দীর্ঘ টালবাহানার পর অবশেষে গত ৯ জুলাই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে বিসিসিআই। ভারতের নতুন কোচ হিসেবে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। রাহুল দ্রাবিড় যে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর আর থাকছেন না তা আগেই জানিয়ে দিয়েছিলেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। নতুন কোচের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিলো। প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকজন বিদেশী কোচের নাম ভাসছিলো ক্রিকেটমহলে। পরে অবশ্য দৌড়ে ফেভারিট হয়ে ওঠেন গম্ভীরই। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মেন্টর হিসেবে সাফল্যই এগিয়ে রেখেছিলো তাঁকে। ২৭ মে ছিলো আবেদনের শেষ দিন। যোগ্য প্রার্থী ঝাড়াই-বাছাই শেষে সরকারী ভাবে গম্ভীরের হাতে ব্যাটন তুলে দিতে লাগলো এক মাসেরও বেশী সময়।
Read More: অবসরের সিদ্ধান্তে ইউ-টার্ন রোহিতের, টিম ইন্ডিয়ার জার্সিতে ফের নামবেন মাঠে !!
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম পরীক্ষা গম্ভীরের-
প্রথমে মনে করা হয়েছিলো টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পরেই জিম্বাবুয়ে সফরে নতুন কোচকে দেখা যাবে হটসিটে। কিন্তু তেমনটা হয় নি শেষমেশ। শেভ্রনদের বিপক্ষে দায়িত্ব সামলেছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। নিযুক্ত হওয়ার পর গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রথম অ্যাসাইনমেন্ট হতে চলেছে আসন্ন শ্রীলঙ্কা সফর। তিনটি টি-২০ ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা টিম ইন্ডিয়ার (Team India)। ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। পরের দুটি ম্যাচ আগামী ২৮ ও ৩০ জুলাই। এরপর ২ অগস্ট রয়েছে প্রথম ওডিআই। দ্বিতীয় ম্যাচটি রয়েছে ৪ অগস্ট। ও সিরিজের শেষ ম্যাচটি আয়োজিত হওয়ার কথা ৭ অগস্ট। ২০২৭-এর ডিসেম্বর অবধি ভারতীয় দলের সাথে চুক্তি হয়েছে গম্ভীরের। কোন পথে দলকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি, তার আভাস মিলবে শ্রীলঙ্কা সফরেই।
শ্রীলঙ্কা সফরের সূচি-
UPDATE 🚨
A look at the revised schedule for #TeamIndia‘s upcoming tour of Sri Lanka #SLvIND pic.twitter.com/HLoTTorOV7
— BCCI (@BCCI) July 13, 2024
ঋষভ পন্থের জন্য বন্ধ হচ্ছে দরজা-
গৌতম গম্ভীর (Gautam Gambhir) দায়িত্ব নেওয়ার পর শ্রীলঙ্কা সফরের দল নির্বাচন নিয়ে বেড়েছে কৌতূহল। এখনও পর্যন্ত যা খবর তাতে কোহলি, রোহিত, জসপ্রীত বুমরাহদের মত সিনিয়র ক্রিকেটারদের বাদ রাখা হতে পারে সাদা বলের সিরিজ থেকে। সামনে একের পর এক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে। তা মাথায় রেখেই নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত। এছাড়াও সংবাদমাধ্যম স্পোর্টস তক সূত্রে জানা গিয়েছে যে আসন্ন সিরিজে না দেখা যেতে পারে ঋষভ পন্থকেও (Rishabh Pant)। বিশ্রাম নয়, বরং সাদা বলের দুই ফর্ম্যাটেই তাঁর ছন্দের অভাবের কারণে বাদ দেওয়া হতে পারে তাঁকে। এখনও অবধি ৩০টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। রান করেছেন কেবল ৮৬৫। টি-২০তে ৭৪ ম্যাচে করেছেন ১১৫৮। গড় যথাক্রমে ৩৪.৬০ ও ২২.৭০। টিমে টিকে থাকার জন্য তা যথেষ্ট নয় বলেই মনে করছেন গম্ভীর।
তিন বিকল্প প্রস্তুত রেখেছেন নয়া কোচ-
সাদা বলের ক্রিকেটে দলে জায়গা করে নেওয়ার জন্য ঋষভ পন্থকে নির্দেশ দেওয়া হতে পারে সৈয়দ মুস্তাক আলি ট্রফি বা বিজয় হাজারে ট্রফিতে অংশ নেওয়ার জন্য। তাঁর অবর্তমানে উইকেটরক্ষক-ব্যাটার নিয়ে অবশ্য সমস্যায় পড়তে হবে না ভারতকে। নয়া কোচ গম্ভীরের নোটবুকে ইতিমধ্যেই বিকল্প হিসেবে তৈরি রয়েছে তিনটি নাম। তালিকায় রয়েছেন কে এল রাহুল (KL Rahul)। একদিনের ক্রিকেটে এমনিতেই নিয়মিত তিনি। দারুণ ফর্মেও রয়েছেন। ৫০ ওভারের খেলায় ব্যাটিং গড় ৫০-এর উপরে। তবে দীর্ঘদিন টি-২০ খেলেন নি তিনি। আরও একটা সুযোগ দিতে পারেন কোচ গম্ভীর। দ্বিতীয় নাম সঞ্জু স্যামসনের (Sanju Samson)। কেরলের ক্রিকেটার দীর্ঘ সময় জাতীয় দলের বৃত্তে থাকলেও নিয়মিত সুযোগ পান নি কখনও। পরিসংখ্যান যথেষ্ট ভালো তাঁর’ও। গম্ভীরের আমলে বদলাতে পারে ভাগ্য। অন্যদিকে তৃতীয় বিকল্প হয়ে উঠতে পারেন তরুণ ধ্রুব জুড়েল (Dhruv Jurel)।