rcb-vs-gt-match-52-dream-11-prediction

IPL 2024: আজ আইপিএলে (IPL) মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটান্স (RCB vs GT)। পয়েন্ট তালিকায় দুই দলই রয়েছে নীচের দিকে। ১০ ম্যাচ খেলে কেবল ৩টি জিতে বেঙ্গালুরুর (RCB) অবস্থান সবার নীচে। প্লে-অফের ছাড়পত্র আদায় করার কোনোরকম সম্ভাবনাই খোলা নেই বিরাট কোহলিদের (Virat Kohli) সামনে। এখন কেবল মানরক্ষার লড়াই তাঁদের সামনে। টুর্নামেন্টের শেষ চার ম্যাচে ভালো পারফর্ম্যান্সই লক্ষ্য রয়্যাল চ্যালেঞ্জার্সের। অন্যদিকে সরু সুতোয় ঝুলছে আট নম্বরে থাকা গুজরাত টাইটান্সের (GT) ভবিষ্যৎ। টুর্নামেন্টে টিকে থাকতে গেলে অ্যাওয়ে ম্যাচে আজ বেঙ্গালুরুকে হারানো ছাড়া উপায় নেই শুভমান গিলদের (Shubman Gill)।

ঘরের মাঠে আজ বেঙ্গালুরুর হয়ে ওপেনিং-এ দেখা যাবে অধিনায়ক ফাফ দু প্লেসি (Faf du Plessis) ও বিরাট কোহলিকে। নিজের কমলা টুপি ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা করবেন কোহলি। তিনে নামতে পারেন উইল জ্যাকস (Will Jacks)। অসাধারণ শতরানের পর ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন ইংল্যান্ড অলরাউন্ডার। চারে খেলতে পারেন রজত পতিদার (Rajat Patidar)। রান পেয়েছেন তিনিও। পাঁচে বেঙ্গালুরুর বাজি হতে পারেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ছয়ে থাকতে পারেন ক্যামেরন গ্রিন। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দীনেশ কার্তিকের (Dinesh Karthik) খেলার সম্ভাবনা। লোয়ারে অর্ডারে খেলতে পারেন মহীপাল লোমরোর। সম্পূর্ণ ভারতীয় বোলিং লাইন-আপ বেঙ্গালুরুর। স্পিনার কর্ণ শর্মার সাথে যোগ দিতে পারেন ফাস্ট বোলার মহম্মদ সিরাজ ও যশ দয়াল।

গুজরাতের হয়ে ইনিংসের সূচনা করতে মাঠে নামবেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ও শুভমান গিল। রানের মধ্যে নেই ঋদ্ধি। চাইবেন ফর্মে ফিরতে। তিনে নামতে পারেন সাই সুদর্শন। এই মরসুমে গুজরাতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তিনিই। চারে আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাইকে (Azmatullah Omarzai) ব্যবহার করতে পারে গুজরাত টাইটান্স। পাঁচে থাকছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। ছয় ও সাতে রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানকে (Shahrukh Khan) দেখা যাবে ঝোড়ো ইনিংস খেলতে। নূর আহমেদের সাথে রশিদ খানের (Rashid Khan) স্পিন জুটি অপরিবর্তি থাকতে পারে আজও। প্রয়োজনে কোচ নেহরা জুড়ে দিতে পারেন সাই কিশোরকে। সন্দীপ ওয়ারিয়রের সাথে পেস বিভাগ সামলাবেন অভিজ্ঞ মোহিত শর্মা।

Read More: “লোক হাসাতেই খেলতে নামে…” ১২ বছর পর ওয়ানখেড়েতে KKR’এর কাছে পরাস্ত হতেই ট্রোলের মুখে মুম্বই ইন্ডিয়ান্স !!

IPL ম্যাচের সময়সূচি-

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম গুজরাত টাইটান্স (GT)

ম্যাচ নং- ৫২

তারিখ- ০৪/০৫/২০২৪

ভেন্যু- এম চিদাম্বরম স্টেডিয়াম, বেঙ্গালুরু

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Bengaluru Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

M Chinnaswamy Stadium, Bengaluru | RCB vs GT | Image: Getty Images
M Chinnaswamy Stadium, Bengaluru | Image: Getty Images

শনিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটান্স (RCB vs GT)। ‘বোলারদের বধ্যভূমি’ -সাধারণত এই নামেই ডাকা হয়ে থাকে চিন্নাস্বামী স্টেডিয়াম। ছোট বাউন্ডার ও ব্যাটিং সহায়ক পিচের সাহায্য নিয়ে ব্যাটারই ছড়ি ঘোরান এখানে। দেখা যায় চার-ছয়ের ফুলঝুড়ি। আজকের ম্যাচেও তার অন্যথা হওয়ার সম্ভাবনা বেশ কম। পরিসংখ্যান বলছে এখনও ৯২টি আইপিএল ম্যাচ আয়োজিত হয়েছে চিন্নাস্বামীতে। রান তাড়া করে জয়ের সংখ্যা ৪৯। প্রথম ব্যাটিং করে জয় ৩৯ ম্যাচে। অমীমাংসিত থেকেছে বাকি ৪ ম্যাচ। পরিসংখ্যান ও শিশিরের কথা মাথায় রেখে টসজয়ী অধিনায়ক প্রথমে ফিল্ডিং করতে পারেন।

শনিবার দিন বেঙ্গালুরু শহরের আকাশ খানিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াস। বেঙ্গালুরুর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ৫৬ শতাংশ। এছাড়া ম্যাচ চলাকালীন ১৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রকৃতির বাধা এড়িয়ে সম্পূর্ণ ৪০ ওভারের ক্রিকেট উপভোগ করাই লক্ষ্য থাকবে দর্শকদের।

দুই দলের সম্ভাব্য একাদশ-

RCB vs GT | Image: Twitter
RCB vs GT | Image: Twitter

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-

ফাফ দু প্লেসি (অধিনায়ক) ✈, বিরাট কোহলি, উইল জ্যাকস ✈, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল ✈, ক্যামেরন গ্রিন ✈, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), মহীপাল লোমরোর, কর্ণ শর্মা, মহম্মদ সিরাজ, যশ দয়াল।

বিকল্প- বিজয়কুমার বৈশাখ, রিস টপলি ✈, মায়াঙ্ক ডাগর, সুয়শ প্রভুদেশাই, অনুজ রাওয়াত।

গুজরাত টাইটান্স (GT)-

ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, আজমাতুল্লাহ ওমরজাই ✈, ডেভিড মিলার ✈, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান ✈, নূর আহমেদ ✈, সন্দীপ ওয়ারিয়র, মোহিত শর্মা।

বিকল্প- বি আর শরথ, উমেশ যাদব, দর্শন নলকাণ্ডে, সাই কিশোর, স্পেন্সার জনসন ✈।

*✈- বিদেশী ক্রিকেটার।

RCB vs GT, Dream 11 Prediction, Fantasy Tips-

ব্যাটার- বিরাট কোহলি, রজত পতিদার, শুভমান গিল, সাই সুদর্শন

অলরাউন্ডার- উইল জ্যাকস, রাহুল তেওয়াটিয়া

উইকেটরক্ষক- দীনেশ কার্তিক

বোলার- রশিদ খান, মোহিত শর্মা, যশ দয়াল, নূর আহমেদ

অধিনায়ক- বিরাট কোহলি

সহ-অধিনায়ক- রশিদ খান

বিধিসম্মত সতর্কীকরণ-

পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।

Also Read: স্টার্কের গতিতে ছত্রাখান মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং, ২৪ রানে জয় সুনিশ্চত করলো নাইট শিবির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *