IPL 2024: “দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি…” ম্যাচের সেরা হয়ে জানালেন জসপ্রীত বুমরাহ !! 1

IPL 2024: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্ধকার কাটলো না আজও। চলতি আইপিএলে (IPL) এর আগেই টানা তিন ম্যাচে হেরেছিলেন বিরাট কোহলিরা। আজ সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ালো চারে। একটা সময় হারের হ্যাট্রিক করে লীগ তালিকায় সবার নীচে নেমে গিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু পরপর দুই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে দারুণ ভাবে ঘুরে দাঁড়ালো তারা। আগের দিন দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে সাফল্য পেয়েছিলেন হার্দিক’রা। আজ ঘরের মাঠ ওয়াংখেড়ের বাইশ গজে প্রতিপক্ষ বেঙ্গালুরুকে নিয়ে রীতিমত ছেলেখেলা করতে দেখা গেলো ঈশান কিষণ, হার্দিক পান্ডিয়াদের। ৪ পয়েন্ট নিয়ে আপাতত মুম্বই ইন্ডিয়ান্স উঠে এলো পয়েন্ট তালিকার সাত নম্বরে।

টসে জিতে প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক হার্দিক। শুরুতেই ফিরে যান কোহলি ও উইল জ্যাকস। এরপর মুম্বইয়ের গতিরোধ করেছিলেন ফাফ দু প্লেসি ও রজত পতিদার। অর্ধশতক করেন দুজনেই। শেষলগ্নে ঝোড়ো অর্ধশতক করেন দীনেশ কার্তিক’ও। ২৩ বলে ৫৩ করে থাকেন অপরাজিত। বেঙ্গালুরু পৌঁছে গিয়েছিলো ১৯৬ রানে। তাড়া করতে নেমে শুরুতেই ঈশান কিষণের ক্যাচ ফস্কান গ্লেন ম্যাক্সওয়েল। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি মুম্বইকে। ৩৪ বলে ৬৯ করে আক্রমণের শুরুটা করেছিলেন ঈশান’ই। এরপর রোহিত শর্মা (৩৮), সূর্যকুমার যাদব (৫২), হার্দিক পান্ডিয়াদের ঝোড়ো ব্যাটিং-এ সহজ জয় পায় মুম্বই। রানের উৎসবের মাঝেও পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা জসপ্রীত বুমরাহ।

Read More: IPL 2024: ঈশান-সূর্যকুমার ঝড়ে ছিন্নভিন্ন বেঙ্গালুরু বোলিং, ওয়াংখেড়েতে দাপুটে জয় মুম্বই ইন্ডিয়ান্সের !!

‘বোলারদের জন্য কাজটা কঠিন…; মানছেন বুমরাহ-

Jasprit Bumrah | IPL 2024 | Image: Getty Images
Jasprit Bumrah | IPL 2024 | Image: Getty Images

যত দিন যাচ্ছে জসপ্রীত বুমরাহ যেন বল হাতে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এর আগের দিন দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং করেছিলেন। আজ সেই পারফর্ম্যান্সকে ছাপিয়ে গেলেন তিনি। বাকিদের ইকোনমি যেখানে ৯-১০ এর ঘরে সেখানে ৪ ওভারে মাত্র ২১ রানের বিনিময়ে তুলে নিলেন ৫ উইকেট। অবিশ্বাস্য স্পেলের সুবাদে ম্যাচের সেরা হলেন তিনিই। পুরষ্কার নিতে এসে হাসিমুখে পেস তারকা বলেন, “(আজকের ম্যাচের) ফলাফল খুবই আনন্দদায়ক। আমি বলবো না যে আমি পাঁচ উইকেট নেওয়ার কথা ভেবে মাঠে নেমেছিলাম। প্রথম ১০ ওভারে উইকেট খানিক চটচটে ছিলো, তার সুযোগ নেওয়ার চেষ্টাই করেছি। আজ এমন একটা দিন ছিলো, যেদিন সব আমার পক্ষে ছিলো। ক্যাচগুলোও সব হাতে গিয়েছে।” টি-২০ ক্রিকেট যে বোলারদের বধ্যভূমি তা মানছেন বুমরাহ।

সাক্ষাৎকারে বলেন, “এই ফর্ম্যাটে (বোলিং) এমনিতেই খুব কঠিন। সেই কারণেই নানা ধরণের কৌশল আয়ত্ব করতেই হয়। একমাত্রিক হলে চলবে না। সবাই অনুসন্ধান চালাচ্ছে। সবার কাছে তথ্য রয়েছে।” আরও জানান, “বোলিং কঠিন, কারণ মার হজম করতে হয়। কিছু দিন খুব খারাপ যায়। শেখার জন্য সেটাকে মেনে নিতেই হয়। যখনই আমার কোনো দিন খারাপ যায়, আমি তার ভিডিও দেখি পরের দিন। খুঁজে বের করার চেষ্টা করি কোথায় ভুল ছিলো। যাঁরা বড় ছক্কা মারতে পারে, সেই ব্যাটারদের বিরুদ্ধে নেটে বোলিং করলে বোঝা যায় চাপের মুখে আপনার প্রতিক্রিয়া কেমন হবে। মাঠে যখন আপনি সেই চাপটাই অনুভব করবেন, তখনই উত্তর খুঁজে পাবেন।” সাক্ষাৎকারের শেষে জানান, “আমি নিজের গবেষণা চালিয়ে যাই, দেখি (প্রতিপক্ষ ) ব্যাটার কোথায় শক্তিশালী। আপনার সব কৌশল একই দিনে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই।”

Also Read: IPL 2024: ট্রফি অধরাই থাকছে বেঙ্গালুরু’র, চ্যাট জিপিটি’র মতে এই দল জিততে চলেছে এবারের আইপিএল !!

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *