ipl-2024-csk-vs-rcb-match-01-report

IPL 2024: দীর্ঘ প্রতীক্ষার পর আইপিএলের (IPL) ঢাকে আনুষ্ঠানিক ভাবে কাঠি পড়লো আজ। সন্ধ্যেবেলা এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হয় টুর্নামেন্টের। পারফর্ম করেন টাইগার শ্রফ, অক্ষর কুমার, সোনু নিগম, এ আর রহমান’রা। ক্রিকেটজনতার আকাশছোঁয়া উদ্দীপনার মাঝেই শুরু হলো ব্যাট-বলের দ্বৈরথ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলো চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টস জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছি্লেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ দু প্লেসি। শুরুটা ভালো হলেও মুস্তাফিজ ম্যাজিকে ম্যাচে ফেরে চেন্নাই। চিপকে ‘কাটার মাস্টার’-এর আঘাতে একটা সময় ছিন্নভিন্ন হতে হলো বেঙ্গালুরুকে। শেষমেশ অবশ্য লড়াইতে ফিরেছিলো তারা। অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিকের জুটি রয়্যাল চ্যালেঞ্জার্সের রান ১৭৩ অবধি পৌঁছে দেয়।

ঘরের মাঠে এগিয়ে থেকেই শুরু করেছিলো চেন্নাই সুপার কিংস। ম্যাচ যত গড়ালো ততই জয়ের দিকে একটু একটু করে এগোলো তারা। শুরুটা করেছিলেন রচিন রবীন্দ্র। ভারতীয় বংশোদ্ভূত কিউই ক্রিকেটার এর আগে বিশ্বকাপ মাতিয়েছিলেন। ফের একবার উপমহাদেশের মাটিতে দুরন্ত খেললেন তিনি। রাহানে, ড্যারিল মিচেল, পূজারা, দুবেদের ক্যামিওতে ৮ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নিলো চেন্নাই। চিপকে এর আগের ষোলো বছরে ৮টি ম্যাচ খেলেছিলো বেঙ্গালুরু। এর মধ্যে তাদের জয়ের সংখ্যা ছিলো মাত্র ১। বাকি ৭ ম্যাচে পরাজিত হতে হয়েছিলো বিরাট কোহলিদের। আজকের ম্যাচের পর পরাজয়ের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮-এ। ব্যাট হাতে মহেন্দ্র সিং ধোনিকে দেখার বাসনা পূরণ না হলেও ৬ উইকেটে জয়ের আনন্দ সাথে করে ফিরছেন চেন্নাই সমর্থকেরা।

Read More: IPL 2024: রাহানে-রচিনের অবিশ্বাস্য ক্যাচ দেখে চমকে গেলেন কোহলি, মুহূর্তে ভিডিও হল ভাইরাল !!

মুস্তাফিজ ঝড় সামলে লড়লেন কার্তিক ও অনুজ-

Dinesh Karthik and Anuj Rawat | IPL 2024 | Image: Getty Images
Dinesh Karthik and Anuj Rawat | IPL 2024 | Image: Getty Images

 

বেঙ্গালুরুর হয়ে আজ ওপেন করতে নেমেছিলেন ফাফ দু প্লেসি ও বিরাট কোহলি। বিধ্বংসী মেজাজে শুরুটা করেছিলেন আরসিবি অধিনায়ক। দ্রুত পৌঁছে যান ৩০ রানে। বেঙ্গালুরুর ব্যাটিং বিক্রম রুখতে চেন্নাই-এর নবনিযুক্ত নেতা ঋতুরাজ গায়কোয়াড় পঞ্চম ওভারে বল তুলে দেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের হাতে। সাতক্ষীরা এক্সপ্রেসের ধাক্কায় এরপর বেলাইন হতে হলো বেঙ্গালুরুকে। ফাফ’কে ফিরিয়েই শুরুটা করেছিলেন তিনি। এরপর আউট হন রজত পতিদার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হতশ্রী পারফর্ম্যান্স করেছিলেন রজত। এবার ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগেও তাঁর ব্যাট থেকে এলো ৩ বলে ০ রান। অস্ট্রেলীয় তারকা গ্লেন ম্যাক্সওয়েল’ও সুবিধা করতে পারেন নি চিপকের বাইশ গজে। দীপক চাহারের স্যুইং-এ বোকা বনে ক্যাচ তুলে দিয়ে এলেন উইকেটরক্ষক ধোনির হাতে। তিনিও করেন ০।

বিরাট কোহলির ব্যাটেই বড় রানের স্বপ্ন দেখছিলেন বেঙ্গালুরু সমর্থকেরা। কিন্তু আজ মুস্তাফিজুরের সামনে মাথানত করতে হলো তাঁকেও। দ্বিতীয় সন্তান জন্মের পর মাঠে প্রত্যাবর্তনটা সুখের হলো না তাঁর। ২০ বলে ২১ করে ফিরলেন তিনি। কোহলির উইকেটের ক্ষেত্রে অবশ্য মুস্তাফিজুরের পাশাপাশি কৃতিত্ব দিতে হবে অজিঙ্কা রাহানে ও রচিন রবীন্দ্রকেও। যৌথ প্রয়াসে অসামান্য ক্যাচ ধরেন দুজনে। এরপর বোল্ড হন ক্যামেরন গ্রিন’ও। ৭৮ রানের মধ্যে ৫ উইকেট খুইয়ে ধুঁকতে থাকা বেঙ্গালুরু’কে অক্সিজেন যোগালেন অনুজ রাওয়াত ও দীনেশ কার্তিক। চেন্নাই আক্রমণকে রুখে দিয়ে ৯৫ রানের জুটি গড়েন দুজনে। ২৫ বলে ৪৮ করেন রাওয়াত। কার্তিক অপরাজিত থাকেন ৩৮ রানে। নির্ধারিত ২০ ওভারে ১৭৩ রানে পৌঁছে গিয়েছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স।

‘ঘরের ছেলে’ই ভিলেন বেঙ্গালুরুর জন্য-

Rachin Ravindra | IPL 2024 | Image: Getty Images
Rachin Ravindra | IPL 2024 | Image: Getty Images

চেন্নাইয়ের মন্থর পিচে ১৭৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করা সহজ হবে না, ইনিংসের বিরতির সময়ে তেমনটাই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু তাঁদের ভুল প্রমাণ করতে আজ যেন মরিয়া হয়ে মাঠে নেমেছিলেন রচিন রবীন্দ্র। ওপেন করতে নেমে ঝড় তোলেন তিনি। রেয়াৎ করেন নি মহম্মদ সিরাজের মত প্রথম শ্রেণির বোলারকেও। নিউজিল্যান্ড তরুণের ব্যাট থেকে একের পর এক বাউন্ডারি দেখা গেলো আজ। বেঙ্গালুরুতেই আদি বাড়ি রচিনদের। ‘ঘরের ছেলে’ই আজ ব্যাকফুটে ঠেলে দিয়েছিলো রয়্যাল চ্যলেঞ্জার্সকে। উল্টোদিকে ঋতুরাজ বরং বেশ সময় নিয়ে খেলার চেষ্টা করছিলেন। কিন্তু যশ দয়ালের বলে তাঁকেই থামতে হয় আগে। ১৫ বলে ১৫ রান করে ফেরেন সাজঘরে। তিনে নেমে চমৎকার ক্যামিও অজিঙ্কা রাহানেরও। ১৯ বলে ২৭ করে ক্যামেরন গ্রিনের বলে ফেরেন তিনি।

আশা জাগিয়েও লম্বা ইনিংস খেলতে পারেন নি রচিন’ও। মাত্র ১৫ বলে ৩টি ছক্কা ও ৩টি চারের সাহায্যে ৩৭ করে আউট হন তিনি। কর্ণ শর্মা’র বলে ধরা পড়েন রজত পতিদারের হাতে। ২৪৬.৬৭ স্ট্রাইক রেটে ঝোড়ো ইনিংস খেলে চেন্নাই জনতার মন অবশ্য জিতলেন তিনি। বিপুল অর্থে আরেক কিউই তারকা ড্যারিল মিচেল’কে দলে নিয়েছে সুপার কিংস শিবির। ১৮ বলে ২২ রান করেন তিনি। মিচেল ফেরার পর কমেছিলো রানের গতি। সুড়ঙ্গের শেষে আলোর সন্ধান পেয়েছিলো বেঙ্গালুরু। সেই আশার আলো নিভলো রবীন্দ্র জাদেজা ও শিবম দুবের ব্যাটে। ৬৬ রানের দুরন্ত পার্টনারশিপে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়লেন দুজনে। ১৭ বলে …২৫ করে অপরাজিত রইলেন জাদেজা। ইমপ্যাক্ট প্লেয়ার দুবের ব্যাট থেকে এলো ২৮ বলে ৩৪ রান। প্রথম ম্যাচে হেরে বিপাকে বেঙ্গালুরু। দাপুটে জয় দিয়েই মরসুম শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

Also Read: IPL 2024, KKR vs SRH, Match-03: ইডেনে কলকাতা’কে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুত হায়দ্রাবাদ, ‘অরেঞ্জ আর্মি’কে সাফল্য এনে দিতে পারেন এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *