ipl-2024-dhoni-takes-a-blinder-vs-gt

IPL 2024: আইপিএলের (IPL) আসরে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। দুই হেভিওয়েট দলের লড়াই জমে উঠেছে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। প্রথমে ব্যাট করে ২০৬ রান স্কোরবোর্ডে যোগ করেছে গতবারের চ্যাম্পিয়নরা। দুরন্ত ইনিংস খেলেছেন রচিন রবীন্দ্র, শিবম দুবে’রা। রান তাড়া করতে নেমে খানিক চাপে গুজরাত। দীপক চাহারের বলে লেগ বিফোর হয়ে ফিরেছেন শুভমান গিল। শুরুটা ভালো করেছিলেন ঋদ্ধিমান সাহা। কিন্তু দীপক চাহারের শর্ট বলের মোকাবিলা করতে না পেরে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তিনিও। জোড়া ওপেনারকে হারানোর পর গুজরাতের আশার আলো হয়ে উঠতে পারতেন বিজয় শঙ্কর। কিন্তু ইনিংস দীর্ঘায়িত করতে পারলেন না তিনিও। ফিরলেন মাত্র ১২ রান করে।

Read More: IPL 2024: দুবের বড় ছয় দেখে দোয়া পড়লেন স্ত্রী আনজুম খান, ভাইরাল হল ভিডিও !!

গুজরাত ইনিংসের অষ্টম ওভারে বল নিউজিল্যান্ড অলরাউন্ডার ড্যারিল মিচেলের হাতে তুলে দিয়েছিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। নিজের প্রথম ওভারে তৃতীয় ডেলিভারিতেই সাফল্য এনে দেন মিচেল। অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে ফুল লেন্থ অঞ্চলে বল পিচ করিয়েছিলেন মিচেল। ড্রাইভ করার উদ্দেশ্যে ব্যাট বাড়িয়ে দেন বিজয় শঙ্কর। কিন্তু ব্যর্থ হন সঠিক লাইনে পৌঁছতে। তাঁর ব্যাটের কোণে লেগে বল যায় উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির কাছে। শূন্যে শরীর ছুঁড়ে দিয়ে দুর্দান্ত দক্ষতার সাথে বল দস্তানাবন্দী করেন ধোনি। উঠে দাঁড়ালেন যখন, তখন ঠোঁটের কোণে এক চিলতে হাসি। মুস্তাফিজুর রহমান, দীপক চাহার, রবীন্দ্র জাদেজার মত সতীর্থরা দৌড়ে এসে শুভেচ্ছা জানান কিংবদন্তি ক্রিকেটারকে।

ব্যাট হাতে ধোনির বিক্রম দেখার আশায় মাঠ ভরিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের সমর্থকেরা। কিন্তু ব্যাটিং-এর সুযোগ আসে নি তাঁর সামনে। সেই আক্ষেপ সুদে-আসলে মিটিয়ে দিলো স্টাম্পের পিছনে ধোনির দুর্দান্ত ক্যাচ। সম্ভবত এইবারই শেষ আইপিএল খেলছেন মহেন্দ্র সিং ধোনি। ৪১ পেরিয়েছেন গত জুলাই মাসে। ফিটনেসে যে এখনও কোনো ঘাটতি নেই তা বুঝিয়ে দিলেন প্রাক্তন চেন্নাই অধিনায়ক। তিনি বল দস্তানাবন্দী করে উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই আকাশ ছুঁলো চিপক স্টেডিয়ামের শব্দব্রহ্ম। ‘ধোনি…ধোনি’ চিৎকারে মুখরিত হলো স্টেডিয়ামের আকাশ-বাতাস। তৃতীয় উইকেটের পতনের সাথে সাথে জয়ের দিকেও এক পা বাড়ালো চেন্নাই সুপার কিংস। ২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিবেদন লেখার সময় অবধি গুজরাত টাইটান্সের স্কোর ৩ উইকেটের বিনিময়ে ৯৬। ক্রিজে রয়েছেন সাই সুদর্শন ও ডেভিড মিলার।

দেখে নিন ভিডিও-

Also Read: IPL 2024: বিভ্রান্ত ডেভিড মিলার-বিজয় শঙ্কর, ভুলে ভরা ফিল্ডিং-এ চেন্নাইকে বাউন্ডারি উপহার গুজরাত টাইটান্সের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *