ipl-2024-mi-probable-xi-vs-pbks

IPL 2024: বৃহস্পতিবার আইপিএলের (IPL) আঙিনায় দুই পিছিয়ে পড়া দলের লড়াই। মুল্লানপুরে নিজেদের নতুন হোম গ্রাউন্ডে পাঞ্জাব কিংস (PBKS) মাঠে নামবে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) বিরুদ্ধে। মাত্র দুটি জয় ও চারটি হারের সৌজন্যে পাঞ্জাব বর্তমানে রয়েছে পয়েন্ট তালিকার সাত নম্বরে। সমসংখ্যক জয় ও হার মুম্বই ইন্ডিয়ান্সেরও। তারা নেট রান রেটে পিছিয়ে রয়েছে আট নম্বরে। বৃহস্পতিবার জিতলে এগিয়ে যাওয়ার সুযোগ থাকছে দুই দলের সামনেই। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে তাই দুই পয়েন্টকেই পাখির চোখ করছে দুই শিবিরই।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অ্যাওয়ে ম্যাচে ওপেন করতে দেখা যাবে ঈশান কিষণ (Ishan Kishan) ও ডিওয়াল্ড ব্রেভিসকে। গত ম্যাচে শতরান পেয়েছেন রোহিত (Rohit Sharma)। ম্যাচ শেষে খুব ক্লান্ত দেখাচ্ছিল মুম্বইয়ের প্রাক্তন ক্যাপ্টেন কে। আর সেই কারণে হয়তো আজকের ম্যাচ মিস করতে পারেন হিটম্যান। অথবা ইমপ্যাক্ট খেলোয়াড় রূপে এন্ট্রি নিতে পারেন। তিন নম্বরে দেখা যাবে সূর্যকুমার যাদবকে। চলতি মরসুমে দুটি ম্যাচে শূন্য করেছেন তিনি। সেই ব্যর্থতা ভুলে রানের সরণিতে ফিরতে চাইবেন মিস্টার ৩৬০ ডিগ্রী। চারে খেলতে পারেন তিলক বর্মা। পাঁচে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে চাইবেন অধিনায়ক হার্দিক (Hardik Pandya)। বোলিং-এও অগ্নিপরীক্ষা তাঁর। এরপর তিন বিদেশী অলরাউন্ডার-টিম ডেভিড, রোমারিও শেপার্ড ও মহম্মদ নবিকে দেখা যাওয়ার সম্ভাবনা। মুম্বই বোলিং-কে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। তাঁর সাথে পেস ব্যাটারির ধার বাড়াতে থাকতে পারেন জেরাল্ড ক্যুৎসিয়ে ও আকাশ মাধওয়াল।

Read More: IPL-এ গ্লেন ম্যাক্সওয়েল’কে পাচ্ছে না বেঙ্গালুরু, এই মারাত্মক কারণেই ছিটকে গেলেন অজি অলরাউন্ডার !!

IPL ম্যাচের সময়সূচি-

পাঞ্জাব কিংস (PBKS) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI)

ম্যাচ নং- ৩৩

তারিখ- ১৭/০৪/২০২৪

ভেন্যু- মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মুল্লানপুর

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট

Mullanpur Pitch and Weather (পিচ ও আবহাওয়া)-

MYSIC Stadium, Mullanpur | IPL 2024 | Image: Twitter
MYSIC Stadium, Mullanpur | Image: Twitter

এতদিন মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে অধিকাংশ হোম ম্যাচ খেলত পাঞ্জাব কিংস। চলতি মরসুমেই সেখান থেকে মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সরে এসেছে তারা। নবনির্মিত এই স্টেডিয়ামে শুরুর দিকে কার্যকরী হতে দেখা গিয়েছে পেসারদের। মাঝের ওভারগুলোতে অবশ্য ব্যাটিং কঠিন করে তোলেন স্পিনাররা। এখানে ইতিপূর্বে তিনটি আইপিএল ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে ২টিতে জয় এসেছে রান তাড়া করে। কেবল একটিতে প্রথমে ব্যাটিং করে জয় মিলেছে। প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে এই ভেন্যুতে। বৃহস্পতিবারও তেমনটাই দেখা যেতে পারে।

পাঞ্জাবের মুল্লানপুরে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২২ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৩৮ শতাংশ। যা অস্বস্তি বাড়াতে পারে ক্রিকেটারদের। ম্যাচ চলাকালীন ১১ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বায়ুপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। একইসাথে ম্যাচ ঘিরে আশঙ্কার বাণীও শুনিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার মুল্লানপুরে রয়েছে ১০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা।

Live Streaming Details-

পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স দ্বৈরথ উপভোগ করার সুযোগ থাকছে টেলিভিশন ও ডিজিটাল স্ট্রিমিং-এর মাধ্যমে। ২৩৫৭৫ কোটি টাকা ব্যয়ে ২০২৩ থেকে ২০২৭ অবধি টেলিভিশন সম্প্রচারের স্বত্ব অর্জন করেছে ডিজনি-স্টার সংস্থা। তাদের স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে আইপিএল। একই সাথে ভায়াকম-১৮ সংস্থা ২০২৩ থেকে ২০২৭-অবধি ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব আদায় করেছে ২৩৭৫৮ কোটি টাকার বিনিময়ে। তাদের জিও সিনেমা অ্যাপে বিনামূল্যে দেখা যাবে আইপিএল।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-

Mumbai Indians | IPL 2024 | Image: Getty Images
Mumbai Indians | IPL 2024 | Image: Getty Images

ওপেনার- ডিওয়াল্ড ব্রেভিস✈, ঈশান কিষণ

মিডল অর্ডার- সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, টিম ডেভিড ✈

ফিনিশার- রোমারিও শেপার্ড ✈, মহম্মদ নবি ✈

বোলার- জসপ্রীত বমরাহ, জেরাল্ড ক্যুৎসিয়ে ✈, আকাশ মাধওয়াল

উইকেটরক্ষক- ঈশান কিষণ

PBKS-এর বিরুদ্ধে MI-এর সম্ভাব্য একাদশ-

ডিওয়াল্ড ব্রেভিস✈, ঈশান কিষণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), টিম ডেভিড ✈, রোমারিও শেপার্ড ✈, মহম্মদ নবি ✈, জসপ্রীত বমরাহ, জেরাল্ড ক্যুৎসিয়ে ✈, আকাশ মাধওয়াল।

বিকল্প- রোহিত শর্মা, কোয়েনা মাফাকা ✈, নমন ধির, শ্রেয়স গোপাল, নেহাল ওয়াধেরা।

*✈-বিদেশী ক্রিকেটার

Also Read: IPL 2024, KKR vs RR, Match Highlights: বাটলারের বিক্রমে ঢাকা পড়লো নারাইনের শতরান, জমজমাট ম্যাচে শেষ হাসি রাজস্থানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *