ind-vs-eng-fans-laud-indian-batting

IND vs ENG: হিমাচল প্রদেশের ধর্মশালায় চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের পঞ্চম টেস্ট। ইতিমধ্যেই ৩-১ এগিয়ে থেকে সিরিজ মুঠোবন্দী করেছে রোহিত শর্মার দল। তা সত্ত্বেও শেষ ম্যাচে যে প্রতিপক্ষকে বিন্দুমাত্র জায়গা ছাড়তে ভারত রাজী নয়, তা পরিষ্কার তাদের পারফর্ম্যান্সে। টসে জিতে প্রথম ব্যাটিং বেছে নিয়েছিলো ইংল্যান্ড। ম্যাচের প্রথম দিনেই তাদের ইনিংস গুটিয়ে গিয়েছিলো মাত্র ২১৮ রানে। ৫ উইকেট নেন কুলদীপ যাদব। ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নেমে ৪ উইকেট নেন রবিচন্দ্রণ অশ্বিন’ও। এরপর ব্যাট করতে নেমে আগাগোড়া দাপট দেখিয়েছিলো টিম ইন্ডিয়াই। গতকাল যশস্বী জয়সওয়ালের ঝোড়ো অর্ধশতক ইঙ্গিত দিয়েছিলো ভারতীয় ব্যাটিং বিক্রমের। আজ সারাদিন সেই চিত্রই দেখা গেলো পাহাড়ঘেরা ধর্মশালার বাইশ গজে।

Read More: রোহিত-গিলের শতরানের দৌলতে চালকের আসনে টিম ইন্ডিয়া, দ্বিতীয় দিন শেষে ২৫৫ রানে এগিয়ে ভারত !!

দিনের শুরুতেই রানের গতি বাড়াতে দেখা যায় রোহিত শর্মা ও শুভমান গিল’কে। অ্যান্ডারসন-উড’এর পেস আক্রমণ হোক বা বশির, হার্টলিদের স্পিন-ক্রিজে দিনের প্রথম সেশনে অটল রইলেন দুজনেই। শতরানের মাইলফলক পেরোন তাঁরা। শুভেচ্ছা কুড়োন সোশ্যাল মিডিয়ায়। ‘অধিনায়কোচিত ইনিংস’ রোহিত শর্মার প্রশংসা করে লিখেছেন এক নেটিজেন। ‘ব্যাটিং হোক বা নেতৃত্ব-এই সিরিজে রোহিত সুপারহিট’ লিখেছেন আরও একজন। ১১০ রানের ইনিংস খেলে শুভেচ্ছার বন্যায় ভাসলেন শুভমান গিল’ও। ‘অবশেষে তিন নম্বর পজিশনে মানিয়ে নিয়েছে শুভমান। এবার ধারাবাহিক সাফল্যের অপেক্ষা’ মন্তব্য এক অনুরাগীর। ‘অনবদ্য ইনিংস। অনেকদিন মনে থাকবে’ লিখেছেন আরেকজন।

লাঞ্চের পর শুভমান ও রোহিত শর্মা সাজঘরে ফেরেন দ্রুত। ইনিংসের হাল ধরেন দুই তরুণ তুর্কি সরফরাজ খান ও দেবদত্ত পাডিক্কাল। মার্ক উড’কে যেভাবে আপার-কাটে চার মারলেন সরফরাজ তা নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায়। ‘সত্যিই অকুতোভয়’ লিখেছেন এক অনুরাগী। ‘এই শট ফ্রেমে বাঁধিয়ে রাখার মত’ জানিয়েছেন আরও একজন। ৬০ বলে তাঁর ৫৬ রানের ইনিংস প্রশংসিত নেটদুনিয়ায়। অভিষেক টেস্টে সাবলীল ৬৫ রান করে শুভেচ্ছার বন্যায় ভাসছেন দেবদত্ত’ও। ‘একজন এমনই বাম হাতি ব্যাটারের প্রয়োজন ছিলো দলে’ লিখেছেন এক গুণমুগ্ধ। দিনের শেষ সেশনে দ্রুত জাদেজা, জুড়েল, অশ্বিনকে আউট করে ইংল্যান্ড। তবে তাঁদের ঘুরে দাঁড়ানোর স্বপ্নের পথে আপাতত বাধা কুলদীপ ও বুমরাহ। ক্রিজে থিতু হয়ে গিয়েছেন দুজনেই। দিনের শেষে ভারতের স্কোর ৪৭৩/৮। লিড ২৫৫ রানের। ‘ইনিংসে জেতার সম্ভাবনা রয়েছে’ আশায় বুক বাঁধছেন সমর্থকেরা।

দেখে নিন ট্যুইট চিত্র-

 

Also Read: IND vs ENG: মার্ক উডের বিদ্যুৎ গতির ডেলিভারিকে থোড়াই কেয়ার, সরফরাজের শট অবাক করলো ক্রিকেটদুনিয়াকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *