IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালির মাঠে প্রথম একদিনের ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিলো ভারত। ৫ উইকেটের ব্যবধানে এই বড় জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস অনেকখানি বাড়াবে কে এল রাহুল (KL Rahul), মহম্মদ শামিদের (Mohammad Shami)। গতকালের ম্যাচে ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগই চিন্তা কমিয়েছে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের। ব্যাট হাতে শুভমান গিল, ঋতুরাজ গায়কোয়াড়, কে এল রাহুল’রা রানের মুখ দেখেছেন। বোলিং-এ পাঁচ উইকেট নিয়ে মহম্মদ শামি বুঝিয়ে দিয়েছেন এশিয়া কাপের প্রথম একাদশে না রাখলেও বিশ্বকাপে (ICC World Cup 2023) তাঁর কথা ভাবতেই হবে কোচ দ্রাবিড়কে। শক্তিশালী অজি ব্রিগেডের বিপক্ষে ভালো বোলিং করেন জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজারাও (Ravindra Jadeja)। দেড় বছর পর একদিনের ক্রিকেটে ফিরে উইকেট পেলেন অশ্বিন’ও।
গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে শেষ মুহূর্তে কোনো রদবদল করা যায় কিনা তা খুঁটিয়ে দেখতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজকে ব্যবহার করতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), কুলদীপ যাদবদের প্রথম দুটি ম্যাচ থেকে বাইরে রাখা হয়েছে। বদলে জায়গা দেওয়া হয়েছে অশ্বিন, ঋতুরাজদের। গতকাল মোহালির আই এস বিন্দ্রা স্টেডিয়ামে ঋতুরাজ, অশ্বিন, সূর্যকুমার’রা (Suryakumar Yadav) পরীক্ষায় পাস করলেও ব্যর্থ হলেন কেবল শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চোট সারিয়ে মাঠে ফিরে রানের মুখ দেখলেন না তিনি। তাঁর ব্যাটে রান খরা শ্রেয়সের বিশ্বকাপ স্বপ্নকে করে তুলেছে অনিশ্চিত।
Asia Cup 2023 | Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad
ছন্দে নেই শ্রেয়স আইয়ার-

পিঠের বালজিং ডিস্কের সমস্যার কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। খেলতে পারেন নি সম্পূর্ণ আইপিএল। ছিটকে যান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেও। প্রথমে বিকল্প চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে সুস্থ হওয়ার প্রয়াস করছিলেন শ্রেয়স। পরে তিনি বাধ্য হন অস্ত্রোপচার করাতে। এরপর মাসখানেক বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলে তাঁর। অবশেষে এশিয়া কাপের আগে মাঠে ফেরার ব্যাপারে সবুজ সংকেত পেয়েছিলেন তিনি। সেইমত ১৭ সদস্যের স্কোয়াডে তাঁকে জায়গাও দিয়েছিলো অজিত আগরকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
World Cup 2023 | World Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad
শ্রেয়স’কে (Shreyas Iyer) আগামীতে ভারতীয় ব্যাটিং অর্ডারের চার নম্বরে স্থায়ীভাবে দেখতে চেয়েছিলেন অনেকেই। কিন্তু তাঁর মাঠে প্রত্যাবর্তন মসৃণ হয় নি।পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলায় তিনি আউট হন মাত্র ১৪ রান করে। এরপর ফের বাঁধে বিপত্তি। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোর পর্বের খেলা শুরুর ঠিক আগে অনুশীলনে পিঠে টান ধরে তাঁর। গোটা এশিয়া কাপে আর খেলা হয় নি শ্রেয়সের। গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) বিরাট কোহলির বদলে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। কিন্তু মাত্র ৩ রান করে আউট হয়েছেন তিনি। যেভাবে শ্রেয়স রান-আউট হলেন গতকাল, তাতে নন-স্ট্রাইকার প্রান্তে থাকা শুভমান গিলের সাথে বোঝাপড়ার অভাব স্পষ্ট হয়েছে।
গৌতম গম্ভীর প্রশ্ন তুলেছেন শ্রেয়সের ফর্ম এবং ফিটনেস নিয়ে। ভালো করে যাচাই না করে বিশ্বকাপে তাঁকে জায়গা দেওয়া অর্থহীন বলে মনে করেছেন তিনি। সম্ভবত ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে আরও একটা সুযোগ পাবেন শ্রেয়স। নিজেকে মেলে ধরতে না পারলে বিশ্বকাপের চূড়ান্ত দল থেকে বাদ পড়তে পারেন। ইতিমধ্যেই ব্যাটিং অর্ডারে শ্রেয়সের বদলি হিসেবে সূর্যকুমার যাদবের কথা উঠে এসেছে টিম ইন্ডিয়ার ভাবনায়।
একদিনের ক্রিকেটেও রানের মুখ দেখলেন সূর্যকুমার-

টি-২০ ক্রিকেটে গত কয়েক মাসে দুরন্ত প্রদর্শন করলেও ওডিআই’তে সেই আগুনে ফর্মের প্রতিফলন দেখাতে পারছিলেন না সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ভারতীয় তারকা কুড়ি-বিশের ক্রিকেটে করেছেন তিনটি শতরান, সেখানে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে তাঁর কপালে জুটেছিলো টানা তিনটি ‘গোল্ডেন ডাক’ করার লজ্জার রেকর্ড। ব্যাটিং গড় নেমে গিয়েছিলো ২৫-এর নীচে। বারবার ব্যর্থ হওয়ার পরও কেনো ওডিআই-তে সূর্যকে ক্রমাগত সুযোগ দেওয়া হচ্ছে? প্রশ্ন তুলেছিলেন অনেক বিশেষজ্ঞই। ভারতীয় দলে সূর্যকুমারের পরিবর্তে সঞ্জু স্যামসন’কে (Sanju Samson) চেয়েছিলেন তাঁরা। কঠিন সময়ে সূর্যের পাশে দাঁড়িয়েছিলেন কোচ রাহুল দ্রাবিড়। বারবার তিনি বলেছেন সূর্যের দক্ষতার উপর আস্থা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। তাঁকে যথাসম্ভব সুযোগ দেওয়া হবে। আন্তর্জাতিক মঞ্চে ‘এক্স-ফ্যাক্টর’ হয়ে উঠতে পারেন সূর্য।
রাহুলের ভাবনায় যে গলদ ছিলো না তা গতকাল ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের প্রথম ম্যাচে বোঝালেন সূর্যকুমার যাদব। ব্যাট হাতে তিনি যখন ক্রিজে যান তখন টানা বেশ কিছু উইকেট পতনের ফলে বেশ বেকায়দায় টিম ইন্ডিয়া। কে এল রাহুলের সাথে জুটি বেঁধে তিনি কেবল ভারতকে ম্যাচেই ফেরান নি, সাথে সাথে পৌঁছে দেন জয়ের দোরগোড়াতেও। স্যুইপ অত্যন্ত প্রিয় শট সূর্যকুমারের (Suryakumar Yadav)। কিন্তু গতকাল দলের প্রয়োজনের কথা মাথায় রেখে একটিও স্যুইপ মারেন নি তিনি। বরং নিজের সিগনেচার ‘৩৬০ ডিগ্রী’ শটের সাথে মিশিয়েছেন ধ্রুপদী স্ট্রেট ড্রাইভ বা কভার ড্রাইভ। অনবদ্য অর্ধশতরান করেন তিনি। ম্যাচ শেষে জানান মানসিকতায় বদল এনেই মিলেছে সাফল্য। অস্ট্রেলিয়া সিরিজে যদি এই ফর্ম যদি ধরে রাখতে পারেন তাহলে বিশ্বকাপে শ্রেয়সের পরিবর্তে ভারতীয় মিডল অর্ডারে জায়গা হতে পারে সূর্যেরই।
Virat Kohli | Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur