IPL 2024 MI vs SRH Match Prediction in Bengali: টিকে থাকার লড়াইয়ে SRH'এর মুখোমুখি হতে চলেছে MI, মেগা ম্যাচে কে হবে সেরা প্লেয়ার, কারা জিতবে ম্যাচ ? এক ক্লিকেই জেনে নিন সমস্ত তথ্য !! 1

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর (IPL 2024)। আগামীকাল মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ (MI vs SRH)। দুই দল চলতি আইপিএলের প্রথমার্ধে মুখোমুখি হয়েছিল দুই দল। তবে মুম্বইয়ের সঙ্গে প্রথম ম্যাচে রানের পাহাড় গড়ে সানরাইজার্স, মুম্বইয়ের বিরুদ্ধে ২৭৭ রান গড়ে আইপিএল ইতিহাসের সবথেকে বেশি রান তোলে।

যদিও তার কয়েকটি ম্যাচ পরেই হায়দ্রাবাদ নিজেদের গড়া রেকর্ড আবার নিজেরাই ভেঙে দেয়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে তারা আবার ২৮৭ রান জুড়ে নতুন রেকর্ড তৈরি করে। পয়েন্ট তালিকার বিচারে চতুর্থ স্থানে রয়েছে প্যাট কামিন্স’এর (Pat Cummins) হায়দ্রাবাদ এবং হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স চলতি আইপিএলে পয়েন্ট তালিকায় একেবারে শেষের স্থানে রয়েছে।

হায়দ্রাবাদ তাদের শেষ ম্যাচটি টেবিল টপার রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল যেখানে রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ১ উইকেটে জয়লাভ করে এবং অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স তাদের শেষ ম্যাচটি কলকাতার মুখোমুখি হয়েছিল। ওয়ানখেড়েতে দীর্ঘ ১২ বছর পর মুম্বইয়ের বিরুদ্ধে জয় সুনিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স (KKR)।

প্লে-অফের রেশ থেকে কার্যত বিদায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (MI) তবে হায়দ্রাবাদ (SRH) দলের বিরুদ্ধে পুরানো পরাজয়ের বদলা নিতে চাইবে MI পল্টন। আজকের ম্যাচে বড় চ্যালেঞ্জ হতে চলেছে হায়দ্রাবাদী ব্যাটসম্যানদের বিরুদ্ধে মুম্বইয়ের বোলিং আক্রমন।

Read More: “দলে ওর জায়গা হয়না…” রিংকু সিংকে বিশ্বকাপ দল থেকে বাদ দিতেই রোহিত শর্মাকে স্যালুট জানালেন গাঙ্গুলি, করলেন এই মন্তব্য !!

MI vs SRH, IPL 2024 MATCH 55 PITCH AND WEATHER REPORT

World cup 2023, ipl 2024
Wankhede Stadium | Image: Getty Images

আগামীকাল ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল (MI vs SRH), ওয়ানখেড়ে মূলত ব্যাটসম্যানদের কাছে ব্যাটিং স্বর্গ। বাউন্ডারি ছোট হওয়ার কারণে ব্যাটসম্যানরা বড় শট খেলতে দ্বিধাবোধ করেননা। তবে গত ম্যাচে এই উইকেটটি বেশ ধীরগতির হতে দেখা গিয়েছে। মুম্বই-কলকাতা ম্যাচে উভয় ইনিংসেই ১০টি করে উইকেট হারাতে দেখা গিয়েছিল। তাপমাত্রা বেশি হওয়ার কারণে উইকেট শুষ্ক হয়ে উঠেছে এবং ধীরগতির হয়ে উঠেছে, তাই আগামীকাল ম্যাচে স্পিনারদের বল কার্যকরী হবে বলে মনে করা হয়। ওয়ানখেড়েতে টস জিতে ক্যাপ্টেন প্রথমে ফিল্ডিং বেছে নেবে।

আগামীকাল মুম্বইয়তে সকালের দিকে সর্বাধিক ৩৪ ডিগ্রি তাপমাত্রা দেখা যাবে এবং রাতের দিকে সর্বনিম্ন ২৮ ডিগ্রি তাপমাত্রা থাকতে চলেছে। ২৩ কিমি প্রতি ঘন্টা বেগে বাতাস বইবে এবং বাতাসে ৫৫% আপেক্ষিক আদ্রতা থাকবে। বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

MI vs SRH, IPL 2024 MATCH 55, দুই দলের সম্ভব্য একাদশ

মুম্বই ইন্ডিয়ান্স – রোহিত শর্মা, ইশান কিশান (wk), নমন ধীর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নেহাল ওয়াধেরা, হার্দিক পান্ডিয়া (c), টিম ডেভিড, পীযূষ চাওলা, জেরাল্ড কোয়েটজি, জাসপ্রিত বুমরাহ [ ইমপ্যাক্ট প্লেয়ার- নুয়ান থুশারা]

সানরাইজার্স হায়দ্রাবাদ – ট্রেভিস হেড, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠি, হেনরিখ ক্লাসেন (WK), নীতিশ কুমার রেড্ডি, শাহবাজ আহমেদ, মার্কো ইয়ানসেন, আব্দুল সামাদ, প্যাট কামিন্স (C), ভুবনেশ্বর কুমার, টি.নটরাজন। [ ইমপ্যাক্ট প্লেয়ার – মায়ঙ্ক মারকান্ডে]

MI vs SRH, IPL 2024 MATCH 55, ম্যাচের সেরা প্লেয়ার

সেরা ব্যাটসম্যান (রোহিত শর্মা)

Rohit Sharma, ipl 2024
Rohit Sharma | Image: Getty Images

আজকের ম্যাচের সেরা ব্যাটসম্যান হতে চলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। চলতি আইপিএলে সূচনাটা বেশ দারুণভাবে করেছিলেন রোহিত তবে বিগত কয়েকটি ম্যাচেই তার পারফরমেন্স লোপ পেয়েছে। তবে আজকের ম্যাচে তিনি হয়ে উঠতে পারেন সেরা ব্যাটসম্যান। চলতি সিজিনে হিটম্যান ১১ ইনিংসে ৩২.৬ গড়ে ও ১৫৪.৫ স্ট্রাইক রেটে ৩২৬ রান বানিয়েছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে রোহিত গত ইনিংসে ভালো সূচনা দিলেও ইনিংসটিকে এগিয়ে নিয়ে যেতে ব্যার্থ হয়েছিলেন। কয়েকটি ম্যাচে তার খারাপ পারফরমেন্সের প্রভাব আজকের ম্যাচে বিধ্বংসী ইনিংস দিয়ে শেষ হতে পারে।

সেরা বোলার (জসপ্রীত বুমরাহ)

Jasprit bumrah, ipl 2024
Jasprit Bumrah | Image: Getty Images

আজকের ম্যাচে সেরা বোলার হয়ে উঠতে পারেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। চলতি আইপিএলে অসাধারণ ছন্দে রয়েছেন জসপ্রীত বুমরাহ, ১১টি ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন তিনি। ওভার পিছু দিয়েছেন মাত্র ৬.২৫ রান। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে বুমরাহ ছিলেন একমাত্র সফল বোলার। আগামীকাল ম্যাচে তিনি মুম্বই দলকে জেতাতে বড় ভূমিকা গ্রহণ করবেন।

বিধিসম্মত সতর্কীকরণ-

তথ্য এবং পরিসংখ্যান বিশ্লেষন করে দল চয়ন করা হয়ে থাকলেও এই মতামত লেখকের ব্যক্তিগত। আপনার দল নির্বাচন করার সময়, উল্লেখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং আপনার নিজের সিদ্ধান্ত নিন।

Read Also: IPL 2024: হার্দিককে ‘ক্যাপ্টেন’ করেই মুখ পুড়লো মুম্বইয়ের, প্রথম দল হিসেবে ছিটকে গেলো টুর্নামেন্ট থেকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *