ind-vs-eng-sarfaraz-happy-after-debut

IND vs ENG: হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচেই ধাক্কা খেয়েছিলো টিম ইন্ডিয়া (Team India)। ২৮ রানের ব্যবধানে হেরে পিছিয়ে পড়েছিলো রোহিত শর্মার দল। তারপর অবশ্য দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় এসেছিলো ১০৬ রানের ব্যবধানে। তৃতীয় ম্যাচে জয়ের ব্যবধান চার গুণেরও বেশী বাড়িয়ে নিলো ভারত। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে আজ বেন স্টোকসের (Ben Stokes) দলকে ‘মেন ইন ব্লু’ গুঁড়িয়ে দিলো ৪৩৪ রানের ব্যবধানে। রেকর্ড বইয়ের পাতায় জায়গা করে নিলো ভারতের এই জয়। এর আগে টেস্টের ইতিহাসে কোনো দলকে এত বেশী রানের ব্যবধানে হারাতে পারে নি টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের টেস্ট ইতিহাসেও স্থান করে নিলো রাজকোটের ম্যাচ। ১৯৩৪ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৬২ রানের বিরুদ্ধে হেরেছিলো তারা। আজ দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে হারলো তারা।

বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুলদের মত অভিজ্ঞ ব্যাটারদের ভারত পায় নি রাজকোট টেস্টে। তাঁদের শূন্যস্থান ঢাকতে আরও একবার রজত পতিদারের উপর আস্থা রেখেছিলো দল। একইসাথে ধ্রুব জুড়েলের সঙ্গে অভিষেক হয় সরফরাজ খানের। প্রথমবার টেস্টের আঙিনায় ব্যাট করতে নেমে দলের আস্থার মর্যাদা রাখলেন সরফরাজ (Sarfaraz Khan)। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার সাথে বড় জুটি গড়ে দলের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যান তিনি। পাতিয়ালার মহারাজার পর অভিষেক টেস্টে দ্বিতীয় দ্রুততম অর্ধশতকের নজির গড়েন তিনি। স্পর্শ করেন হার্দিক পান্ডিয়াকে। ভুলবোঝাবুঝিতে রান-আউট না হলে করতে পারতেন শতরান’ও। দ্বিতীয় ইনিংসেও নজর কাড়লো যশস্বী জয়সওয়ালের সাথে সরফরাজের (Sarfaraz Khan) জুটি। ৬৮ রান করে অপরাজিত থাকেন তিনি। টেস্ট অভিষেকে জোড়া অর্ধশতক তৃপ্তি দিয়েছে তাঁকে। খেলা শেষে উচ্ছ্বাস প্রকাশ করলেন সরফরাজ।

Read More: IND vs ENG: “বাবাকে মনে পড়লো না…”, ম্যাচ সেরার পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করায় ব্যাপক ট্রোলের শিকার জাদেজা !!

ম্যাচ জিতে আবেগবিহ্বল সরফরাজ খান-

Sarfaraz Khan | IND vs ENG | Image: Getty Images
Sarfaraz Khan after getting the Test Cap| Image: Getty Images

সরফরাজ খান (Sarfaraz Khan) গত কয়েক মরসুমে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের আঙিনায় বহুচর্চিত নাম। ব্যাট হাতে ধারাবাহিক বড় রান করতে দেখা গিয়েছে তাঁকে। ২০১৯ থেকে ২০২২-টানা চার বছর রঞ্জি ট্রফিতে ১০০’র নীচে নামে নি তাঁর ব্যাটিং গড়। হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক। করেছেন শতরান, দ্বিশতক এমনকি ত্রিশতক’ও। একটা সময় প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিং গড়ের নিরিখে কেবলমাত্র স্যার ডন ব্র্যাডম্যানের পরেই ছিলেন সরফরাজ (Sarfaraz Khan)। এখনও রয়েছেন তালিকার চার নম্বরেই। ধারাবাহিক সাফল্যের পরেও জাতীয় দলের ডাক আর আসছিলো না তাঁর কাছে। ২০২২-এর ডিসেম্বরে বাংলাদেশ সফর থেকেই সরফরাজের হয়ে সওয়াল করছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু মন গলে নি নির্বাচকদের। ২০২৩ সালে বর্ডার-গাওক্সর ট্রফি হোক বা ওয়েস্ট ইন্ডিজ সফর, বাইরেই থাকতে হয়েছিলো সরফরাজকে। অবশেষে পরিস্থিতি বদলায় ২০২৪-এ এসে।

ইংল্যান্ড লায়ন্স দলের বিরুদ্ধে ভারত-এ’র হয়ে শতরান করার পর তাঁকে সিনিয়র স্কোয়াডে জায়গা দেওয়া হয়। রাজকোটে হয় অভিষেক। অনিল কুম্বলের হাত থেকে টেস্ট ক্যাপ পাওয়ার পর সরফরাজ তা তুলে দিয়েছিলেন বাবা নৌশাদের (Naushad Khan) হাতে। আবেগে কেঁদে ফেলেন নৌশাদ। জাতীয় দলের ৩১১ নম্বর টেস্ট ক্যাপের মালিক হিসেবে প্রথম ম্যাচেই জোড়া অর্ধশতক করে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি সরফরাজ (Sarfaraz Khan)। খেলা শেষে জানালেন, “প্রথমত এটা আমার জন্য বহুপ্রতীক্ষিত অভিষেক ছিলো। ভারতের হয়ে খেলা, দলের জয়ে অবদান রাখতে পারা, আমার কাছে স্বপ্ন ছিলো। আমি খুশি আমার পারফর্ম্যান্সে দলের জয়ে সুবিধা হয়েছে বলে।” আগামী টেস্টেও খেলছেন না বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার। তবে একাদশে ফিরতে পারেন কে এল রাহুল। তাঁর প্রত্যাবর্তনের পর সরফরাজকে ব্যাটিং অর্ডারে কোথায় খেলানো হয় তা দেখতে মুখিয়ে সকলে।

Also Read: IND vs ENG: রাজকোটে জিতে স্বস্তিতে টিম ইন্ডিয়া, রাঁচী টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে এই তারকাকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *