাহবাজ আহমেদ, আবদুল সামাদ, প্যাট কামিন্স (C), ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক মার্কন্ডে, টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (C), উইল জ্যাকস, রজত পতিদার, ক্যামেরন গ্রিন, দিনেশ কার্তিক (WK), মহিপাল লোমর, কর্ন শর্মা, লকি ফার্গুসন, যশ দয়াল, মোহাম্মদ সিরাজ, সুয়শ প্রভুদেসাই, অনুজ রাওয়াত।

আরও পড়ুন | IPL 2024: ঘরের মাঠে গুজরাটকে পিষে দিল DC দল, ৪ রানে জয় তুলে নিয়ে কিস্তিমাত পন্থদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *