ipl-2024-new-updates-regarding-tickets

IPL 2024: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL 2024) নয়া মরসুম। আয়োজক সংস্থা বিসিসিআই-এর পক্ষ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে ২২ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা। প্রতিবারের মত এই বার অবশ্য সম্পূর্ণ মরসুমের নির্ঘন্ট প্রকাশ করা সম্ভব হয় নি বোর্ডের পক্ষে। নেপথ্যে দেশের সাধারণ নির্বাচন। নিরাপত্তাজনিত সমস্যা এড়ানোর জন্য আইপিএলের (IPL 2024) প্রথম ১৭ দিনের সূচি আপাতত প্রকাশ করা হয়েছে। থাকছে ২১টি ম্যাচ। লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ্যে এলে সেই অনুযায়ী সূচির বাকি অংশটুকু প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। সম্পূর্ণ সূচি সামনে না এলেও আইপিএল নিয়ে উৎসাহে ভাটা পড়ে নি বিন্দুমাত্র। মাঠে বসে ব্যাট-বলের দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেটজনতা।

২০২০ থেকে ২০২২ সাল অবধি কোভিড অতিমারির কারণে নানা বাধ্যবাধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে আইপিএলকে (IPL)। বায়ো বাবল-কে মেনে নিতে হয়েছিলো ক্রিকেট তারকাদের। কখনও দেশের গুটিকয়েক শহরে সীমিত থেকেছে টুর্নামেন্ট, কখনও আবার সম্পূর্ণ আইপিএল সরিয়ে নিয়ে যেতে হয়ে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরশাহীতে। গত মরসুম থেকে চেনা ছন্দে ফিরেছে টুর্নামেন্ট। ফিরেছে হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাট। দশ দল নিজেদের শহরে খেলেছে। পাশাপাশি রাজস্থান রয়্যালস (RR), পাঞ্জাব কিংসের (PBKS) মত দলকে দেখা গিয়েছে একাধিক শহরকে হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে। এবারও দিল্লী ক্যাপিটালস (DC) দুটি ম্যাচ খেলছে বিশাখাপত্তনমে। টুর্নামেন্ট নিয়ে আগ্রহ যত বাড়ছে, ততই বাড়ছে টিকিটের চাহিদা। ভক্তদের কথা মাথায় রেখে টিকিট প্রকাশ নিয়ে বড় তথ্য সামনে আনলো ফ্র্যাঞ্চাইজিগুলি।

Read More: গিলের উদ্দেশ্যে ভক্তদের “সারা…সারা” স্লোগান, হাসি থামাতে পারলেন না স্টোকস, সমাজ মাধ্যমে নিমেষে ভাইরাল ভিডিও !!

প্রি-রেজিস্ট্রেশন শুরু বেশী কিছু ফ্র্যাঞ্চাইজি’র-

Hardik Pandya and MS Dhoni with IPL Trophy | Image: Getty Images
Hardik Pandya and MS Dhoni with IPL Trophy | Image: Getty Images

টিকিট এখনও প্রকাশ না করলেও তার জন্য প্রি-রেজিস্ট্রেশন শুরু করেছে গুজরাত টাইটান্স (GT), দিল্লী ক্যাপিটালস (DC), পাঞ্জাব কিংস, লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) মত ফ্র্যাঞ্চাইজি। টিকিট বুকিং ওয়েবসাইট পেটিএম ইনসাইডার-এ গেলেই এই সুবিধা পাবেন ক্রিকেট দর্শকেরা। সাথে গুজরাত টাইটান্স ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস নিজেদের ওয়েবসাইট থেকেও টিকিট কাটার সুবিধা দিচ্ছে সমর্থকদের। নিজেদের হোম ম্যাচে গত বারের রানার্স-আপ গুজরাত (GT) টিকিটের দাম রেখেছে ৪৯৯ থেকে ১২০০০ টাকার মধ্যে। ব্লকবাস্টার হতে পারে) গুজরাত টাইটান্স (GT) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI ম্যাচ। সেই ম্যাচে টিকিটের সর্বনিম্ন মূল্য হতে চলেছে ৯০০ টাকা। থাকছে সর্বোচ্চ ১৫০০০ টাকার টিকিট।

টিকিটের দাম সম্পর্কে দিল্লী (DC) বা লক্ষ্ণৌ (LSG) ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে আপাতত কোনো নির্দিষ্ট তথ্য অবশ্য সামনে আসে নি। দিল্লী, লক্ষ্ণৌ ও গুজরাতের মতই সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ও চেন্নাই সুপার কিংস-এর’ও (CSK) টিকিটিং পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে পেটিএম ইনসাইডার। তবে কবে থেকে টিকিট মিলবে বা টিকিটের দাম কি হতে চলেছে সে সম্পর্কে এখনও কোনো খবর মেলে নি তাদের তরফ থেকেও।

মুম্বই, রাজস্থান ও বেঙ্গালুরুর টিকিট নিয়ে মিলেছে তথ্য-

Mumbai Indians | IPL 2024 | Image: Getty Images
Mumbai Indians | Image: Getty Images

পাঁচবারের আইপিএল (IPL) চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (MI) টিকিটিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে বুকমাইশো। চারটি আলাদা পর্যায়ে মিলবে টিকিট। প্রথম পর্যায়ে স্লাইস ইউ পি আই-এর মাধ্যমে ৬ মার্চ থেকেই ভক্তেরা টিকিট কিনতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে মুম্বই ইন্ডিয়ান্স (MI) দলের গোল্ড, সিলভার ও জুনিয়র সদস্যরা বিশেষ সুবিধা পাবেন টিকিট ক্রয় করার জন্য। এই দ্বিতীয় পর্যায় শুরু হতে চলেছে ৯ মার্চ থেকে। ‘ব্লু’ সদস্যদের জন্য তৃতীয় পর্যায়ে টিকিট বিক্রি শুরু হবে ১০ মার্চ থেকে। চলবে ১২ মার্চ পর্যন্ত। এরপর ১৩ মার্চ থেকে সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি শুরু করবে মুকেশ আম্বানির দল।

মুম্বই ইন্ডিয়ান্সের (MI) মতই রাজস্থান রয়্যালসের (RR) টিকিটিং পার্টনার হতে চলেছে বুকমাইশো। তবে ধোঁয়াশা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) নিয়ে। আইপিএলের প্রথম পর্যায়ে পাঁচটি ম্যাচ খেলবে তারা। এর মধ্যে রয়েছে তিনটি হোম ম্যাচ। কিন্তু সেই খেলাগুলির টিকিট কোথায় মিলবে, সেই সম্পর্কে কোনো তথ্য মেলে নি এখনও। তথ্য নেই কলকাতা নাইট রাইডার্সের টিকিট নিয়েও।

Also Read: IPL 2024: RCB-তে এন্ট্রি নিচ্ছেন এবি ডি ভিলিয়ার্স, বিরাটের সঙ্গে ব্যাট হাতে ফের তুলবেন ঝড় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *