IND vs ZIM: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) মেটার পরেও বিশ্রাম পাচ্ছে না ভারতীয় দল। আগামী মাসের ৬ তারিখ থেকে জিম্বাবুয়ের (IND vs ZIM) বিরুদ্ধে পাঁচ ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলতে চলেছে তারা। বিশ্বকাপের পর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে অধিকাংশ সিনিয়রকে বিশ্রাম দেওয়া হতে চলেছে শ্রেভ্রনদের বিরুদ্ধে। ২০২২-এর টুর্নামেন্টের পর যেমন তারুণ্যে আস্থা রেখে সামনের দিকে এগিয়ে যেতে চেয়েছিলো বিসিসিআই, ঠিক তেমনটাই দেখা যাবে এবারও। রোহিত (Rohit Sharma), কোহলি (Virat Kohli) থাকছেন না। সূত্রের খবর যে বিশ্রাম চেয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), সূর্যকুমার যাদবরাও। ফলে নির্বাচকদের ভাবনায় আপাতত নেই তারাও। এই সফরে টিম ইন্ডিয়ার পরবর্তী প্রজন্মকে দেখে নিয়ে চাইছেন অজিত আগরকাররা। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম করা একঝাঁক খেলোয়াড় সামিল হচ্ছেন দলে।
Read More: দায়িত্ব পেয়েই বড় সিদ্ধান্ত নিচ্ছেন গম্ভীর, চাপ বাড়তে চলেছে কোহলি-রোহিতদের উপর !!
IND vs ZIM, এক নজরে সম্পূর্ণ সূচি-
ম্যাচ | তারিখ | সময় |
প্রথম টি-২০ ম্যাচ | ০৬/০৭/২০২৪ | বিকেল ৪:৩০ |
দ্বিতীয় টি-২০ ম্যাচ | ০৭/০৭/২০২৪ | বিকেল ৪:৩০ |
তৃতীয় টি-২০ ম্যাচ | ১০/০৭/২০২৪ | বিকেল ৪:৩০ |
চতুর্থ টি-২০ ম্যাচ | ১৩/০৭/২০২৪ | বিকেল ৪:৩০ |
পঞ্চম টি-২০ ম্যাচ | ১৪/০৭/২০২৪ | বিকেল ৪:৩০ |
প্রথমবার দায়িত্ব সামলাবেন গম্ভীর-
টি-২০ বিশ্বকাপের ফাইনাল রয়েছে ২৯ জুন। ভারত যদি সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পা রাখে খেতাবী যুদ্ধে তাহলে সেদিনই কোচ হিসেবে শেষবার টিম ইন্ডিয়ার (Team India) হটসিটে দেখা যাবে রাহুল দ্রাবিড়কে। এরপর থেকে দায়িত্ব সামলাবেন নতুন কোচ। এখনও পর্যন্ত বিসিসিআই-এর পক্ষ থেকে কোনো সরকারী ঘোষণা না এলেও জোর গুঞ্জন যে দ্রাবিড়ের (Rahul Dravid) উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত গৌতম গম্ভীর (Gautam Gambhir)। গত সপ্তাহে বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি ইন্টারভিউ নিয়েছে গম্ভীরের। টিম ইন্ডিয়ার জন্য যে রোডম্যাপ তৈরি করে দিয়েছেন তিনি, তা পছন্দ হয়েছে কমিটির সদস্যদের। ২০২৪-এর জুলাই থেকে ২০২৭-এর ডিসেম্বর অবধি সময়কালের জন্য চুক্তিবদ্ধ হতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন বাম হাতি। সেই হিসেবে ৬ জুলাই থেকে শুরু হতে চলা জিম্বাবুয়ে সফরই হতে চলেছে তাঁর ‘ফার্স্ট অ্যাসাইনমেন্ট।’
অধিনায়কের পদে ঋষভ পন্থ-
২০২২-এর ৩০ ডিসেম্বর ভোররাতে গাড়ি চালিয়ে দিল্লী থেকে রুরকিতে নিজের বাড়ি ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন ঋষভ পন্থ (Rishabh Pant)। ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় তাঁর গাড়িটি। হাঁটুরর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় প্রশ্নের মুখে পড়েছিলো তাঁর ক্রিকেট কেরিয়ার। অস্ত্রোপচারের পর ১৪ মাসের রিহ্যাব সেরে মাঠে ফিরেছেন তিনি। আইপিএলে নজর কাড়ার পর সুযোগ পেয়েছেন জাতীয় দলেও। কুড়ি-বিশের বিশ্বকাপে ব্যাটিং-এর পাশাপাশি উইকেটের পিছনে দস্তানা হাতেও তাঁকে লেগেছে সাবলীল। এখনই আবার বিশ্রামে যেতে চান না তিনি। জিম্বাবুয়ে সফরে সম্ভবত অংশ নিচ্ছেন তিনি। ঋষভকে অধিনায়ক করেই তরুণ দল’কে শেভ্রনদের মুখোমুখি হতে পাঠানো হতে পারে। এর আগে ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ঋষভ পন্থের। দ্বিতীয়বার গুরুদায়িত্ব পাচ্ছেন তিনি।
রিঙ্কু-সহ স্কোয়াডে ফিরছেন একঝাঁক তরুণ-
চলতি টি-২০ বিশ্বকাপই সম্ভবত জাতীয় দলের জার্সি গায়ে রোহিত শর্মা’র (Rohit Sharma) শেষ অভিযান। বিরাট কোহলিও (Virat Kohli) ভবিষ্যতে আর কুড়ি-বিশের ক্রিকেট খেলবেন কিনা তা নিয়ে থাকছে প্রশ্ন। তবে জিম্বাবুয়ের বিরুদ্ধে যে খেলছেন না তা একপ্রকার নিশ্চিত। পাঁচ ম্যাচের সিরিজে বিশ্রাম পাচ্ছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), জসপ্রীত বুমরাহ’দের (Jasprit Bumrah) মত অভিজ্ঞ তারকাদেরও। মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে নিয়মিত খেলছেন অক্ষর প্যাটেল (Axar Patel), রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) মত ক্রিকেটারও। জিম্বাবুয়ে সফরে দেখা যাবে না তাঁদেরও। তার বদলে একঝাঁক নতুন মুখকে দেখা যাবে টিম ইন্ডিয়ার (Team India) অন্দরে।
টি-২০ বিশ্বকাপে ট্র্যাভেলিং রিজার্ভে থাকা রিঙ্কু সিং (Rinku Singh) থাকতে চলেছেন স্কোয়াডে। আন্তর্জাতিক ক্রিকেটে ৮৯ গড়ের মালিক রিঙ্কুকে আবারও ব্যাট হাতে দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেটজনতা। এবারের আইপিএলে অনবদ্য খেলেছেন রিয়ান পরাগ (Riyan Parag)। হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তাঁরও সিনিয়র দলের হয়ে অভিষেক হতে পারে জিম্বাবুয়ের (IND vs ZIM) বিরুদ্ধে। আবেশ খান, শুভমান গিল’দের উপরেও ভরসা করতে পারে দল। দীর্ঘসময় রিজার্ভ বেঞ্চে থাকার পর খেলার সুযোগ পেতে চলেছেন যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলে ফিরছেন তিলক বর্মা (Tilak Varma), ঋতুরাজ গায়কোয়াড়। এছাড়া দিল্লীর এক্সপ্রেস পেসার মায়াঙ্ক যাদব’কে জায়গা দিতে পারে বিসিসিআই।
এক নজরে সম্ভাব্য দল-
ঋতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পন্থ (অধিনায়ক/উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক),রিয়ান পরাগ, রিঙ্কু সিং, তিলক বর্মা, শিবম দুবে, শাহবাজ আহমেদ, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, আবেশ খান, মায়াঙ্ক যাদব, খলিল আহমেদ।