ipl-2024-rr-vs-dc-match-09-report

IPL 2024: জয়পুরের সোয়াই মানসিংহ্‌ স্টেডিয়ামে আজ আইপিএলের (IPL) নবম ম্যাচে মুখোমুখি হয়েছিলো রাজস্থান রয়্যালস (RR) ও দিল্লী ক্যাপিটালস (DC)। টসের মুদ্রা আজ পড়েছিলো দিল্লীর পক্ষে। রান তাড়া করার সিদ্ধান্ত নেন দিল্লী অধিনায়ক ঋষভ পন্থ। বল হাতে শুরুটা ভালোই করেছিলো তাঁর দল। দ্রুত টপ-অর্ডারের তিন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দেন মুকেশ, খলিল, কুলদীপ’রা। কিন্তু এরপরই চাপে পড়তে হয় ক্যাপিটালস শিবিরকে। অশ্বিনের প্রত্যাঘাত সামাল দিতে পারলেও তরুণ রিয়ান পরাগের ব্যাটিং বিস্ফোরণে দিশাহারা হয়ে পড়ে তারা। ঘরের মাঠে রাজস্থান ইনিংস শেষ করে ৫ উইকেটে ১৮৫ রানে।

ওয়ার্নার-মার্শের সৌজন্যে দিল্লী ইনিংসের সূচনা দ্রুত গতিতে হলেও এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ক্রমেই পিছিয়ে পড়তে থাকে দিল্লী। রিকি ভুঁই, অভিষেক পোড়েলদের মত তরুণ ব্যাটাররা রান পান নি। বেশ খানিকক্ষণ ক্রিজে কাটালেও চেনা ছন্দে দেখা যায় নি ঋষভ পন্থকেও। বোল্ট-বার্গার-চাহালদের বিপক্ষে ৪৯ করলেন ওয়ার্নার। এরপর লোয়ার অর্ডারে ট্রিস্টান স্টাবস খানিক প্রতিরোধ গড়ে তুললেও ১৭৩/৫-এর বেশী অগ্রসর হলো না তাদের ইনিংস। টানা দ্বিতীয় ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে নেমে গেলো ক্যাপিটালস শিবির। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস।

Read More: IPL 2024, RCB vs KKR, Match-10: বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের সন্ধানে কলকাতা, অ্যাওয়ে ম্যাচে নাইটদের মুশকিল আসান হতে পারেন এই ক্রিকেটার !!

দিল্লীর বিরুদ্ধে দুর্ধর্ষ ব্যাটিং রিয়ান পরাগের-

Riyan Parag | IPL 2024 | Image: Getty Images
Riyan Parag | IPL 2024 | Image: Getty Images

 

লক্ষ্ণৌর পর দিল্লীর বিরুদ্ধেও ব্যর্থ রাজস্থান রয়্যালসের ওপেনিং জুটি। ইংল্যান্ড সিরিজে চমৎকার পারফর্ম্যান্সের পর আচমকাই রান খরা যশস্বী জয়সওয়ালের ব্যাটে। তিনি ৭ বলে ৫ রান করে মুকেশ কুমারের বলে বোল্ড হলেন আজ। গত ম্যাচে অপরাজিত ৮২ করেছিলেন সঞ্জু স্যামসন। তিনিও রানের মুখ দেখলেন না আজ। মাত্র ১৫ করেই খলিল আহমেদের বলে ধরা পড়েন উইকেটরক্ষক ঋষভ পন্থের দস্তানায়। ২০২২-এর কমলা টুপি বিজয়ী জস বাটলার’ও আজ সুবিধা করতে পারলেন না দিল্লীর বিরুদ্ধে। কুলদীপ যাদব’কে রিভার্স স্যুইপ মারতে গিয়েছিলেন ইংল্যান্ড তারকা। বলের লাইন মিস করায় তা আছড়ে পড়ে প্যাডে। মাঠের আম্পায়ার আউট না দিলেও রিভিউ-এর সাহায্য নিয়ে বাটলারকে ফেরায় দিল্লী। ১১ করেন তিনি।

৩৬ রানে ৩ উইকেট হারিয়ে একটা সময় ধুঁকছিলো রাজস্থান। স্কোর আদৌ ১৪০ বা ১৫০ অবধি পৌঁছবে কিনা তা নিয়েই সন্দিহান ছিলেন বিশেষজ্ঞরা। ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন রবিচন্দ্রণ অশ্বিন। আজ পাঁচ নম্বরে ব্যাট করতে এসে ৩টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৯ করেন তিনি। অশ্বিনের ব্যাটেই গতি পায় রাজস্থান ইনিংস। অক্ষরের বলে তিনি আউট হলেও এরপর হাল ধরেন রিয়ান পরাগ। গত কয়েক মরসুমে লাগাতার ব্যর্থ হওয়ায় সমালোচিত হয়েছেন রিয়ান। এই বছর যাবতীয় সমালোচনার জবাব যেন ব্যাট হাতে দিচ্ছেন তিনি। প্রথম ম্যাচে ৪৩ এর পর আজ ৭টি চার ও ৬টি ছক্কা মেরে করলেন অপরাজিত ৮৪। শেষ ওভারে অনরিখ নর্খিয়ার বিরুদ্ধে তুললেন ২৫ রান। মূলত তাঁর দাপটেই ১৮৫ অবধি পৌঁছয় রাজস্থান। ধ্রুব জুড়েল ২০ ও হেটমায়ার করেন ১৪* রান।

লড়লেন স্টাবস-ওয়ার্নার, পরাজয় দিল্লীর-

Trsitan Stubbs | IPL 2024 | Image: Getty Images
Tristan Stubbs | IPL 2024 | Image: Getty Images

১৮৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লীর হয়ে ধুন্ধুমার সূচনা করেছিলেন মিচেল মার্শ। অস্ট্রেলীয় অলরাউন্ডার ৫টি চারের সাহায্যে মাত্র ১২ বলে ২৩ রান করে ফিরে যান। তাঁকে আউট করেন দক্ষিণ আফ্রিকার পেসার নান্দ্রে বার্গার। আইপিএল কেরিয়ারের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে আজ নজর কাড়লেন নান্দ্রে। মার্শের পাশাপাশি তিন নম্বরে নামা রিকি ভুঁইকেও আউট করেন তিনি। অন্ধ্রের বাঙালি ক্রিকেটার ব্যর্থ হয়েছিলেন পাঞ্জাবের বিরুদ্ধে। আজও খাতা খোলার আগেই ধরা পড়লেন সঞ্জু স্যামসনের দস্তানায়। ৩০ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর দিল্লী ঘুরে দাঁড়ায় ডেভিড ওয়ার্নার ও ঋষভ পন্থের সৌজন্যে। আবেশ খানের বলে উইকেট হারানোর আগে ৪৯ রানের ঝলমলে ইনিংস খেললেন ওয়ার্নার। ৩৪ বলের ইনিংসে ছিলো ৫টি চার ও ৩টি ছয়।

ঋষভকে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। স্যামসনের হাতে ক্যাচ দিয়ে বসেন দিল্লী ক্যাপিটালস অধিনায়ক। আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে নিজেই হাঁটা লাগান সাজঘরের দিকে। ২৩ বলে ২৮ করলেন নিজের ১০০তম আইপিএল ম্যাচে। পাঞ্জাবের বিরুদ্ধে ১০ বলে ৩২ করেছিলেন অভিষেক পোড়েল। আজ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে সফল হতে পারলেন না বাংলার তরুণ। যুজবেন্দ্র চাহালের বলে লং অফে ধরা পড়েন জস বাটলারের হাতে। ১০ বলে করেন ৯ রান। অভিষেক আউট হওয়ার পরেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিলো খেলার ভবিতব্য। তবুও শেষ মুহূর্ত অবধি লড়লেন ট্রিস্টান স্টাবস। দক্ষিণ আফ্রিকান তরুণ অপরাজিত থাকেন ২৩ বলে ৪৪ করে। ১৩ বলে ১৫* করে অক্ষর প্যাটেল। কিন্তু যথেষ্ট হলো না তা। ১২ রানের ব্যবধানে হারতেই হলো দিল্লীকে।

Also Read: IPL 2024: “ও যেন অন্য পিচে খেললো…” দিল্লীর বিরুদ্ধে অদম্য ইনিংস খেলে রিয়ান পরাগ জিতে নিলেন নেটজনতার মন !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *