indian-players-wearing-black-armband

টি-২০ সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার পর আজ ওডিআই ক্রিকেটের ময়দানে টিম ইন্ডিয়া (Team India)। কুড়ি-বিশের সিরিজে তরুণ তুর্কিদের উপরে আস্থা রেখেছিলো বিসিসিআই। একদিনের  ম্যাচে অবশ্য ফিরেছেন সিনিয়ররা। আজ মাঠে নেমেছেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma)। খেলছেন শ্রেয়স আইয়ার, কে এল রাহুলরাও। কুড়ি-বিশের ফর্ম্যাটের মতই পঞ্চাশ ওভারের খেলাতেও শ্রীলঙ্কার বিরুদ্ধে একাধিপত্য স্থাপনের লক্ষ্য রয়েছে ‘মেন ইন ব্লু।’ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ টসে জিতেছেন লঙ্কান অধিনায়ক চরিথ আশালঙ্কা (Charith Asalanka)। প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফিল্ডিং করতে নামা ভারতীয় ক্রিকেটারদের জার্সি কৌতূহল জাগিয়েছে ক্রিকেটজনতার মনে। হাতে কালো আর্মব্যান্ড বেঁধে মাঠে নামতে দেখা গিয়েছে রোহিত-কোহলিদের।

Read More: IPL 2025: সরে দাঁড়ালেই মিলবে শাস্তি, বিদেশী ক্রিকেটারদের খামখেয়ালিপনা রুখতে কড়া অবস্থান ফ্র্যাঞ্চাইজিদের !!

অংশুমান গায়কোয়াড় স্মরণে টিম ইন্ডিয়া-

Team India | Image: Getty Images
Team India | Image: Getty Images

গত বুধবার প্রয়াত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কোচ অংশুমান গায়কোয়াড় (Anshuman Gaekwad)। তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েই আজ হাতে কালো আর্মব্যান্ড বেঁধে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। কিংবদন্তি ক্রিকেটারের বয়স হয়েছিলো ৭১ বছর। দীর্ঘ সময় ধরে ভুগছিলেন ব্লাড ক্যান্সারে। লন্ডনে চিকিৎসা চলছিলো তাঁর। খরচ চালাতে গিয়েছে আর্থিক সমস্যার মধ্যে পড়েছিলো তাঁর পরিবার। কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলো বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ (Jay Shah) অংশুমান গায়কোয়াড়ের (Anhsuman Gaekawd) চিকিৎসার জন্য ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। লন্ডন থেকে কিছুদিন আগেই বরোদার ভাইলাই আমিন জেনেরাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিলো তাঁকে। সেখানেই বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লড়াকু ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন অংশুভমান গায়কোয়াড়। তাঁর প্রয়াণে শোকের ছায়া ক্রিকেটমহলে।

সোশ্যাল মিডিয়া ভরেছে শ্রদ্ধার্ঘ্যে-

Anshuman Gaekwad | Team India | Image: Twitter
Anshuman Gaekwad | Image: Twitter

টিম ইন্ডিয়ার (Team India) কিংবদন্তি তারকার প্রয়াণে শোকের আবহ ক্রিকেটজনতার মধ্যে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তাঁকে। সত্তর-আশির দশকে যাঁরা তাঁকে ব্যাট হাতে একের পর এক অনবদ্য ইনিংস খেলতে দেখেছেন, তাঁদের অনেককেই দেখা গিয়েছে স্মৃতিচারণ করতে। প্রিয় সতীর্থকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। জানিয়েছেন, “এই খবরটা খুবই হৃদয়বিদারক কিন্তু চার্লি আরও একবার দেখিয়ে গেলো যে জীবনের উইকেটটাও ও সহজে দেবে না। শেষ অবধি লড়াই করেছে ও। ওর আত্মা যেন শান্তি পায়।” নিজের জীবনে দেখা তিন অসমসাহসী ক্রিকেটারের তালিকাতেও একনাথ সোলকার, মোহিন্দর অমরনাথের সাথে অংশুমান গায়কোয়াড়কে রেখেছেন তিনি। ইরফান পাঠান থেকে শুরু করে গৌতম গম্ভীর, শোকবার্তা জানিয়েছেন সকলেই। পোস্ট করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

অংশুমান গায়কোয়াড়ের কেরিয়ার পরিসংখ্যান-

Anshuman Gaekwad with Sachin Tendulkar | Team India | Image: Twitter
Anshuman Gaekwad with Sachin Tendulkar | Image: Twitter

১৯৭৪ সালে টিম ইন্ডিয়ার (Team India) হয়ে টেস্ট অভিষেক হয় অংশুমান গায়কোয়াড়ের। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রতিপক্ষ ছিলো ওয়েস্ট ইন্ডিজ। দেশের হয়ে খেলেছেন ৪০ টি টেস্ট। ৩০.০৭ গড়ে করেছেন ১৯৮৫ রান। রক্ষণাত্মক ব্যাটার হিসেবে সুবিদিত ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ভয় ধরানো ফাস্ট বোলিং-এর বিরুদ্ধেও একাধিকবার দাঁড়িয়েছেন ঢাল হয়েছে। টেস্ট কেরিয়ারে করেছেন ২টি শতরান ও ১০টি অর্ধশতক। সর্বোচ্চ ২০১ রানের ইনিংসটি খেলেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। ওডিআইতে তিনি ১৫টি ম্যাচে করেছেন ২৬৯ রান। বরোদার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন অংশুমান গায়কোয়াড়। প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ১২০০০-এর বেশী রান। ভারতের কোচ ছিলেন ১৯৯৭-১৯৯৯ ও ২০০০ সালে। সামলেছেন কেনিয়ার দায়িত্ব’ও। ২০১৮ সালে তাঁকে কর্ণেল সি.কে নাইডু জীবনকৃতী পুরষ্কারে সম্মানিত করে বিসিসিআই।

Also Read: IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে মাস্টারস্ট্রোক গম্ভীরের, ১১-১১ ব্যাটসম্যান ও বোলারদের নিয়ে মাঠে নামবে টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *