ipl-2024-all-teams-new-jersey-review

IPL 2024: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL 2024) নয়া মরসুম। বিসিসিআই-এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে আগামী ২২ মার্চ থেকে শুরু ব্যাট-বলের দ্বৈরথ। ভোটের জন্য আপাতত প্রথম ১৭ দিনের নির্ঘন্ট প্রকাশ করেছেন জয় শাহ (Jay Shah), রজার বিনি’রা। থাকছে ২১টি ম্যাচ। সূচির পরবর্তী অংশ প্রকাশিত হবে দিনকয়েকের মধ্যেই। তবে আইপিএল নিয়ে উন্মাদনা কমছে না দেশজুড়ে। জমজমাট টি-২০ অ্যাকশন দেখতে মুখিয়ে রয়েছে আট থেকে আশি। সমর্থকদের মধ্যে উত্তেজনার আগুন উস্কে দিতে বিজ্ঞাপনী চমক দেওয়ার চেষ্টায় ত্রুটি রাখছে না ফ্র্যাঞ্চাইজিগুলিও। মরসুম শুরুর আগেই তারা সামনে এনেছে নতুন কিটস। রঙ থেকে ডিজাইন-জার্সির লড়াইতেও প্রতিপক্ষকে মাত করতে মরিয়া সকলে।

Read More: মুখোমুখি জয় শাহ-অমিত শাহ, ভোটের মাঝেই আয়োজন করছেন IPL !!

চেন্নাই সুপার কিংস-

CSK new Kit | IPL | Image: Twitter
CSK New Kit | IPL | Image: Twitter

গত মরসুমের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK) এই বছর সবার আগে নতুন জার্সির ডিজাইন সামনে এনেছে। নিজেদের চিরন্তন হলুদ-নীল রঙ থেকে সরে নি মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজাদের দল। সামনের দিকে, জার্সির বাম কোণে থাকছে সিংহের মুখ’ও। কাঁধে থাকছে গতবারের মত ক্যামোফ্লাজ স্ট্রাইপ। একে দেশের সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার্ঘ্য বলে মনে করা হচ্ছে। তবে বদল এসেছে  জার্সিতে থাকা তারা’র সংখ্যায়। গতবার চারটি তারা ছিলো ধোনিদের (MS Dhoni) জার্সিতে। এবার সেখানে যোগ হয়েছে আরও একটি তারা। চেন্নাই সুপার কিংসের পাঁচবার আইপিএল (IPL) জয়ের সাক্ষ্য দিচ্ছে তা।

রাজস্থান রয়্যালস-

RR new kit | IPL | Image: Twitter
RR New Kit | Image: Twitter

২০২৪ আইপিএল মরসুমের জন্য নতুন জার্সি সামনে এনেছে রাজস্থান রয়্যালস’ও (RR)। রাজস্থানের ইতিহাস ও স্থানীয় সংস্কৃতিকে নিজেদের জার্সির মাধ্যেম ফুটিয়ে তোলার প্রয়াস করেছে তারা। সম্প্রতি লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) হাত দিয়ে জার্সি উদ্বোধন হয়েছে তাদের। চেনা গোলাপি-নীল রঙের মিশেলেই তৈরি হয়েছে কিটস। সামনের দিকে যে প্যাটার্নগুলি রয়েছে তার মাধ্যমে রাজস্থানী যোদ্ধাদের ঢাল’কে ফুটিয়ে তোলা হয়েছে। ফ্র্যাঞ্চাইজির ঘোষণা অনুযায়ী মাঠে দলের লড়াকু মানসিকতার পরিচায়ক এই প্যাটার্ন। এছাড়া রাজস্থানের প্রাসাদ ও দূর্গগুলি থেকেও অনুপ্রেরণা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জার্সিতে বন্ধন প্রিন্ট ব্যবহার করে স্থানীয় সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে।

গুজরাত টাইটান্স-

GT new Kit | IPL | Image: Twitter
GT new Kit | Image: Twitter

গত মরসুমের রানার্স আপ গুজরাত টাইটান্স’ও (GT) ২০২৪-এর আইপিএলে (IPL) নতুন জার্সি সামনে এনেছে। এবারও গাঢ় নীল রঙ’ই বেছে নিয়েছে তারা। সাথে কাঁধে ও সামনের দিকে রয়েছে সোনালী রঙের ডিজাইন। টাইটান্সদের ট্রেডমার্ক ‘থান্ডারবোল্ট’কে ফুটিয়ে তোলা হয়েছে সোনালী রঙ ব্যবহার করে। ২০২২ সালে ট্রফি জিতেছিলো তারা। তার সাক্ষ্য দিচ্ছে ত্রিভূজাকৃতি লোগোর উপর থাকা একটি তারা। তবে জার্সির টাইটেল স্পন্সর এবার বদলে গিয়েছে গুজরাত টাইটান্সের (GT)। ২০২২ ও ২০২৩ মরসুমে বুকে অ্যাথার কোম্পানির লোগো লাগিয়ে মাঠে নেমেছিলেন শুভমান গিল, ঋদ্ধিমান সাহা’রা। আগামী মরসুমে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ফ্যান্টাসি গেমিং সংস্থা ড্রিম ইলেভেন।

লক্ষ্ণৌ সুপারজায়ান্টস-

LSG Kit | IPL 2024 | Image: Twitter
LSG Kit | Image: Twitter

২০২২ সালে আত্মপ্রকাশের সময় ‘সি গ্রিন’ রঙের জার্সি ব্যবহার করেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। গতবছর পালটে গিয়েছিলো সেই জার্সি। রঙ বদলে হয় গাঢ় নীল। সাথে জ্যামিতিক ডিজাইনে LSG লেখা ছিলো জার্সি জুড়ে। এবার এখনও অবধি জার্সি বদলের কোনো ঘোষণা তাদের পক্ষে করা হয় নি। মনে করা হচ্ছে গত মরসুমের জার্সি ডিজাইন’ই এবারও ব্যবহার করবে সুপারজায়ান্টস’রা। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে মোহনবাগান ক্লাবের অনুকরণে বিশেষ সবুজ-মেরুন রঙের জার্সি পরে মাঠে নেমেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। এবার ইডেন গার্ডেন্সে সেই বিশেষ জার্সি দেখা যাবে কিনা তা নিয়েও কোনো নিশ্চয়তা মেলে নি।

দিল্লী ক্যাপিটালস-

DC New Kit | IPL | Image: Instagram
DC New Kit | Image: Instagram

উইমেন্স প্রিমিয়ার লীগে (WPL) দিল্লী ক্যাপিটালস (DC) শিবির যে জার্সি ব্যবহার করছে, সেটাই আইপিএলেও তারা ব্যবহার করতে পারে বলে মনে করা হচ্ছে। নীল ও লাল রঙের মিশেলেই তৈরি হয়েছে ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থদের (Rishabh Pant) কিট। জার্সির মাধ্যমে দিল্লীর ইতিহাস ও আধুনিকতা, উদ্ভাবনকে তুলে ধরার প্রয়াস রয়েছে ফ্র্যাঞ্চাইজির। শহরের মানচিত্র ও লাইফলাইন মেট্রো রেলের রুটম্যাপ’কে জার্সিতে ফুটিয়ে তুলেছে তারা। চলতি মরসুমে ২৩ মার্চ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল (IPL) যাত্রা শুরু করবে দিল্লী। ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়াম নয়, বরং মরসুমের প্রথম দুই হোমম্যাপ বিশাখাপত্তনমে খেলতে চলেছে তারা।

পাঞ্জাব কিংস-

PBKS New Kit | IPL | Image: Twitter
PBKS New Kit | Image: Twitter

আগামী মরসুমের জন্য নতুন জার্সি প্রকাশ করেছে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস (PBKS) ফ্র্যাঞ্চাইজিও। গতকাল এই অনুষ্ঠানে অধিনায়ক শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan) দেখা গিয়েছে নতুন জার্সি গায়ে। চেনা লাল রঙ ধরে রেখেছে তারা। সাথে রয়েছে সোনালী ও নীল রঙের ডিজাইন। মৌমাছির চাকের মত প্যাটার্ন রয়েছে জার্সি জুড়ে। কাঁধের কাছে ভারতের জাতীয় পতাকার তিনটি রঙ-কমলা, সাদা ও সবুজ ব্যবহার করা হয়েছে। ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গিয়েছে যে দেশের সেনাবাহিনীকে শ্রদ্ধার্ঘ্য জানাতেই এই সিদ্ধান্ত। ট্রাউজার্সের ক্ষেত্রে রঙ বদলের পথে হেঁটেছে পাঞ্জাব কিংস (PBKS)। চেনা লাল রঙ নয়, বরং নীল রঙের ট্রাউজার্স পরে মাঠে নামবেন রাবাডা, ধাওয়ান, বেয়ারেস্টোরা।

সানরাইজার্স হায়দ্রাবাদ-

SRH new kit | IPL | Image: Twitter
SRH new kit | Image: Twitter

জার্সি ডিজাইনে এবার চমক দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। চেনা কমলা-কালো রঙ ধরে রেখেছে তারা। গোটা জার্সি জুড়ে থাকছে জ্যামিতিক প্যাটার্ন। টাইটেল স্পন্সরের নামেও বদল এসেছে হায়দ্রাবাদের। ড্রিম ইলেভেন সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে তারা। সানরাইজার্স কর্তৃপক্ষের মালিকানাধীন সানরাইজার্স ইস্টার্ন কেপ এই একই জার্সি গায়ে চাপিয়ে SA20 টুর্নামেন্ট জিতেছে। পয়া জার্সি ভারতের মাটিতেও সাফল্য এনে দিতে পারে কিনা, সেদিকেই এখন তাকিয়ে ‘অরেঞ্জ আর্মি।’

মুম্বই ইন্ডিয়ান্স-

MI new Jersey | IPL | Image: Twitter
MI new Jersey | Image: Twitter

২৪ মার্চ আহমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএল (IPL) অভিযান শুরু করতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। পাঁচবারের চ্যাম্পিয়নরা ২০২৪ মরসুমের আগে সামনে এনেছে নতুন জার্সি। চেনা নীল-সোনালী রঙের ছোঁয়া রয়েছে জার্সিতে। জার্সি জুড়ে M অক্ষরটি লেখা রয়েছে জ্যামিতিক ডিজাইনে। এর আগে অ্যাডিডাসের মত বিখ্যাত সংস্থা কিট প্রস্তুত করেছে মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। এবার প্রথম স্কেচার্স সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মুম্বই। ইতিমধ্যেই উইমেন্স প্রিমিয়ার লীগে স্কেচার্সের বানানো জার্সিতে মাঠে নেমেছিলো মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএলেও থাকছে সেই সংস্থার জার্সিই।

কলকাতা নাইট রাইডার্স-

KKR | IPL | Image: Twitter
KKR | Image: Twitter

এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের (KKR) তরফে নতুন জার্সি সম্পর্কে কোনো সরকারী ঘোষণা মেলে নি। তবে মনে করা হচ্ছে ২০২৪-এর আইপিএলে (IPL) নতুন কিট গায়ে মাঠে নামতে চলেছেন নাইটরাও। ইতিমধ্যেই তাদের অনুশীলন জার্সিতে নতুনত্ব চোখে পড়েছে। চেনা বেগুনি-সোনালী রঙ রয়েছে তাতে। জার্সির সামনের দিকে সোনালী রঙের আধিক্য এবার বেশী অন্যান্যবারের তুলনায়। টাইটেল স্পন্সর বদলেছে নাইটদেরও। অতীতে নোকিয়া, জিওনি’র মত কোম্পানির নাম দেখা গিয়েছে নাইট জার্সিতে। তবে এবার থাকছে ফ্যান্টাসি গেমিং সংস্থা ড্রিম ইলেভেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-

RCB | IPL | Image: Getty Images
RCB | Image: Getty Images

আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। তারাও এখনও নতুন জার্সি সম্পর্কে কোনো তথ্য সামনে আনে নি। উইমেন্স প্রিমিয়ার লীগের ফাইনালে পৌঁছেছে তারা। কিন্তু গত মরসুমের জার্সিতেই মাঠে দেখা গিয়েছে স্মৃতি মন্ধানা, এলিস পেরীদের। তবে আগামী ১৯ তারিখ বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির ‘আনবক্স’ ইভেন্ট রয়েছে। জোর জল্পনা সেখানে দলের নাম সরকারী ভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বদলে বেঙ্গালুরু করা হতে পারে। সেই উপলক্ষ্যে বিশেষ জার্সি সামনে আনতে পারে দল। সকলের চোখ এখন সেইদিকেই।

Also Read: IPL 2024: “ওদের ফ্যানরা যেন টেলর সুইফটের…”, বিরাট-ধোনির ফ্যানদের নিয়ে বড় খোলসা জস বাটলারের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *