IND vs AUS: চতুর্থ টি-২০’র জন্য নতুন দল ঘোষণা ভারতের, এই দুর্দান্ত ক্রিকেটার পেলেন সুযোগ !! 1

IND vs AUS: জমে উঠেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) টি-২০ সিরিজ। বিশ্বকাপ পরবর্তী এই সিরিজে ভারতের জার্সিতে রোহিত শর্মা, বিরাট কোহলির মত বেশ কয়েকজন প্রথমসারির ক্রিকেটার খেলছেন না টিম ইন্ডিয়ার হয়ে। একঝাঁক তরুণ তুর্কিকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন অন্তর্বর্তীকালীন অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া মাঠের বাইরে থাকায় নেতৃত্বের সুযোগ পেয়েছেন তিনি। বিশাখাপত্তনম ও তিরুঅনন্তপুরমে টানা দুই জয় দিয়ে শুরুটা বেশ ভালোই করেছিলো ‘মেন ইন ব্লু।’ রান পেয়েছিলেন স্বয়ং সূর্যকুমার। নজর কেড়েছিলেন তরুণ রিঙ্কু সিং-ও (Rinku Singh)। পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গিয়ে সিরিজ জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলো টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেড। তবে তাল কেটেছে তৃতীয় ম্যাচে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ২২২ রান স্কোরবোর্ডে যোগ করেও হারতে হয়েছে ভারতকে।

গুয়াহাটিতে ব্যাট হাতে অনবদ্য পারফর্ম করেছিলো টিম ইন্ডিয়া (Team India)। যশস্বী জয়সওয়াল ৬ এবং ঈশান কিষণ শূন্য রানে সাজঘরে ফেরার পরে প্রত্যাঘাতের সূচনাটা করেছিলেন সূর্যকুমার যাদব। ২৯ বলে ৩৯ করেন তিনি। শুরুটা মন্থর করলেও এরপর জ্বলে ওঠেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। প্রথম ২২ রান করেছিলেন ২২ বলে। শেষে ১০১ রান তিনি ৩৫ বলে। ঋতুরাজের ১২৩*-এর সুবাদেই ভারত করে ২২২ রান। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় বেশ ব্যাকফুটেই ছিলো অজি শিবির। ভারতের সিরিজ জয় নিশ্চিত বলে মনে হয়েছিলো। কিন্তু অসাধ্যসাধন করেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। ম্যাথু ওয়েড’কে সাথে নিয়ে ঝড় তোলেন তিনি। ৪৮ বলে অপরাজিত ১০৪ রান করে ম্যাচ জিতিয়ে দেন অস্ট্রেলিয়াকে। গুয়াহাটিতে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় নড়েচড়ে বসেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। চতুর্থ ম্যাচে দলে ফেরানো হচ্ছে শ্রেয়স আইয়ারকে।

Read More: IND vs AUS, 4th T20i, Preview: রায়পুরে সিরিজ জিতেই মাঠ ছাড়তে চাইছে টিম ইন্ডিয়া, কিস্তিমাত করতে তৈরি এই দুর্দান্ত ছক !!

মাঠে ফিরেই বড় দায়িত্ব পাচ্ছেন শ্রেয়স আইয়ার-

Shreyas Iyer | IND vs AUS | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

সদ্যসমাপ্ত বিশ্বকাপে ভারতীয় মিডল অর্ডারকে ভরসা যুগিয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। একের পর এক দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি। ১১ ম্যাচে ৬৬.২৫ গড়ে তিনি করেছেন ৫৩০ রান। এর মধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চোখ ধাঁধানো অর্ধশতরান রয়েছে। সামিল রয়েছে নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শতরান’ও। শ্রেয়সকে (Shreyas Iyer) যে আগামীতে টিম ইন্ডিয়া তিন ফর্ম্যাটের ক্রিকেটার হিসেবে ভাবছে তা প্রমাণ হয়ে গিয়েছে অজিত আগরকারের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচকমণ্ডলীর সিদ্ধান্তে।

প্রথম তিনটি টি-২০তে শ্রেয়সকে বিশ্রাম দেওয়া হয়েছিলো। আজ রায়পুরে চতুর্থ ম্যাচ থেকে স্কোয়াডে ফিরছেন তিনি। শুধু দলেই ফিরছেন না, সাথে সাথে পাচ্ছেন সহ-অধিনায়কের দায়িত্ব’ও। প্রথম তিন ম্যাচে সহ-অধিনায়ক ছিলেন ঋতুরাজ (Ruturaj Gaikwad)। আজ ও আগামী ৩ তারিখ অধিনায়ক সূর্যের ডেপুটি হতে চলেছেন শ্রেয়স।দেশের হয়ে ইতিমধ্যে ৪৯টি টি-২০ ম্যাচ খেলে ফেলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ৪৫ ইনিংসে ৩০.৬৮ গড়ে করেছেন ১০৪৩ রান। স্ট্রাইক রেট ১৩৫.৯৮। অর্ধশতরান করেছেন ৭ বার। আগামী বছরের টি-২০ বিশ্বকাপে ভারতীয় মিডল অর্ডারের মুখ হিসেবে শ্রেয়স রয়েছেন ভাবনায়।

আগামী ১০ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে যে টি-২০ সিরিজ শুরু হতে চলেছে, সেখানেও রাখা হয়েছে শ্রেয়স’কে। সিংহের ডেরায় গিয়ে প্রোটিয়াদের মোকাবিলা করার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রায়পুর এবং বেঙ্গালুরুতে নিজেকে একটু ঝালিয়ে নিতে চাইবেন শ্রেয়স (Shreyas Iyer)। টেস্ট ও একদিনের পাশাপাশি কুড়ি-বিশের খেলায় বছর ২৮-এর মুম্বইকর যে সমান সাবলীল, তার ঝলক এর আগে আন্তর্জাতিক মঞ্চ এবং আইপিএলের আঙিনায় দেখা গিয়েছে। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে তিনি সিরিজ জেতাতে পারেন কিনা সেইদিকেই তাকিয়ে ক্রিকেটজনতা।

Also Read: IND vs AUS: সিরিজ জিততে মোরিয়া টিম ইন্ডিয়া, এই ম্যাচ উইনার পেলো চতুর্থ ম্যাচে জায়গা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *