icc-wants-ind-to-win-world-cup-sehwag-claims

World Cup 2023: বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র একদিন। আগামীকাল, অর্থাৎ ৫ অক্টোবর, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ৪৬দিন ব্যপী এই টুর্নামেন্টে থাকছে ৪৮টি ম্যাচ। ভারতের নানা প্রান্তের দশ শহরে আয়োজিত হবে ম্যাচগুলি। প্রথম এশীয় দেশ হিসেবে সম্পূর্ণ টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ এসেছে ভারতের সামনে। ১৯৭৯-র পর এই প্রথম কোনো একটি দেশে বসতে চলেছে বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর। অভিজ্ঞতাকে দর্শক ও ক্রিকেটারদের জন্য স্মরণীয় করে রাখতে মরিয়া আয়োজক সংস্থা আইসিসি এবং ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। প্রস্তুতিতে তাই কোনোরকম ফাঁক রাখা হচ্ছে না।

যেহেতু ভারতের মাটিতে বিশ্বকাপ (ICC World Cup 2023), সেহেতু বাড়তি উন্মাদনা রয়েছে টিম ইন্ডিয়াকে নিয়ে। ২০১৩ সালের পরে আইসিসি আয়োজিত কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারে নি টিম ইন্ডিয়া। দশ বছরের অপেক্ষা কি ঘুচবে এবার? আশায় সমর্থকেরা। দেশের মাঠে খেতাব জিততে বদ্ধপরিকর ‘মেন ইন ব্লু’ও। অনুশীলনে নিজেদের নিমগ্ন করে রেখেছে তারা। মাঠের পারফর্ম্যান্সেও দেখা গিয়েছে তারই প্রতিফলন। ইতিমধ্যেই এশিয়া কাপ জিতেছে ভারত। একদিনের সিরিজ জিতেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও।

জারি থাকুক এই স্বপ্নের দৌড়, চাইছে ১৪০ কোটি জনতা। দিনকয়েক আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়েছিলেন এবারের বিশ্বকাপ (ICC World Cup 2023) জিততে তাঁদের সাহায্য করবেন দেশের ক্রিকেটজনতা। গ্যালারিতে তাঁদের উপস্থিতিত বাড়তি তাগিদ যোগাবে তাঁদের। এবার আরও একধাপ এগিয়ে গেলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag)। জানালেন নিয়ামক সংস্থা আইসিসি’ও ভারতকে সাহায্য করবে ট্রফি জিততে।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

অতিরিক্ত সাহায্য পাবে ভারত, মন্তব্য শেহবাগের-

Virender Sehwag | ICC World Cup 2023 | Image: Twitter
Virender Sehwag | Image: Twitter

বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরু হওয়ার দিনকয়েক আগে ক্রিকবাজ সংস্থার হয়ে একটি টক-শো’তে অংশ নিয়েছিলেন বীরেন্দ্র শেহবাগ (Virender sehwag)। সেখানে জাহির খান (Zaheer Khan), দীনেশ কার্তিকের (Dinesh Karthik) মত ক্রিকেটজগতের পরিচিত মুখেরাও উপস্থিত ছিলেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউড অভিনেত্রী ও প্রাক্তন ক্রিকেটার সাইয়ামি খের। কথা হচ্ছিলো ভারতের বিশ্বকাপ (ICC World Cup 2023) জয়ের সম্ভাবনা নিয়ে। বারো বছরের খরা কাটিয়ে ভারত কি আদৌ ২০২৩ সালে বিশ্বকাপ জিততে পারবে নাকি ২০১৫ বা ২০১৯-এর মত এবারও তীরে এসে ডুববে তরী?

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

জাহির খান এবং দীনেশ কার্তিক, দুজনেই জানান রোহিত শর্মার (Rohit Sharma) দলের খেতাব জয়ের ব্যাপারে তাঁরা আশাবাদী। জাহির এবং কার্তিক ভারতের এশিয়া কাপ জয়, সাম্প্রতিক পারফর্ম্যান্স বিশ্লেষণ করে টিম ইন্ডিয়াকে খেতাব জয়ের দাবীদার বলেন। তবে সকলকে অবাক করেন বীরেন্দ্র শেহবাগ (Virender Sehwag)। তাঁর ‘গুগলি’তে কাত বাকি বিশেষজ্ঞরা।সাইয়ামি খেরের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আইসিসি’ও আমাদের সাহায্য করবে। ভারতীয় মাঠকর্মীরা বাইশ গজ তৈরি করবেন, আর ভারত যখন সেমিফাইনাল বা ফাইনাল খেলবে, তখন পিচ ভারতের প্রয়োজনমতই নির্মিত হবে। তাই আমাদের জন্য বেশ ভালো সুযোগ রয়েছে বিশ্বকাপ জেতার।”

এরপর নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন বীরু (Virender Sehwag)। তিনি জানান, “আইসিসি’ও জানে ভারত যদি শেষ অবধি থাকে, সেমিফাইনাল বা ফাইনাল খেলে, তাহলে দর্শকসংখ্যা আকাশ ছোঁবে, স্পন্সরদের থেকে বিনিয়োগ পেতে সুবিধা হবে। আগামী স্লটের স্পন্সরশিপ স্বত্ব বিপুল অর্থে বিক্রি হয়। এইগুলোও ভূমিকা রাখে।” শেহবাগ এহেন মন্তব্য করলেও আইসিসি’র তরফে কিন্তু বিপরীত ঘোষণাই করা হয়েছে। ব্যাট-বলের সুস্থ প্রতিযোগিতা বজায় রাখার জন্য স্পোর্টিং উইকেট বানানোর নিদান দেওয়া হয়েছে। বাড়াতে বলা হয়েছে মাঠের বাউন্ডারির দৈর্ঘ্য।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *