ind-vs-eng-sarfaraz-hits-upper-cut

IND vs ENG: ধর্মশালার মাঠে চলছে ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজের পঞ্চম টেস্ট। হায়দ্রাবাদে সিরিজের গোড়ায় হারের সম্মুখীন হলেও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনম, রাজকোট ও রাঁচীতে পরপর তিনটি ম্যাচ জিতে নিয়ে সিরিজ মুঠোবন্দী করেছে রোহিত শর্মার দল। ধর্মশালাতেও আপাতত চালকের আসনে টিম ইন্ডিয়াই। প্রথম দিনেই প্রতিপক্ষকে ২১৮ রানের মধ্যে বেঁধে রেখেছিলো ভারত। এরপর ব্যাট হাতেও ইংল্যান্ডকে ক্রমশই পিছনের দিকে ঠেলে দিচ্ছে ‘মেন ইন ব্লু।’ যশস্বী জয়সওয়াল গতকাল ৫৮ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হয়েছিলেন। ক্রিজে অপরাজিত ছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। ভারতের স্কোর ছিলো ১৩৫ রান। গতকালের দাপট আজও ধরে রেখেছে ভারত।

Read More: গিলের উদ্দেশ্যে ভক্তদের “সারা…সারা” স্লোগান, হাসি থামাতে পারলেন না স্টোকস, সমাজ মাধ্যমে নিমেষে ভাইরাল ভিডিও !!

সকালে ইংল্যান্ড বোলিং আক্রমণকে সাবলীল ভাবেই সামলান রোহিত শর্মা ও শুভমান গিল। দুজনেই পেরোন শতরানের মাইলস্টোন। রোহিত কেরিয়ারের ১২তম ও শুভমান চতুর্থ শতরান করেন। তাঁরা দুজনে ফেরার পর ইনিংসের হাল ধরেছেন সরফরাজ খান ও নবাগত দেবদত্ত পাডিক্কাল। কর্ণাটকের দেবদত্ত শুরুতে আগ্রাসী মেজাজে ব্যাটিং করছিলেন। ক্রিজে অপরপ্রান্তে থিতু হতে খানিক সময় নিয়েছিলেন সরফরাজ। জুটি কিছুদূর এগোনোর পর ভূমিকা বদলান দুজনে। অ্যাঙ্করের ভূমিকায় দেখা যায় দেবদত্তকে। অন্য দিকে চেনা ছন্দে ফেরেন সরফরাজ। শুরু করেন ঝড়ের গতিতে রান তোলা। এর আগের ম্যাচগুলিতে সরফরাজের স্লগ, স্যুইপ শট নজর কেড়েছে। আজ ‘আপার কাটে’ মন ভরালেন তিনি।

ধর্মশালার উইকেটে সাধারণত বাড়তি বাউন্স চোখে পড়ে। তার সদ্ব্যবহার করার জন্যই অলি রবিনসনকে বাইরে রেখে এক্সপ্রেস পেসার মার্ক উড’কে মাঠে নামিয়েছে ইংল্যান্ড। কিন্তু বাড়তি গতি ও বাউন্স’কে তিনি যে পরোয়া করেন না, তা বুঝিয়ে দিলেন ২৬ বর্ষীয় সরফরাজ খান। উডের শর্ট পিচ ডেলিভারি’কে তিনি ‘ডাক’ করলেন বটে, কিন্তু উইকেটরক্ষক বেন ফোকসের দস্তানায় জমা পড়তে দিলেন না। ১৪৬ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে করা বলটিকে অন্তিম মুহূর্তে ‘আপার কাট’ শটে পাঠিয়ে দেন বাউন্ডারির ঠিকানায়। থার্ড ম্যান বাউন্ডারির সামনে একটি ড্রপ খেয়ে তা স্পর্শ করে মাঠের সীমানা। শরীর ছুঁড়ে দিয়েও চার রান রোখা সম্ভব হয় নি ইংল্যান্ড ফিল্ডারের পক্ষে। উড’কে পুল শটে একটি ছক্কা’ও হাঁকান সরফরাজ। আজকের ম্যাচে ৬০ বলে ৫৬ করে আউট হয়েছেন তিনি।

দেখে নিন সরফরাজের ‘আপার কাট’টি-

Also Read: IND vs ENG: “ইংল্যান্ড দেখে শিখুক…” শতকের আলোয় উজ্জ্বল রোহিত-শুভমান, দুজনকেই প্রশংসায় ভরালো নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *