IND vs IRE

World Cup 2023: অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত বেশ কয়েকটি দেশ দিনকয়েক আগেই বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রাথমিক স্কোয়াড প্রকাশ করে দিয়েছিলো। আইসিসি’র তরফে জানানো হয়েছিলো টুর্নামেন্ট শুরুর ঠিক এক মাস আগে অর্থাৎ ৫ সেপ্টেম্বর জমা দিতে হবে ১৫ জনের নাম। সেইমত আজ বাকি দেশগুলি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করছে একে একে। দুপুর দেড়টার সময় শ্রীলঙ্কা থেকে এক সাংবাদিক সম্মেলনে ভারতের বিশ্বকাপের সম্ভাব্য ১৫ জনের নাম ঘোষণা করেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar)। প্রত্যাশামতই রোহিত শর্মার নেতৃত্বে মাঠে নামবে দল। সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেলরা জায়গা পেলেও ঠাঁই হয় নি সঞ্জু স্যামসনের (Sanju Samson)। যা বিতর্কের সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়ায়।

ভারতের মতই আজ বিশ্বকাপের (ICC World Cup 2023) দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকাও। এখনও অবধি একবারও বিশ্বকাপ ট্রফি স্পর্শ করতে পারে নি প্রোটিয়ারা। শন পোলক, জ্যাক ক্যালিস, গ্রেম স্মিথ, ডেল স্টেইন, এবি ডিভিলিয়ার্সদের মত তারকারা থাকলেও খেতাব অধরা থেকে গিয়েছে তাদের সামনে। এবার ভারতের মাঠে অধরা মাধুরী সন্ধানে মরণপণ লড়াইতে দেখা যাবে তাদের। তেম্বা বাভুমার (Temba Bavuma) নেতৃত্বে যে দল বিশ্বকাপে অংশ নেবে তাতে তারুণ্যের সাথে থাকছে অভিজ্ঞতার মিশেল। জল্পনা ছিলো যে বিশ্বকাপ (ICC World Cup 2023) দলে ফিরতে পারেন ফাফ দু প্লেসি (Faf Du Plessis)। কিন্তু তা দেখা যায় নি। তবে দক্ষিণ আফ্রিকা দল প্রকাশের সাথে সাথে চাঞ্চল্যকর খবরও এসেছে প্রোটিয়া শিবির থেকে। বিশ্বকাপের পরেই নাকি বিদায় নিচ্ছেন ক্যুইন্টন ডি কক (Quinton De Kock)।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

বিশ্বকাপই শেষ, অবসরের পথে হাঁটবেন ডি কক-

Quinton De Kock | World Cup 2023 | Image: Getty Images
Quinton De Kock | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার বহু যুদ্ধের ঘোড়া ক্যুইন্টন ডি কক (Quinton De Kock)। বাঁ-হাতি উইকেটরক্ষক-ব্যাটার বহু ম্যাচ একার কাঁধে জিতিয়েছেন প্রোটিয়াদের। দেশের হয়ে ৫৪ টেস্টে করেছেন ৩৩০০ রান। একদিনের ক্রিকেটে ১৪০ ম্যাচে করেছেন ৫৯৬৬ রান। ব্যাটিং গড় ৪৪.৮৫। রয়েছে ১৭টি শতরান এবং ২৯টি অর্ধশতরান। কুড়ি-বিশের ক্রিকেটে প্রোটিয়া জার্সিতে তাঁর সংগ্রহ ৮০ ম্যাচে ২২৭৭ রান। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে এর আগেই টেস্ট থেকে অবসর নিয়েছেন তিনি। আর ২০২৩-এর একদিনের বিশ্বকাপের পর পঞ্চাশ ওভারের ফর্ম্যাটকেও বিদায় জানাতে চলেছেন তিনি। এর আগে সেরা ফর্মে থাকতে থাকতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন এবি ডিভিলিয়ার্স, ফাফ দু প্লেসির মত কিংবদন্তি। মাত্র ৩০ বছর বয়সে একদিনের ফর্ম্যাটকে বিদায় জানিয়ে সেই একই পথে হাঁটতে চলেছেন ডি কক’ও।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

দক্ষিণ আফ্রিকার হয়ে টি-২০ ক্রিকেট খেলা চালিয়ে গেলেও ভারতের মাঠে বিশ্বকাপই (ICC World Cup 2023) দক্ষিণ আফ্রিকার হয়ে ডি ককের (Quinton De Kock) শেষ একদিনের টুর্নামেন্ট। সংবাদমাধ্যম সূত্রে খবর এমনটাই। পরিসংখ্যান বলছে ভারতের মাঠে ৮ ম্যাচে ৪৭.১২ ব্যাটিং গড়-সহ ডি ককের সংগ্রহে রয়েছে ৩৭৭ রান। রয়েছে দুইটি শতরানও। এছাড়া লম্বা সময় আইপিএল খেলার কারণে পরিবেশ সম্পর্কেও ভালোই ধারণা রয়েছে তাঁর। অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বকাপে ডি কক প্রোটিয়া ক্রিকেটের ইতিহাসে এক নয়া অধ্যায় যুক্ত করুন, তা চাইবে তাঁর দল। দেশকে বিশ্বকাপ (ICC World Cup) দিয়েই পথচলা শেষ করতে চাইবেন ডি কক। তাঁর অবর্তমানে দক্ষিণ আফ্রিকার একদিনের দলে যে অপূরণীয় শূন্যতা তৈরি হবে তা নিশ্চিত করেই বলা যায়।

World Cup-এ দক্ষিণ আফ্রিকা দল-

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *