ipl-gt-fielding-gaffe-gifts-csk-four

IPL 2024: আইপিএলের (IPL) আঙিনায় আজ মহারণ। চিপক স্টেডিয়ামে মুখোমুখি গত মরসুমের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। শেষ সাক্ষাতে রুদ্ধশ্বাস ম্যাচে গুজরাতকে হারিয়ে ট্রফি ছিনিয়ে নিয়েছিলো চেন্নাই। আজও কি তারা সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে নাকি সেই হারের বদলা আজ নিতে পারবে গুজরাত? প্রশ্নের উত্তরের অপেক্ষায় ক্রিকেটজনতা। গত বছরের ফাইনালের পর দুই দলের অন্দরেই একাধিক রদবদল চোখে পড়েছে। অধিনায়কত্বে বদল এসেছে দুই শিবিরেই। গত মে মাসে টস করতে মাঠে নেমেছিলেন হার্দিক পান্ডিয়া ও মহেন্দ্র সিং ধোনি। আজ চেন্নাইয়ের পক্ষে মাঠে এলেন নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। দল ছেড়েছেন হার্দিক। গুজরাতের নেতৃত্বে এখন শুভমান গিল। অ্যাওয়ে ম্যাচে টসে জিতলেন তিনিই। বেছে নিয়েছেন বোলিং।

Read More: IPL 2024: “কারও জন্য আবর্জনা, কারও জন্য…”, যশ দয়ালকে নিয়ে মুরলি কার্তিকের মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল !!

ব্যাট হাতে শুরুটা দুরন্ত করেছিলেন চেন্নাইয়ের রচিন রবীন্দ্র। ২০ বলে ৪৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার দুরন্ত স্টাম্পিং-এ সাফল্যের সন্ধান পায় গুজরাত টাইটান্স শিবির। বিধ্বংসী রচিনকে আউট করে যখন লড়াইতে ফেরার চেষ্টায় টাইটান্স’রা, দুই প্রান্ত থেকে স্পিনের নাগপাশে প্রতিপক্ষকে বেঁধে রাখার চেষ্টায় অধিনায়ক শুভমান, তখনই ফিল্ডিং গাফিলতিতে বেশ কিছু রান অতিরিক্ত পেয়ে গেলো চেন্নাই সুপার কিংস। নবম ওভারের দ্বিতীয় বলে সাই কিশোর’কে নির্বিষ ফ্লিকে ডিপ মিড উইকেটের দিকে ঠেলেছিলেন অজিঙ্কা রাহানে। বল আয়ত্তে নিতে দুই প্রান্ত থেকে ছুটে এসেছিলেন ডেভিড মিলার ও বিজয় শঙ্কর। মুখোমুখি সংঘর্ষ এড়াতে শেষ মুহূর্তে সরে যেতে হয় দুজনকেই। আর বল দুজনের মধ্যে দিয়ে চলে যায় বাউন্ডারিতে। যে বলে এক রানের বেশী পাওয়ার কথা নয়, সেখানে চার রান পেলো চেন্নাই।

অতিরিক্ত রান উপহার পেয়েও অবশ্য নিজের ইনিংসকে দীর্ঘায়িত করতে পারেন নি অজিঙ্কা রাহানে। সেই সাই কিশোরের বলেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। একাদশতম ওভারের প্রথম বলেই আগ্রাসন দেখিয়ে স্টেপ আউট করতে গিয়েছিলেন রাহানে। ডেলিভারিতে বিশেষ ফ্লাইট দেন নি সাই কিশোর। মরিয়া হয়ে রাহানে ব্যাট চালালেও নাগাল পান নি বলের। উইকেটের পিছনে বল দস্তানাবন্দী করে সহজেই স্টাম্প ভেঙে দেন ঋদ্ধিমান সাহা। ১২ বলে ১২ রানের বেশী এগোতে পারেন নি আজ রাহানে। তিনি আউট হলেও অবশ্য এখনও চালকের আসনে চেন্নাই সুপার কিংস’ই। ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচে রান পান নি ঋতুরাজ গায়কোয়ার। আজ ৪৬ রান এলো নতুন অধিনায়কের ব্যাটে। প্রতিবেদন লেখার সময় অবধি সুপার কিংসদের স্কোর ১২৭/৩। ক্রিজে রয়েছেন শিবম দুবে ও ড্যারিল মিচেল।

দেখুন ঘটনার ভিডিও-

Also Read: IPL 2024: “কাপ না জিতিয়ে থামবে বলে….”, পাঞ্জাবকে হারানোয় আরসিবি তারকা বিরাটের প্রশংসায় পঞ্চমুখ টুইটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *