ipl-2024-csk-vs-lsg-toss-report

IPL 2024: আইপিএলের (IPL) আসরে আজ মহাদ্বৈরথ। চিপকের বাইশ গজে সম্মুখসমরে চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। লীগ তালিকায় আপাতত তিন নম্বরে রয়েছে চেন্নাই। চারে রয়েছে লক্ষ্ণৌ। সাতটি করে ম্যাচ খেলে চার জয়-সহ আট পয়েন্টে রয়েছে দুই শিবিরই। নেট রান-রেটে এগিয়ে থাকার জন্য লক্ষ্ণৌর থেকে এক ধাপ আগে রয়েছে চেন্নাই। আজ জিতলেই মহেন্দ্র সিং ধোনিদের পিছনে ফেলে দুই নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্সের ঘাড়ে নিঃশ্বাস ফেলবেন কে এল রাহুল’রা। অন্যদিকে ঘরের মাঠে জিতে ১০ পয়েন্টে পৌঁছনোর সুযোগ রয়েছে চেন্নাইয়ের সামনেও। তাই প্লে-অফের দৌড়ে থাকা দুই দলের কাছেই আজকের লড়াই বেশ গুরুত্বপূর্ণ।

ঘরের মাঠে দাপট ধরে রাখতে আজ মরিয়া চেন্নাই সুপার কিংস। তাদের হয়ে টপ অর্ডারে দেখা যাবে  ঋতুরাজ গায়কোয়াড় ও অজিঙ্কা রাহানেকে। অধিনায়ক ঋতুরাজ নিজেই ওপেন করবেন আজ। রচিন রবীন্দ্রের বদলে খেলছেন ড্যারিল মিচেল। চার নম্বরে ব্যাট হাতে দেখা যাবে শিবম দুবেকে। পাঁচে মঈন আলি’র খেলার কথা। আজ ছয়ে নামতে পারেন মহেন্দ্র সিং ধোনি। সাতে সমীর রিজভি, আটে রবীন্দ্র জাদেজার খেলার সম্ভাবনা। স্পিন বিভাগে জাদেজার সঙ্গী হতে পারেন মঈণ। দীপক, তুষার দেশপাণ্ডেদের সাথে পেস বিভাগে দেখা যেতে চলেছে মাথিশা পথিরানা ও মুস্তাফিজুর রহমানকে।

দিনকয়েক আগেই চেন্নাইকে নিজেদের ঘরের মাঠে হারিয়েছে লক্ষ্ণৌ। আজ অ্যাওয়ে ম্যাচেও সাফল্যের সন্ধানে তারা। ওপেনিং-এ কে এল রাহুলের সঙ্গী হবেন ক্যুইন্টন ডি কক। তিনে খেলতে চলেছেন দীপক হুডা। অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস হতে চলেছেন চারে সুপারজায়ান্টসদের বাজি। এরপর ঝড় তোলার দায়িত্ব পাচ্ছেন নিকোলাস পুরান। ফিনিশিং টাচ দিতে কোচ ল্যাঙ্গার দলে সামিল করেছেন আয়ুষ বাদোণিকেও। চেন্নাইয়ের মন্থর উইকেটে কুরণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, সিদ্ধার্থ মণিমরণদের স্পিন কার্যকরী হতে পারে। পেস বিভাগে দেখা যাবে যশ ঠাকুর, ম্যাট হেনরি ও মহসীন খান।

Read More: IPL 2024: আউট ছিলেন না বিরাট কোহলি, ইডেনে ম্যাচ শেষে ক্ষমা চাইলেন খোদ আম্পায়ার !!

IPL ম্যাচের সময়সূচি-

চেন্নাই সুপার কিংস (CSK) বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)

ম্যাচ নং- ৩৯

ভেন্যু- এম চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই

তারিখ- ২৩/০৪/২০২৪

সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট (ভারতীয় সময়)

Chennai Pitch and Weather (চেন্নাই পিচ ও আবহাওয়া রিপোর্ট)-

M Chidambaram Stadium, Chennai | IPL 2024 | Image: Twitter
M Chidambaram Stadium, Chennai | Image: Twitter

চিপকের বাইশ গজে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। দক্ষিণ ভারতের মাঠে সাধারণত মন্থর উইকেট দেখা গিয়ে থাকে। গতির তারতম্য করে সাফল্য পেতে দেখা গিয়েছে পেসারদের। এছাড়াও পিচে বল পড়ে খানিক থমকে ব্যাটে আসে বলে মাঝের ওভারগুলোতে সফল হতে পারে স্পিনাররাও। এখনও অবধি এম চিদাম্বরম স্টেডিয়ামে ৭৯টি আইপিএল ম্যাচ খেলা হয়েছে। তার মধ্যে ৪৭টিতে প্রথমে ব্যাটিং করা দল জিতেছে। ৩২টি ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। এখানে প্রথম ইনিংসের গড় স্কোর থাকে ১৬৪। দ্বিতীয় ইনিংসের ক্ষেত্রে তা ১৫০।

মঙ্গলবার সম্মুখসমরে সুপার কিংস ও সুপারজায়ান্টস। চেন্নাইতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজ থাকতে পারে ৩৬ ডিগ্রী সেলসিয়াস। পক্ষান্তরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা। আকাশ আংশিক মেঘলা থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চেন্নাইয়ের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫৯ শতাংশ থাকার সম্ভাবনা। যা অস্বস্তি বেশ কয়েকগুণ বাড়াবে ক্রিকেটারদের। এছাড়া ম্যাচ চলাকালীন ১৯ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের পূর্বাভাস রয়েছে। ১ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা ম্যাচে প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে।

দুই দলের প্রথম একাদশ-

CSK vs LSG | IPL 2024 | Image: Getty Images
CSK vs LSG | Image: Getty Images

চেন্নাই সুপার কিংস (CSK)-

ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল ✈, মঈন আলি ✈,  মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান ✈, মাথিশা পথিরানা ✈

বিকল্প- মিচেল স্যান্টনার ✈, রচিন রবীন্দ্র ✈, শার্দুল ঠাকুর, সমীর রিজভি, শাইক রশিদ।

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)-

কে এল রাহুল (অধিনায়ক/উইকেটরক্ষক), ক্যুইন্টন ডি কক ✈, দীপক হুডা, মার্কাস স্টয়নিস ✈, নিকোলাস পুরান ✈, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, মহসীন খান, ম্যাট হেনরি ✈, যশ ঠাকুর.

বিকল্প- দেবদত্ত পাডিক্কাল, আর্শিন কুলকার্ণি, কৃষ্ণাপ্পা গৌতম, যুধবীর সিং চরক, মণিমরণ সিদ্ধার্থ

*✈-বিদেশী ক্রিকেটার।

টসের পর দুই অধিনায়কের মন্তব্য-

Ruturaj Gaikwad and KL Rahul | IPL 2024 | Image: Twitter
Ruturaj Gaikwad and KL Rahul | IPL 2024 | Image: Twitter

ঋতুরাজ গায়কোয়াড়-

এটা নতুন কিছুই নয়। টস নিয়ে এবার ভাবতে হবে। সাতটা টস হারলাম। পরের দিকে শিশির দেখা যাবে। কিন্তু উইকেট কি করে আপনাকে চমকে দেবে তা বুঝতে পারবেন না আপনি। মাঠে নেমে নিজেদের মেলে ধরতে হবে। সঠিক জায়গায় বল পেলে আক্রমণ করতে হবে। আমাদের দলে একটি পরিবর্তন রয়েছে। রচিনের বদলে ড্যারিল (মিচেল) খেলছে। তিনটে হোম ম্যাচ রয়েছে, ভালো ব্যাপার। কিন্তু তার জন্য আমাদের টসে জিততে হবে। প্রথমে ব্যাটিং করছেন না বোলিং, তা বিশেষ গুরুত্বপূর্ণ নয়। ভালো ক্রিকেট খেলতে হবে জিততে হলে।

কে এল রাহুল-

আমরা প্রথমে বোলিং করবো। গতকাল অনুশীলনের সময় দেখেছিলাম খানিক শিশির রয়েছে। উইকেট খানিক মন্থর মনে হচ্ছে, তাই প্রতিপক্ষের ব্যাটারদের উপর স্কোরবোর্ডে যথেষ্ট রান তোলার চাপ দিতে চাই। আগের ম্যাচে আমরা তিন বিভাগেই ভালো করেছি। কিন্তু সেই ফলাফল আমরা লক্ষ্ণৌতেই রেখে এসেছি। আমরা জানি চেন্নাই কতটা চ্যালেঞ্জিং হতে পারে। এখানে সবাই ওদের পক্ষেই গলা ফাটাবে। আমাদের দল একই থাকছে। দর্শকদের চুপ করানোর কোনো প্রয়োজন নেই। ওনারা সবসময় ভালো ক্রিকেটের পাশে থাকেন।

CSK vs LSG টস রিপোর্ট-

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে বোলিং বেছে নিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস।

Also Read: IPL-এর মাঝেই বাংলাদেশ সফরে ভারতীয় ক্রিকেট দল, এই খেলোয়াড়দের নিয়ে হল রওনা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *