ganguly-picks-world-cup-semifinalists

World Cup 2023: বেজে গিয়েছে বিশ্বকাপের (ICC World Cup 2023) দামামা। ভারতের মাটিতে শুরু হয়ে গিয়েছে ক্রিকেটদুনিয়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা। ৫ তারিখ উদ্বোধনী ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে শোরগোল ফেলে দিয়েছে নিউজিল্যান্ড। জয় পেয়েছে পাকিস্তান। গতকাল দিল্লীর মাঠে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে ১০২ রানের ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকাও। প্রোটিয়াদের ব্যাটে ভেঙেছে একের পর এক রেকর্ড। এতসবকিছুর মাঝেও টিম ইন্ডিয়ার (Team India) মাঠে নামার অপেক্ষায় ছিলেন ক্রিকেটজনতা। আয়োজক দেশ হলেও প্রথা মেনে উদ্বোধনী ম্যাচে নয়, বরং টুর্নামেন্টের চতুর্থদিন মাঠে নামছে ভারত। আজ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

এবার ভারতীয় দলকে নিয়ে উন্মাদনাটা বেশ বেশী। ঘরের মাঠে খেলা। ১৪০ কোটি জনতা অপেক্ষা করে রয়েছেন খেতাব জয়ের। ২০১১ সালে শেষ যেবার ভারতের মাটিতে বিশ্বকাপ (ICC World Cup) আয়োজিত হয়েছিলো, সেবার জয় পেয়েছিলো ভারতই। এবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি চাইছে টিম ইন্ডিয়াও। ১০ বছর আইসিসি ট্রফি ঢোকে নি ক্যাবিনেটে। আগামী ১৯ নম্ভেবর ভারতীয় জার্সিতে আরও একটি তারা যোগ করার মরিয়া প্রয়াস নিয়ে মাঠে নামছেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। বিশ্বকাপ মঞ্চে নামার আগে গত কয়েকমাসে একদিনের ক্রিকেটে যে ফর্ম দেখিয়েছে ভারতীয় দল, তা আশা জাগাচ্ছে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মনে। তিনি বিশ্বকাপ জয়ের ব্যাপারে ভারতকেই ‘ফেভারিট’ বাছলেন। একই সাথে বেছে নিলেন সম্ভাব্য চার সেমিফাইনালিস্টকেও।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

ভারতীয় দলের প্রশংসায় পঞ্চমুখ মহারাজ-

Indian Cricket Team | ICC World Cup 2023 | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

সাংবাদিক বিক্রান্ত গুপ্তকে (Vikrant Gupta) দেওয়া সাক্ষাৎকারে চলতি বিশ্বকাপ নিয়ে বিশদে আলোচনা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতের মাটিতে বিশ্বকাপ। টিম ইন্ডিয়া যে বাকি নয় দেশের চেয়ে খাতায়কলমে খানিক এগিয়ে থেকেই শুরু করবে সেই বিষয়ে নিশ্চিত প্রাক্তন ভারত অধিনায়ক। দর্শকদের শব্দব্রহ্ম, প্রত্যাশার চাপ কি খানিক পিছনে ঠেলে দেবে দলকে? মানতে রাজী নন সৌরভ। বরং তিনি বলেন্, “চাপ তো থাকবেই। কেবল ভারত নয়, যে সব দলগুলি বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামে, সব দলের উপরেই চাই থাকবে। কখনও কখনও একটু আধটু চাপ থাকা ভালো, তাতে সুবিধাই হয়।” বিশ্বকাপে টিম ইন্ডিয়ার তুরুপের তাস কারা হবেন? সৌরভ বাজি লাগালেন বিরাট কোহলি এবং শুভমান গিলের উপরে। দিনকয়েক আগে রবি শাস্ত্রী সূর্যকুমার যাদবকে এক্স-ফ্যাক্টর বলেছিলেন। কিন্তু সৌরভের মতে এক্স-ফ্যাক্টর হতে পারেন শুভমান ও বিরাট’ই।

World Cup 2023 | World Cup Tickets & ScheduleIndia Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইতে বিশ্বকাপ (ICC World Cup 2023) অভিযান শুরু করছে ভারতীয় দল। খেলাটি আয়োজিত হচ্ছে ৮ অক্টোবর। এরপর ১১ তারিখ অর্থাৎ বুধবার দ্বিতীয় ম্যাচ রয়েছে ভারতের। প্রতিপক্ষ আফগানিস্তান। আর এরপর ১৪ অক্টোবর আহমেদাবাদে রয়েছে পাকিস্তানের বিপক্ষে মহারণ। কি স্ট্র্যাটেজিতে এগোতে পারে ‘মেন ইন ব্লু?’ বাংলার মহারাজ জানালেন পরিস্থিতি বুঝে দলগঠন করা উচিৎ কোচ রাহুল দ্রাবিড়ের। চেন্নাইয়ের শুকনো, স্পিন সহায়ক উইকেটে তিন স্পিনারের ফর্মূলাতে আস্থা রাখার কথা জানান তিনি। শার্দুল নয়, খেলুন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin), চাইছেন তিনি। একই সঙ্গে তিনি ফের জানান পাকিস্তান নয়, বরং অস্ট্রেলিয়াই এই বিশ্বকাপে (ICC World Cup 2023) কঠিনতর প্রতিপক্ষ হতে চলেছে ভারতের।

নিজের পছন্দের সেমিফাইনালিস্ট বাছলেন সৌরভ-

Sourav Ganguly | ICC World Cup 2023 | Image: Getty Images
Sourav Ganguly | Image: Getty Images

সাক্ষাৎকারের একদম শেষলগ্নে সাংবাদিক বিক্রন্ত গুপ্ত সৌরভের কাছে জানতে চান সম্ভাব্য বিজয়ীর নাম। বিন্দুমাত্র দ্বিধা না করে প্রাক্তন ভারত অধিনায়ক টিম ইন্ডিয়ার (Team India) নামই উচ্চারণ করেন। ২০১১-র বিশ্বজয়ী দলের তুলনায় এবারের দলের বোলিং শক্তি বেশী বলেই মনে করছেন তিনি। একই সাথে নিজের ভবিষ্যদ্বাণীর স্বপক্ষে টিম ইন্ডিয়ার সাম্প্রতিক পারফর্ম্যান্সের উল্লেখ করেন। এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়া সিরিজে দাপুটে জয়ের সুফল ভারত বিশ্বকাপে (ICC World Cup 2023) পাবে বলেই মনে করছেন সৌরভ (Sourav Ganguly)। বাংলার মহারাজের ভবিষ্যদ্বাণী শুনে অবশ্য আশাহত হতে পারেন পাকিস্তান সমর্থকেরা। জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলেও পাকিস্তানের পক্ষে সেমিফাইনালে প্রবেশ করা সম্ভব হবে না বলেই মনে করছেন তিনি।

সম্ভাব্য সেমিফাইনালিস্ট হিসেবে সৌরভের বাজি অজি’রা। তবে তিনি বলেন, “বল ঘুরলে চাপের মুখে পড়তে পারে অস্ট্রেলিয়া।” সেমিফাইনালে অন্য দুই দল হিসেবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডকে বেছে নিয়েছেন তিনি। বলেন, “যতদূর আমি ওয়ার্ম আপ ম্যাচ দেখেছি, তাতে নিউজিল্যান্ড দলকে বেশ শক্তিশালী বলে মনে হয়েছে। আমার মতে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড-এই চার দলই বেশ শক্তিশালী।” পাকিস্তানের মনোনয়ন না পাওয়া প্রসঙ্গে সৌরভ বলেন, “আমার ওদের একটু কম শক্তিশালী মনে হয়েছে। তবে বাবর ছন্দে থাকলে, বা ওদের ফাস্ট বোলার-রা-হারিস, শাহীন যদি ছন্দ খুঁজে পায় তাহলে সুযোগ থাকছে। কিন্তু আমার হিসেবে ওরা পাঁচ নম্বরে আসবে তালিকায়।”

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *