ind-vs-aus-shami-wins-man-of-the-match

IND vs AUS: জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর-পেস আক্রমণে এই তিনজনকে রেখেই গত কয়েকটি ম্যাচে দল সাজাতে দেখা গিয়েছিলো টিম ম্যানেজমেন্টকে। রিজার্ভ বেঞ্চেই জায়গা হয়েছিলো মহম্মদ শামির। কখনও বুমরাহ বা সিরাজ কোনো কারণে মাঠে না নামলে বিকল্প হিসেবে খেলানো হয়েছিলো তাঁকে। ব্যাটিং দক্ষতার জন্য বঙ্গ পেসারের চেয়ে এগিয়ে থাকছেন শার্দুল-শোনা গিয়েছিলো এহেন যুক্তিও। এশিয়া কাপের একাদশে নিয়মিত সুযোগ না পাওয়া শামি জাত চেনালেন আজ, অস্ট্রেলিয়ার বিপক্ষে। সিরাজ না খেলায় মোহালিতে শামিকেই জায়গা দিতে হয়েছিলো কোচ দ্রাবিড়কে। স্টিভ স্মিথ, মিচেল মার্শদের বিরুদ্ধে বল হাতে যে জাদু দেখালেন শামি, তাতে এখন চলতি সিরিজের বাকি ম্যাচগুলিতে তো বটেই, বিশ্বকাপের ম্যাচগুলিতেও শামিকে প্রথম একাদশে না রাখা মুশকিল হবে দ্রাবিড়ের জন্য।

টসে জিতে আজ প্রথমে বোলিং বেছে নিয়েছিলো ভারত। শুরুতেই মিচেল মার্শকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ধাক্কা দেন শামি। এরপর ওয়ার্নার এবং স্মিথের ৯৪ রানের জুটি ভাঙেন জাদেজা। বল হাতে দ্বিতীয় স্পেলে ফিরে স্মিথকে ফিরিয়ে ভারতকে ম্যাচে চালকের আসনে বসান সেই শামিই। ডেথ ওভারে ফের একবার শামি-সুনামি বৃষ্টিভেজা মোহালিতে। ৫১ রানের বিনিময়ে ৫ উইকেট নেন তিনি। অস্ট্রেলিয়া থেমে যায় ২৭৬ রানে। রান তাড়া করতে নেমে শুভমান গিল এবং ঋতুরাজ গায়কোয়াড় যেভাবে ঝড়ের বেগে ইনিংস শুরু করেছিলেন, তাতে একটা সময় মনে হচ্ছিলো ৩৫ ওভারেই ম্যাচ ঝুলিতে পুরে নেবে ভারত। কিন্তু পরপর উইকেট হারিয়ে একটা সময় চাপে পড়তে হয়েছিলো টিম ইন্ডিয়াকেও। শেষমেশ কে এল রাহুল এবং সূর্যকুমার যাদবের জুটি ভারতকে জয় এনে দেয়। ওডিআই কেরিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন মহম্মদ শামিই।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

‘লেন্থ সঠিক রাখতেই হত…’ সাফল্যের রহস্য ফাঁস শামির-

Mohammad Shami and KL Rahul | IND vs AUS | Image: Getty Images
Mohammad Shami and KL Rahul | IND vs AUS | Image: Getty Images

প্রচণ্ড গরমে ম্যাচ খেলা নিয়ে ইনিংসের বিরতিতেই সরব হয়েছিলেন শামি। খেলা শেষেও আবহাওয়া নিয়ে মুখ খুলতে দেখা গেলো তাঁকে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক হর্ষ ভোগলেকে আজকের ম্যাচের নায়ক বলেন, “এই গরমে কত লম্বা স্পেল করবো তা নির্ভর করে অধিনায়কের উপরে। কিন্তু গরম সত্ত্বেও নতুন বল হাতে ৪-৫ ওভার করতে ইচ্ছা হয়।” দুটি দুর্দান্ত ডেলিভারিতে মিচেল মার্শ এবং স্টিভ স্মিথকে আউট করেন তিনি। শামির পছন্দ কোনটা? বিন্দুমাত্র সময় না নিয়ে শামি জানান, “প্রথমটা। মিচেল মার্শের উইকেটটাই বেশী উপভোগ করেছি। যখন (ব্যাটারের) আউটসাইড এজ পাওয়া যায়, তখন একটা আলাদাই অনুভূতি হয়। তখন বোঝা যায় স্যুইংটা নিয়ন্ত্রণে ছিলো।”

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

আজকের ম্যাচের সাফল্যের নেপথ্য কাহিনীও ফাঁস করলেন শামি। বলেন, “এই পিচে সঠিক লেন্থে বল করা অত্যন্ত জরুরী ছিলো। হয় পুরোদমে বোলিং করতে হয়, অথবা গতি কমিয়েও করা যেত। কিন্তু সঠিক লেন্থে রাখতেই হত।” দলের বাকি পেসারদের সাথে তাঁর রসায়ন কেমন? শামি জানান, “আমরা একসাথে অনেকটা সময় খেলেছি। জানি কি কি করতে হয়। সবসময়ই ভালো লাগে এরকম জুটি বেঁধে বোলিং করতে।” আগামী ম্যাচগুলিতে সিরাজ ফিরলে শামির জায়গা কি ফের হবে রিজার্ভ বেঞ্চে? নাকি শার্দুলের ব্যাটিং দক্ষতাকে উপেক্ষা করে শামি-সিরাজ-বুমরাহ’র পেস ত্রয়ীকেই প্রথম একাদশে জায়গা দেবে ‘মেন ইন ব্লু?’ উত্তরের খোঁজে ক্রিকেটদুনিয়া।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

 

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *