টি-২০ বিশ্বকাপ খেলছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি, নিশ্চিত করলেন সৌরভ গাঙ্গুলী !! 1

দেশের মাঠে বিশ্বকাপ (ICC World Cup 2023) জয়ের একেবারে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিলো টিম ইন্ডিয়া। আহমেদাবাদের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে হৃদয় ভেঙেছে রোহিত শর্মা (Rohit Sharma), কে এল রাহুল’দের। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে পা রাখলেও শেষ যুদ্ধে আর বিজয়ী হওয়া হয় নি। বিশ্বকাপ পরবর্তী সময়ে টিম ইন্ডিয়া (Team India) কোন পথে এগোবে তা নিয়েও বিস্তর সংশয় তৈরি হয়েছে আহমেদাবাদের পরাজয়ের পর। থমথমে মুখে চোখ জল নিয়ে মাঠ ছেড়েছিলেন দুই মহাতারকা-বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁরা আর সাদা বলের ক্রিকেটে দেশের জার্সি গায়ে চাপাবেন কিনা তা নিয়ে চলেছে অজস্র জল্পনা। ২০২২-এর পর থেকে টি-২০ থেকে দূরেই ছিলেন দুজনে। ফোকাস ছিলো ২০২৩-এর বিশ্বকাপে। কিন্তু ফলাফল আশানুরূপ না হওয়ায় অবসর নিতে পারেন দুই মহারথী, আশঙ্কায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা।

আশঙ্কা আরও জাঁকিয়ে বসেছিলো বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালের ঠিক পরে শুরু হতে চলা ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজে দুজনকেই দেখা না যাওয়ায়। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিলো যে রোহিত (Rohit Sharma) নাকি বোর্ডকে জানিয়ে দিয়েছে যে টি-২০তে তাঁকে যদি আর ভাবা না হয়, তাহলে তাঁর আপত্তি নেই তাতে। বিরাটের টি-২০ ভবিষ্যৎ সম্পর্কেও কোনো নিশ্চিত তথ্য বলতে পারেন নি কেউই। আগামী বছর জুনে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। দুই সেরা ব্যাটিং তারকাকে ছাড়া ট্রফি জয়ের মালমশলা ভারতের ভাঁড়ারে আদৌ মজুত রয়েছে কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন সমর্থকেরা। তাঁদের আশ্বস্ত করতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মন্তব্য। প্রাক্তন ভারত অধিনায়ক জানিয়েছেন রোহিত-কোহলি শুধু খেলবেন না, সাথে বড় ভূমিকাও রাখবেন টিম ইন্ডিয়ার সাফল্যে।

Read More: T20 World Cup 2024: আসন্ন টি-২০ বিশ্বকাপের ফর্ম্যাটে ব্যাপক রদবদল, এই তাবড় দল থাকছে টুর্নামেন্টের বাইরে !!

রোহিত ও কোহলি খুবই গুরুত্বপূর্ণ, বলছেন সৌরভ-

Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

সাদা বলের দুই ফর্ম্যাটে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলির (Virat Kohli) ভবিষ্যৎ কি তা সম্পর্কে এখনও কোনো নির্দিষ্ট তথ্য নেই কারও কাছে। দুই মহাতারকাই মুখ খোলেন নি। এরমধ্যে গতকাল যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য, তাতে টি-২০ ও ওডিআই, দুই সিরিজেই জায়গা হয় নি তাঁদের। রোহিত না খেলায় টি-২০তে সূর্যকুমার (Suryakumar Yadav) ও ওডিআই-তে কে এল রাহুল’কে (KL Rahul) অধিনায়ক করা হয়েছে। বোর্ডের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে দুই তারকাই বিশ্রাম চেয়ে নিয়েছেন সীমিত ওভারের খেলা থেকে। তাঁরা মাঠে ফিরবেন ডিসেম্বরের শেষদিকে টেস্ট সিরিজে। রোহিত-কোহলির সাদা বলের খেলা থেকে এই বিশ্রাম কতদিনের, সেই রহস্য ভেদের চেষ্টায় এখন ব্যস্ত বিশেষজ্ঞ’রা।

দিনকয়েক আগে গৌতম গম্ভীর (Gautam Gambhir) জানিয়েছিলেন, “বিরাট কোহলি এবং রোহিত শর্মার উচিৎ ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে অংশ নেওয়া।” একই সাথে জানিয়ে দিয়েছিলেন যে অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া নয় বরং রোহিত শর্মা’ই আদর্শ পছন্দ। সম্প্রতি রেভ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গম্ভীরের কথার পুনরাবৃত্তি করতে শোনা গেলো সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। তিনি জানান, “বিরাট কোহলি এবং রোহিত শর্মা ভারতীয় দলের খুবই গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। ওরা এই বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেছে এবং আশা রাখছি আগামী টি-২০ বিশ্বকাপেও ওরা খুবই ভালো করবে।” দক্ষিণ আফ্রিকার পর আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ খেলবে ভারত। তখনই স্পষ্ট হবে আদৌ কুড়ি-বিশের বিশ্বকাপের জন্য ফিরছেন কিনা হিটম্যান ও কিং কোহলি।

Also Read: IND vs AUS: চতুর্থ টি-২০’র জন্য নতুন দল ঘোষণা ভারতের, এই দুর্দান্ত ক্রিকেটার পেলেন সুযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *