world-cup-2023-hardik-out-of-nz-clash

বসন্তের বাতাস ভারতীয় ক্রিকেটে। বিশ্বকাপের আঙিনায় অসাধারণ পারফর্ম করতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। গ্রুপ পর্বের নয় ম্যাচের মধ্যে নয়টিতেই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। গ্রুপ শীর্ষে থেকে তারা জায়গা করে নিয়েছিলো সেমিফাইনালে। শেষ চারের দ্বৈরথেও ভারতের জয়রথের সামনে বাধার প্রাচীর খাড়া করতে ব্যর্থ হয়েছে নিউজিল্যান্ডে। কিউইদের বিরুদ্ধে নক-আউট মোকাবিলায় টিম ইন্ডিয়ার (Team India) পারফর্ম্যান্স বিশেষ আহামরি কখনোই নয়। কিন্তু পরিসংখ্যানকে তুড়ি মেরে উড়িয়ে দিতে দেখা গিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) দল’কে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুর্ধর্ষ ক্রিকেট খেলে তারা পা রেখেছে ফাইনালে।

শেষ যখন ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) আসর বসেছিলো ভারতে,সেইবার মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া খেতাব বাইরের দেশে যেতে দেয় নি। মুম্বইয়ের মাঠে শ্রীলঙ্কাকে হারিয়ে জিতে নিয়েছিলো ট্রফি। বারো বছর পর ফের একবার বিশ্বকাপ ফাইনালে ভারত। এবারও খেলা দেশের মাটিতেই। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। গোটা টুর্নামেন্ট জুড়ে যে ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli),রোহিত শর্মা’রা,তাতে ট্রফিজয়ের ব্যাপারে আশাবাদী হওয়াই যায়। ১৯ নভেম্বর ফাইনালে মাঠে নামার আগে টিম ইন্ডিয়ার কপালে একমাত্র চিন্তার ভাঁজ হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) না থাকা।

Read More: World Cup 2023: সমাপ্তি অনুষ্ঠানের জন্য সেজে উঠছে আহমেদাবাদ, থাকতে পারে বিশেষ ‘এয়ার শো’ !!

চোট পেয়ে লম্বা সময় বাইরে থাকতে পারেন হার্দিক-

Hardik Pandya | Team India | Image: Getty Images
Hardik Pandya | Team India | Image: Getty Images

বিশ্বকাপের ভারত বনাম বাংলাদেশ ম্যাচে সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রোহিত। পুনের মাঠে সেদিন তিন বলের বেশী এগোয় নি হার্দিকের ওভার। লিটন দাসের (Litton Das) স্ট্রেট ড্রাইভ নিজের বোলিংয়ের ফলো থ্রুতে পা বাড়িয়ে আটকাতে যান তিনি। গোড়ালি মচকে আহত হন। ফিজিও’র শুশ্রূষার পর উঠে দাঁড়ালেও রান আপে ফিরতে পারেন নি। বাংলাদেশ ম্যাচে আর খেলা হয় নি হার্দিকের। স্ক্যানের পর প্রথমে মনে করা হয়েছিলো চোট গুরুতর নয়,কিন্তু পরে লিগামেন্টে আঘাত ধরা পড়ে তাঁর। গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে যান তিনি। বদলি হিসেবে টিম ইন্ডিয়া (Team India) জায়গা দেয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণাকে (Prasidh Krishna)।

গত বুধবার সেমিফাইনালের দিন ওয়াংখেড়ের গ্যালারিতে দেখা গিয়েছে হার্দিককে (Hardik Pandya)। শচীন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পাশে বসে হাসিমুখেই সেমিফাইনাল উপভোগ করলেও হার্দিকের প্রত্যাবর্তনের রাস্তা বেশ কণ্টকাকীর্ণ। বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার কথা ভারতের। সেখানে তিনি খেলবেন না,তা একরকম নিশ্চিত। এরপর ১০ ডিসেম্বর থেকে থাকছে দক্ষিণ আফ্রিকা সিরিজ,সেখানেও হার্দিকের অংশ নেওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ বলেই জানা যাচ্ছে সংবাদমাধ্যম সূত্রে।

Also Read: World Cup 2023: “আজ আমাদের চারিত্রিক দৃঢ়তা প্রকাশিত হয়েছে…” হারের যন্ত্রণার মাঝেও আশার আলো দেখছেন তেম্বা বাভুমা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *