ipl-2024-possible-key-players-for-rcb

IPL 2024: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশতম মরসুম। বিসিসিআই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে যে ২২ মার্চ থেকে শুরু ব্যাট-বলের দ্বৈরথ। প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মহড়া নেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এই নিয়ে আইপিএলের আঙিনায় সতেরোতম বছর হতে চলেছে বেঙ্গালুরুর। কিন্তু একবারও ট্রফি জেতে নি তারা। সেই আক্ষেপ মিটিয়ে ফেলার সম্পূর্ণ প্রয়াস এবার থাকবে ফাফ দু প্লেসি, বিরাট কোহলিদের। আইপিএলের প্রথম পর্বের যে সূচি প্রকাশিত হয়েছে তা অনুযায়ী ২২ মার্চ থেকে ৭ এপ্রিলের মধ্যে ৫টি ম্যাচ রয়েছে বেঙ্গালুরু’র। খেতাবের কাছাকাছি পৌঁছতে টুর্নামেন্টের শুরু থেকেই সেরা ছন্দ খুঁজে নিতে চান খেলোয়াড়রা। আসন্ন মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্সের (RCB) সাফল্যের চাবিকাঠি লুকিয়ে থাকতে পারে এই তিন ক্রিকেটারের হাতে।

Read More: WPL 2024: “সময় সবার বদলায়…” বেঙ্গালুরু’র বিরুদ্ধে হার মুম্বইয়ের, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে নীতা আম্বানি !!

গ্লেন ম্যাক্সওয়েল-

Glenn Maxwell | IPL 2024 | Image: Getty Images
Glenn Maxwell | Image: Getty Images

গত মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) অন্যতম ধারাবাহিক ক্রিকেটার ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ১৪ ম্যাচে ৩৩.৩৩ গড় ও ১৮৩.৪৯ স্ট্রাইক রেটে তিনি করেছিলেন ৪০০ রান। ৫টি অর্ধশতরানও এসেছিলো তাঁর ব্যাট থেকে। বল হাতে তুলে নিয়েছিলেন ৩টি উইকেট। লীগ পর্বের শেষ ম্যাচে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে পরাজয় প্লে-অফ খেলার সুযোগ দেয় নি তাঁকে। আইপিএল (IPL) মেটার পরেও আগুনে ফর্ম ধরে রেখেছেন তিনি। ভারতের মাটিতেই জিতেছেন ওডিআই বিশ্বকাপ। অবিশ্বাস্য ২০১* রানের ইনিংস খেলেছেন আফগানিস্তানের বিরুদ্ধে। এছাড়াও ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টি-২০ শতরানও করেছেন।

দীর্ঘ কেরিয়ারে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup), ওডিআই বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার হয়ে কুড়ি-বিশের ক্রিকেটে ৫টি শতরান’ও রয়েছে তাঁর। ভারত অধিনায়ক রোহিত শর্মার সাথে যুগ্ম সর্বোচ্চ শতকের মালিক তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বলের একাধিক টুর্নামেন্ট জিতলেও ফ্র্যাঞ্চাইজি টি-২০ ট্রফি জেতা হয় নি তাঁর। ধারাবাহিক ভালো পারফর্ম করেও ধরা দেয় নি খেতাব। মেলবোর্ন স্টারসের হয়ে বিগ ব্যাশ লীগে (BBL) রানার্স-আপ হয়েছেন। আইপিএল’ও (IPL) থেকেছে অধরা। সেই আক্ষেপ এবার ভারতের মাঠে ট্রফি জিতে মেটাতে চাইবেন তিনি। নিজের সর্বস্ব দিয়ে চাইবেন বেঙ্গালুরুকে সাফল্য এনে দিতে।

বিরাট কোহলি-

Virat Kohli | IPL 2024 | Image: Getty Images
Virat Kohli | Image: Getty Images

 

২০০৮ থেকে ২০২৪-দেখতে দেখতে সতেরোতে পা দিতে চললো বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) কেরিয়ারের বয়স। প্রথম মরসুম থেকে আরিসিবি শিবিরেই থেকেছেন তিনি। বদলান নি দল। ব্যাট হাতে এর আগেও নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। আইপিএলে সর্বোচ্চ রান, সর্বোচ্চ সংখ্যক শতরানের মত রেকর্ড রয়েছে কোহলির দখলে। এক মরসুমে সর্বোচ্চ ৯৭৩ রানের নজির’ও রয়েছে ‘কিং কোহলির’ ঝুলিতেই। আক্ষেপ শুধু একটাই। এখনও অবধি একবার আইপিএল (IPL) খেতাব হাতের মুঠোয় ধরতে পারেন নি তিনি। প্লে-অফ খেলেছেন বেশ কয়েকবার। গিয়েছেন ফাইনালেও, কিন্তু একবার ডেকান চার্জার্স, একবার চেন্নাই সুপার কিংস ও একবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছে।

২০২৪-এর আইপিএলে (IPL) নতুন উদ্যমে মাঠে নামতে চলেছেন বিরাট (Virat Kohli)। সাম্প্রতিক অতীতে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে করেছেন শতরান। বিশ্বকাপে তিন শতরান-সহ এক সংস্করণে সবচেয়ে বেশী রান করার নজির গড়েছেন। এমনকি জিতেছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের তকমা’ও। সেই ফর্ম আইপিএলে (IPL) বজায় রাখার চেষ্টা করবেন তিনি। গত মরসুমে ৬৩৯ রান করে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। করেছিলেন দুটি শতরান। ২০২৩-এ যেখানে শেষ করেছিলেন, ২০২৪ সালে শুরুটা সেখান থেকে করাই লক্ষ্য থাকবে তাঁর। আসন্ন টি-২০ বিশ্বকাপে বিরাটের জায়গা পাওয়া নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। আইপিএল জিতে নিন্দুকদের মুখ বন্ধ করতে চাইবেন তিনি।

মহম্মদ সিরাজ-

Mohammed Siraj | IPL 2024 | Image: Getty Images
Mohammed Siraj | Image: Getty Images

এই তালিকায় তৃতীয় ক্রিকেটার হতে পারেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। হায়দ্রাবাদের ক্রিকেটার গত কয়েক মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছেন। গত মরসুমে আরসিবি’র ধারাবাহিক বোলিং ব্যর্থতার মাঝেও উজ্জ্বল ছিলেন একমাত্র সিরাজ। বিশেষ করে নতুন বল হাতে নিয়মিত সাফল্য এনে দিয়েছেন দলকে। ১৪ ম্যাচে নিয়েছিলেন ১৯ উইকেট। বোলিং গড় ছিলো ১৯.৭৯। পাওয়ার প্লে এবং ডেথ ওভারেই মূলত বোলিং করেছেন সিরাজ (Mohammed Siraj)। তা সত্ত্বেও অতিরিক্ত রান খরচ করেন নি তিনি। ইকোনমি রেট ছিলো ৭.৫২।

সাদা বলের ক্রিকেটে গত কয়েক মাসে দুর্দান্ত উন্নতি করেছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এশিয়া কাপে্র ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অবিশ্বাস্য স্পেল করেছেন। এছাড়া বিশ্বকাপেও চমকপ্রদ বোলিং করেছেন। ওডিআই ক্রিকেটে আইসিসি র‍্যাঙ্কিং-এ এক নম্বরেও পৌঁছেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউনের মাঠে সিরাজের অবিশ্বাস্য বোলিং-এই প্রথমবার টেস্ট ম্যাচ জিতেছে ভারত। দুরন্ত ছন্দে থাকা সিরাজ’ও এই বছরের আইপিএলে (IPL) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)‘তুরুপের তাস’ হয়ে উঠতেই পারেন।

Also Read: IPL 2024: মুম্বাইয়ের অনুশীলনে নেমেই হুঙ্কার হার্দিক পান্ডিয়ার, কাপ জিতেই হবেন শান্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *