বিশ্বকাপের আগেই দলে বড় রদবদল, সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন অধিনায়ক !! 1
Rohit Sharma captain of India and Dasun Shanaka captain of Sri Lanka at toss during the Asia Cup 2023 Super 4s match between India and Sri Lanka held at the R. Premadasa International Cricket Stadium (RPS), Colombo, Sri Lanka on the 12th September, 2023. Photo by: Deepak Malik / CREIMAS / Asian Cricket Council RESTRICTED TO EDITORIAL USE

এগিয়ে আসছে বিশ্বকাপ (ICC World Cup 2023)। ক্রিকেটবিশ্বের সবচেয়ে বড় প্রতিযোগিতায় পদার্পণ করার আগে এশিয়া কাপ’কে (Asia Cup) প্রস্তুতির চূড়ান্ত মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলো ভারতীয় উপমহাদেশের দলগুলি। জমজমাট প্রতিযোগিতায় ফাইনালে পৌঁছায় শ্রীলঙ্কা এবং ভারত (IND vs SL)। দুই দলই প্রতিযোগিতায় যথেষ্ট উঁচু মানের ক্রিকেট খেলেছিলো। ভারত বিরাট ব্যবধানে হারিয়েছিলো পাকিস্তানকে, হারিয়েছিলো শ্রীলঙ্কাকেও। দ্বিতীয় সারির দল নামিয়ে অবশ্য হেরেছিলো বাংলাদেশের বিরুদ্ধে। অন্যদিকে শ্রীলঙ্কা ভারতের বিপক্ষে সুপার ফোর পর্বের খেলায় হারলেও,যথেষ্ট লড়াই করেছিলো। এমনকি পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয়’ও ছিনিয়েছিলো তারা। হাড্ডাহাড্ডি ফাইনালের প্রত্যাশায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু রবিবারের দুপুরে সেই প্রত্যাশা আর পূরণ হয় নি।

টসে জেতে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাটিং বেছে নেয় তারা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বল হাতে ঝড় তোলেন ভারতীয় পেসাররা। প্রথমে উইকেট নেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এরপর মহম্মদ সিরাজের একটি অবিশ্বাস্য ওভার শেষ করে দেয় শ্রীলঙ্কার কাপস্বপ্ন। এক ওভারে  ৪ উইকেট নেন সিরাজ (Mohammed Siraj)। ম্যাচে তাঁর সংগ্রহ মোট ৬ উইকেট। দ্রুত বাকি ৩ উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৫০ রানে। এরপর ব্যাট করতে নেমে ভারত মাত্র ৬.১ ওভারে জয় ছিনিয়ে নেয়। এশিয়া কাপের ইতিহাসে ফাইনালে সর্বনিম্ন রান স্কোরবোর্ডে তোলার লজ্জার নজির গড়লো শ্রীলঙ্কা। টানা কয়েকটি ভালো পারফর্ম্যান্সের পর এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার হতশ্রী প্রদর্শন ক্ষোভের জন্ম দিয়েছে। নিশানায় বাকি ক্রিকেটারদের সঙ্গে রয়েছেন অধিনায়ক দাসুন শানাকাও (Dasun Shanaka)। চাপের মুখে পড়ে বিশ্বকাপের (ICC World Cup 2023)আগে নেতৃত্ব্ ছাড়তে পারেন তিনি।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

নেতৃত্ব ত্যাগ করতে পারেন শানাকা-

Dasun Shanaka | World Cup | Image: Getty Images
Dasun Shanaka | Image: Getty Images

সাম্প্রতিক অতীতে শ্রীলঙ্কার সফলতম অধিনায়ক অবশ্যই দাসুন শানাকা (Dasun Shanaka)। গত বছর দলকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে টি-২০ ম্যাচে একার কাঁধে শ্রীলঙ্কাকে জিতিয়েছিলেন চলতি বছরের গোড়ার দিকে। এছাড়া দিনকয়েক আগেই শ্রীলঙ্কা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের চ্যাম্পিয়ন হয়েছে শানাকার অধিনায়কত্বেই। ২০২৩-এর এশিয়া কাপে (Asia Cup 2023) ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, দিলশান মাদুশাঙ্কা-র মত প্রথম একাদশের একঝাঁক তারকাকে প্রায় নি তারা, কিন্তু অধিনায়ক শানাকা (Dasun Shnaka) তরুণ দুনিথ ওয়েলালাগে (Dunith Wellalage), মাথিশা পথিরানাদের দুরন্ত ভাবে ব্যবহার করে দলকে তুলেছিলেন ফাইনালে।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

শেষ ১৬টি একদিনের ম্যাচের মধ্যে ১৪টিতে জিতেছে শ্রীলঙ্কা, ১৪টি অল-আউট করেছে প্রতিপক্ষকে। এহেন রেকর্ডের দিকে তাকালে যে কেউ বলবেন যে অধিনায়ক হিসেবে শানাকা (Dasun Shanaka) সফল, কিন্তু এশিয়া কাপের ফাইনালের হারই উল্টেপাল্টে দিচ্ছে সবকিছু। মাত্র ১৫.২ ওভারে ৫০ রানে অল-আউট হয়ে যাওয়া মানতে পারছেন না শানাকা নিজে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী আগামী মাসে শুরু হতে চলা একদিনের বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরু হওয়ার আগেই নিজের পদ তিনি ছাড়তে চান। কেবলমাত্র একজন সাধারণ ক্রিকেটার হিসেবেই খেলতে চান বিশ্বকাপ। শানাকা দায়িত্ব ছাড়লে শ্রীলঙ্কার পরবর্তী অধিনায়ক হতে পারেন উইকেটরক্ষক-ব্যাটার কুশল মেন্ডিস (Kusal Mendia)।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *