IPL ট্রফি জিততে কোচেদের মগজাস্ত্রই ভরসা ফ্র্যাঞ্চাইজিগুলির ! চিনে নিন দশ দলের নেপথ্য নায়কদের !! 1

দিল্লী ক্যাপিটালস (DC)-

DC | image: twitter

এখনও অব্দি আইপিএল ট্রফির স্বাদ পায় নি দিল্লী দল। দিল্লী ডেয়ারডেভিলস থেকে নাম বদলে দিল্লী ক্যাপটালস হয়েছে তারা। নাম বদলালেও আসে নি কাঙ্ক্ষিত সাফল্য। নতুন মরসুমে ট্রফির লক্ষ্যে দিল্লী কোচিং স্টাফের তালিকায় জুড়েছে বেশ কয়েকজন হেভিওয়েটকে।

প্রধান কোচ

Ricky Ponting | image: twitter

দিল্লীর প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে তিনবারের বিশ্বজয়ী খেলোয়াড় রিকি পন্টিং-কে (Ricky Ponting)। একমাত্র অধিনায়ক হিসেবে দুইবার একদিনের বিশ্বকাপ জেতার রেকর্ড রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্রিকেটে ১৩৩৭৮ টেস্ট রান এবং ১৩৭০৪ ODI রানের মালিক তিনি।

IPL 2023 | CSK Squad | KKR Squad | MI Squad | RCB  Squad | SRH Squad | RR Squad | GT Squad | LSG Squad | DC Squad | PBKS Squad | IPL All Team Squad | WPL 2023 | Asia Cup 2023

সহকারী কোচ

Shane Watson | image: twitter

রিকি পন্টিং-এর সহকারীর ভূমিকায় দেখা যাবে আরেক অস্ট্রেলীয় কিংবদন্তী শেন ওয়াটসনকে (Shane Watson)। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ওয়াটসনও অস্ট্রেলিয়া জার্সিতে বিশ্বকাপ জিতেছেন। আইপিএল কেরিয়ারে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে ট্রফি জিতেছেন। প্রথম আইপিএলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। চেন্নাই, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

সহকারী কোচ

Ajit Agarkar | image: twitter

অজিত আগরকারকেও (Ajit Agarkar) দেখা যাবে দিল্লীর সহকারী কোচের ভূমিকায়। ভারতের জার্সিতে আগরকার ২৬ টেস্টে ৫৮ টি এবং ১৯১ একদিনের ম্যাচে ২৮৮ টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে ভারতের হয়ে দ্রুততম ODI অর্ধশতক করার রেকর্ড রয়েছে আগরকারের দখলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *