fans-want-yashasvi-sarfaraz-pant-trio

রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ইংল্যান্ডকে দুরমুশ করে টেস্ট জিতলো ভারত। ব্যাট হাতে ইংল্যান্ড-বধে বড় ভূমিকা নিলেন তরুণ যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে দারুণ পারফর্ম্যান্স সরফরাজ খানেরও (Sarfaraz Khan)। দুই মুম্বইয় ব্যাটারের ঝোড়ো ব্যাটিং-এ দিশাহারা হতে দেখা গেলো জেমস অ্যান্ডারসন, জো রুট, মার্ক উডদের। ম্যাচের তৃতীয় ইনিংসে টেস্টের আসরে টি-২০ খেলতে দেখা গেলো যশস্বীকে। প্রথম ৫০ রান করেন ৮০ বলে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। মাঝে চোট পেয়ে মাঠ ছাড়লেন, পরে ফিরে এসে সম্পূর্ণ করেন দ্বিশতক। অপরাজিত থাকেন ২১৪ রান করে। এই নিয়ে চলতি সিরিজে দ্বিতীয়বার দ্বিশতক করলেন তিনি। কেরিয়ারের বয়স মাত্র ৭টেস্ট। এর মধ্যে তিনবার তিন অঙ্কের মাইলস্টোন পেরোলেন যশস্বী (Yashasvi Jaiswal)। ব্যাটিং গড় ৭২-এর কাছাকাছি।

Read More: IND vs ENG: চতুর্থ টেস্টের আগে ভারতের জন্য দুর্দান্ত খবর, টিম ইন্ডিয়ায় ফিরছেন এই তুখোড় ব্যাটসম্যান !!

অন্যদিকে দীর্ঘ অপেক্ষার পর রাজকোটেই টেস্ট অভিষেক হয়েছিলো সরফরাজ খানের (Sarfaraz Khan)। সুযোগের সদ্ব্যবহার করতে দেখা গেলো তাঁকে। প্রথম ইনিংসে মাত্র ৬৮ বলে ৬২ রান করেছিলেন সরফরাজ। এগোচ্ছিলেন নিশ্চিত শতরানের দিকে। কিন্তু রবীন্দ্র জাদেজার সাথে ভুলবোঝাবুঝিতে রান-আউট হতে হয় তাঁকে। দ্বিতীয় ইনিংসেও মেলে ধরলেন নিজেকে। যশস্বীর সাথে গড়লেন দারুণ পার্টনারশিপ। শেষ অবধি অপরাজিত থাকেন ৬৮ রান করে। তাঁর জোড়া অর্ধশতক’ও মন ভরিয়েছে ক্রিকেটজনতার। যে আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করেছেন দুই ইনিংসে, তার প্রশংসায় পঞ্চমুখ সকলে। টিম ইন্ডিয়ার দুই নবাগত তরুণ ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে বহু সাফল্য এনে দেবেন দেশকে, মনে করছেন নেটিজেনরা। গতকাল টেস্ট শেষ হওয়ার পর থেকে অনেকেই এক্স-প্ল্যাটফর্মের দেওয়াল ভরিয়েছেন আগামীর প্রত্যাশায়।

যশস্বী-সরফরাজদের ধুন্ধুমার ব্যাটিং-এর দিনে অনেকে আবার অনুভব করছেন ঋষভ পন্থের (Rishabh Pant) অনুপস্থিতি। লাল বলের ফর্ম্যাটে প্রথাগত মন্থর ক্রিকেট না খেলেও যে ম্যাচ জেতা যায় ভারতীয় দলে সেই ভাবনার আমদানি হয়েছিলো পন্থের ব্যাটেই। অস্ট্রেলিয়ার গাব্বা হোক কি ইংল্যান্ডের ওভাল, প্রতিপক্ষের চোখে চোখ রেখে চার-ছক্কার বৃষ্টি বরাবরই দেখা গিয়েছে ঋষভের (Rishabh Pant) ব্যাটে। আপাতত চোটের কারণে মাঠের বাইরে তিনি। গতকালের পর তাঁর প্রত্যাবর্তনের জন্য তর সইছে না অনেকেরই। ‘যশস্বী-সরফরাজ-ঋষভ এই ত্রয়ী একসাথে যে কোনো বোলিং-এর বারোটা বাজাতে পারে’ লিখেছেন এক উৎসাহী ভক্ত। ‘ওদের তিনজনকে দেখলে প্রতিপক্ষ স্পিনাররা বল হাতে নিতেই ভয় পাবে।’ জেমস অ্যান্ডারসনকে টানা তিন ছক্কা হাঁকান যশস্বী (Yashasvi Jaiswal)। সেই প্রসঙ্গে একজন লিখেছেন, ‘ঋষভের রিভার্স স্কুপের পর এমন হেনস্থার মুখে আগে পড়তে হয় নি অ্যান্ডারসনকে।’

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IND vs ENG: রাজকোটে জিতে স্বস্তিতে টিম ইন্ডিয়া, রাঁচী টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে এই তারকাকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *