IND vs SL

IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুটি টি-২০তে সহজ জয় পেয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ইতিমধ্যে সিরিজও (IND vs SL) পকেটে পুরে নিয়েছে তারা। আজ তৃতীয় ও অন্তিম টি-২০তে, প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে ভারত। দ্বিতীয় ম্যাচের মত আজও খেলা শুরুর আগে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। আউটফিল্ড ভিজে থাকার দরুণ টস পিছিয়ে যায় প্রায় এক ঘন্টারও বেশী সময়। শেষমেশ অবশ্য শুরু হয়েছে ম্যাচ। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা অধিনায়ক চরিথ আশালঙ্কা (Charith Asalanka)। গত দুটি ম্যাচেই দাপট দেখিয়েছিলেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা। অনবদ্য পারফর্ম্যান্স ছিলো যশস্বী, সূর্যকুমারদের (Suryakumar Yadav)। কিন্তু আজ পাল্লেকেলের বাইশ গজে খানিক চাপেই ভারত। শুরুতেই ৩ উইকেট তুলে চালকের আসনে শ্রীলঙ্কা।

Read More: IND vs SL 3rd T20i Toss Report in Bengali: টস জিতলো শ্রীলঙ্কা, নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় দলে ৪ পরিবর্তন !!

গত ম্যাচের মত ওপেনিং নয়, বরং আজ তিন নম্বরে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ব্যাটিং-এর সুযোগ দিয়েছিলো টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ১০ রান করে আউট হওয়ার পর ক্রিজে আসেন তিনি। আজও ব্যাট হাতে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হলেন না কেরলের উইকেটরক্ষক-ব্যাটার। গত রবিবার আউট হয়েছিলেন খাতা খোলার আগেই। আজও কোনো রকম বদল এলো না তাঁর স্কোরে। চার বল খেলে সেই শূন্য করেই সাজঘরের পথে রওনা দেন তিনি। বিক্রমাসিঙ্ঘের বল লেগ সাইডে পাঠাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান সঞ্জু (Sanju Samson)। সহজ ক্যাচ তালুবন্দী করতে কোনো রকম সমস্যাই হয় নি ওয়ানিন্দু হাসারাঙ্গার (Wanindu Hasaranga)। তৃতীয় ওভারের পঞ্চম বলে যখন সঞ্জু আউট হন, ভারতের স্কোরবোর্ডে তখন মাত্র ১২।

একটা সময় সঞ্জু স্যামসন (Sanju Samson) অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করতেন যে তাঁদের প্রিয় ক্রিকেটার নাকি যথেষ্ট সুযোগ পাচ্ছে না। মঞ্চ পাচ্ছেন না প্রতিভার স্বাক্ষর রাখার। কিন্তু সাম্প্রতিক অতীতে বারবার সুযোগ পাওয়ার পরও তাঁর যা পারফর্ম্যান্স, তাতে এই দাবী তোলার আর কোনো ভিত্তি নেই বলে সরব হয়েছেন ক্রিকেটদুনিয়ার একাংশ। ‘এবার অবসরের কিথা চিন্তা করা উচিৎ সঞ্জু’র’ লিখেছেন এক ক্ষুব্ধ নেটিজেন। ‘আর কত সুযোগ পেলে একটা ভালো ইনিংস আসবে?’ দ্ব্যর্থহীন ভাষায় প্রশ্ন ছুঁড়েছেন আরও একজন। ‘আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট যে এক নয় তা হাড়ে হাড়ে বুঝছে সঞ্জু’ মন্তব্য আরও একজনের। ‘সঞ্জু’কে নিয়ে মাতামাতি এবার বন্ধ হোক’ উষ্মা ঢেকে রাখেন নি এক টিম ইন্ডিয়া সমর্থক। ‘অনেক হয়েছে, এবার বাদ দেওয়া হোক’ উঠেছে সম্মিলিত দাবী।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs SL: প্রথম সিরিজেই মন জিতলেন ‘ক্যাপ্টেন’ সূর্যকুমার, প্রশংসায় পঞ্চমুখ সতীর্থরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *