IPL 2024, RCB vs KKR, MATCH 09 PREVIEW: ঘরের মাঠে দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে প্রস্তুত RCB, জয়ের ধারা অব্যহত রাখতে মোরিয়া হয়ে লড়াই চালাবে KKR !! 1

একেরপর এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকছে ক্রিকেট বিশ্ব। ইতিমধ্যেই চলতি আইপিএলের (IPL 2024) নয়’টি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। আপাতত পয়েন্ট তালিকার বিচারে শীর্ষে বিরাজমান রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ঘরের মাটিতেই জয় সুনিশ্চিত করেছে প্রতিটি ফ্রাঞ্চাইজি। আজকের মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR)। দুই দলের ইতিহাস আইপিএলকে জনপ্রিয় করে তোলে, এই দুই দলের মধ্যেই প্রথম আইপিএল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। চলতি আইপিএলে বেশ ভালো ফর্মে রয়েছে দুই দল, প্রথম ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে পরাজিত হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং দ্বিতীয় ম্যাচে ঘরের মাটিতে তারা কামব্যাক করে। পাঞ্জাব কিংসকে পরাস্ত করে খাতা খোলে কোহলি, ব্রিগেড। কলকাতা নাইট বাহিনীর কথা বলতে গেলে, রুদ্ধশ্বাস ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাস্ত করে প্রথম ম্যাচেই জয় সুনিশ্চিত করে দল। আজকের ম্যাচটিতে দেখা যাবে হাইভোল্টেজ এক পরিণতি।

Read More | IPL 2024, SRH vs MI, Match 08, Highlights: হায়দরাবাদের ব্যাটিং তান্ডবে বিপন্ন মুম্বাই, ৩১ রানে দুরমুশ হয়ে টানা দুই ম্যাচে ‘সুপারফ্লপ’ হার্দিক !!

RCB vs KKR, MATCH 09, PITCH REPORT

IPL 2024, RCB vs KKR, MATCH 09 PREVIEW: ঘরের মাঠে দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে প্রস্তুত RCB, জয়ের ধারা অব্যহত রাখতে মোরিয়া হয়ে লড়াই চালাবে KKR !! 2

শুক্রবার নিজেদের দ্বিতীয় হোম ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে KKR‘এর বিরুদ্ধে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে খুবই শক্তিশালী এই দল। এককথায় বলা যায় তাদের গর্ভগৃহ হলো এই চিন্নাস্বামী। এই মাঠে মূলত ব্যাটসম্যানদের জয়জয়কার চলতে থাকে। চিন্নাস্বামীর পিচে প্রথম ইনিংসের গড় স্কোর ১৮০-এর আশেপাশে। দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ঘোরাফেরা করে ১৬৩ রানের আশেপাশে। এখানে প্রথমে ব্যাটিং করা দল ৩৭ বার জয়লাভ করেছে যেখানে দ্বিতীয় ব্যাটিং করে ৫২ টি ম্যাচ জয়লাভ করেছে। যে কারণেই এখানের উইকেটে সবাই প্রথমে বোলিং করতেই পছন্দ করেন।

RCB VS KKR, WEATHER UPDATE (আবহাওয়ার পূর্বাভাস)-

IPL 2024, RCB vs KKR, MATCH 09 PREVIEW: ঘরের মাঠে দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে প্রস্তুত RCB, জয়ের ধারা অব্যহত রাখতে মোরিয়া হয়ে লড়াই চালাবে KKR !! 3

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স-এর মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচের দিন অর্থাৎ শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বৃষ্টিপাতের কোনো সম্ভবনা নেই, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৩১ শতাংশ। ম্যাচের সময় ১৮ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে।

RCB VS KKR, Head to Head

আইপিএলে ৩২টি ম্যাচে মুখোমুখি হয়েছে বেঙ্গালুরু ও কলকাতা। এই ৩২টি খেলার মধ্যে বেঙ্গালুরু ১৪ টিতে জিতেছে যেখানে কলকাতা ১৮টি ম্যাচে জয়লাভ করেছে। গত সিজিনে দুই বার মুখোমুখি হয়েছিল দল, আর দুবারেই কলকাতা দল ব্যাঙ্গালুরুকে পরাস্ত করতে সক্ষম হয়েছে।

দুই দলের সম্ভব্য একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (C), ক্যামেরন গ্রিন, রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, অনুজ রাওয়াত (WK), দিনেশ কার্তিক, আলজারি জোসেফ, মায়াঙ্ক ডাগর, মোহাম্মদ সিরাজ, যশ দয়াল, মহিপাল লোমর।

কলকাতা নাইট রাইডার্স

ফিল সল্ট (WK), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (C), নীতীশ রানা, রিংকু সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, সুয়শ শর্মা, রমনদীপ সিং।

আরও পড়ুন | IPL 2024: “কামাল করে দিয়েছ…” ম্যাচ শেষে চমকপ্রদ বয়ান হার্দিকের, শ্লেষের তীরে বিঁধলেন সাংবাদিক বিক্রান্ত গুপ্তা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *