ipl-2024-ruturaj-gaikwad-on-win-vs-rcb

IPL 2024: আজ থেকে পথচলা শুরু হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুমের। প্রথম ম্যাচে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাঠের লড়াইতে শেষ হাসি চেন্নাইয়েরই। টসের মুদ্রা পড়েছিলো বেঙ্গালুরুর পক্ষে। প্রথমে ব্যাটিং বেছে নেন অধিনায়ক ফাফ দু প্লেসি। শুরুটা ভালো করলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাটিংকে বেলাইন করলেন বাংলাদেশের পেসার মুতাফিজুর রহমান। চিপকের পিচে বল পড়ে খানিক থমকে ব্যাটে আসে। বাইশ গজকে দুর্দান্তভাবে ব্যবহার করলেন ‘ফিজ।’ ৪ উইকেট তুলে নেন তিনি। ৭৮ রানে ৫ উইকেট খুইয়ে বসা বেঙ্গালুরুকে অক্সিজেন যোগালো অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিক। তাদের ৯৫ রানের জুটি রয়্যাল চ্যালেঞ্জার্সকে পৌঁছে দিলো ১৭৩ রানে।

রান তাড়া করতে নেমে বিধ্বংসী মেজাজে শুরুটা করেছিলেন রচিন রবীন্দ্র। ঋতুরাজ গায়কোয়াড় রান না পেলেও রচিনের ব্যাটিং বিক্রমে শুরুতেই অনেকখানি এগিয়ে গিয়েছিলো চেন্নাই। মাত্র ১৫ বলে প্রায় ২৪৭ স্ট্রাইক রেট বজায় রেখে ৩৭ রানের ইনিংস খেলেন তিনি। কার্যকরী ক্যামিও খেলেন অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেলরাও। শেষমেশ রবীন্দ্র জাদেজা ও শিবম দুবের ৬৬ রানের জুটি ৮ বল বাকি থাকলেই ২ পয়েন্ট এনে দেয় চেন্নাইকে। গতকালই সুপার কিংস শিবিরের অধিনায়কত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। নয়া নেতা হিসেবে প্রথম ম্যাচে কেমন পারফর্ম করেন ঋতুরাজ গায়কোয়াড় সেদিকে নজর ছিলো সকলের। বোলিং পরিবর্তন থেকে ফিল্ড প্লেসমেন্ট-সবেতেই লেটার মার্কস নিয়ে পাস করলেন তিনি। খেলা শেষে তাঁর গলাতেও তাই তৃপ্তির সুর।

Read More: IPL 2024: দাপুটে জয় দিয়েই মরসুম শুরু চেন্নাই সুপার কিংসের, হেরে অন্ধকারে কোহলি, দু প্লেসি’রা !!

‘১০-১৫ রান কম থাকলে ভালো হত…’ বলছেন ঋতুরাজ-

Chennai Super Kings | IPL 2024 | Image: Getty Images
Chennai Super Kings | IPL 2024 | Image: Getty Images

চিপকের মাঠে বেঙ্গালুরুর শেষ হয় সেই ২০০৮ সালে। এরপর যতবার চেন্নাই সফরে এসেছেন বিরাট কোহলিরা। প্রতিবারই হেরে ফিরেছেন। ২০২৪-এ এসেও সেই চিত্রনাট্যে কোনো রকম বদল চোখে পড়লো না। টপ-অর্ডারের ব্যর্থতা আজ ডোবালো রয়্যাল চ্যালেঞ্জার্সকে। খেলায় যে একপেশে দাপট দেখিয়েছে তাঁর দল, তা দিনের শেষে মেনে নেন খোদ চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়’ও। কোনোরকম রাখঢাক না করেই তিনি বলেন, “আমি তো বলবো সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিলো। মাঝে ২-৩ ওভার ছাড়া।” জয় এসেছে ঠিকই। তবে এখনও উন্নতির সুযোগ রয়েছে বলেই মত নতুন নেতার। বলেন, “ভালো লাগত যদি আরও ১০-১৫ রান কম হত। কিন্তু ওরা (বেঙ্গালুরু) শেষের দিকে বেশ ভালো খেলেছে।”

পারফর্ম্যান্সের ময়নাতদন্ত করতে বসে ঋতুরাজের স্বীকারোক্তি, “আমার মনে হয় ম্যাক্সওয়েল আর ফাফ’কে আউট করাই টার্নিং পয়েন্ট। আমরা দ্রুত তিনটে উইকেট পেয়ে গিয়েছিলাম, যেটা পরবর্তী ওভারগুলোতে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে নিতে সাহায্য করেছে।” অধিনায়কত্ব নিয়ে বাড়তি চাপ নেই, বরং তা উপভোগ করছেন বলেই জানান তিনি। “…অবশ্যই সাথে মাহি ভাই তো রয়েছেনই।” বলেছেন সঞ্চালক রবি শাস্ত্রীর প্রশ্নের জবাবে। সতীর্থদের সম্পর্কে তাঁর মন্তব্য, “আমি মনে করি দলে সকলেই সহজাত স্ট্রোক প্লেয়ার। এমনকি জিঙ্কস (অজিঙ্কা রাহানে)’ও ইতিবাচক ক্রিকেট খেলছে। সবাই জানে দলে তাঁদের ভূমিকা কি, কোন বোলারকে কে নিশানা করবে, সেটা আমাদের সাহায্য করছে।” পরবর্তী লক্ষ্য স্থির করে ফেলেছেন ঋতুরাজ। বলেন, “সকলেই ভালো ব্যাটিং করেছে তবে আমার মনে হয় প্রথম তিন ব্যাটারের মধ্যে একজন অন্তত ১৫ ওভার অবধি খেললে আরও সহজ হত (জয় পাওয়া)।”

 Also Read: IPL 2024: গড়গড়িয়ে হিন্দি বলছেন স্টিভ স্মিথ, ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের চক্ষু চড়কগাছ !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *