Csk, ipl 2024
Chennai Super Kings | Image: Getty Images

IPL 2024: সমাপ্ত হয়েছে আইপিএল ২০২৪’এর নিলাম। নিলামের মঞ্চে কাঁপিয়ে রেখেছিল অস্ট্রেলিয়ান প্লেয়াররা। দুবাইয়ের অনুষ্ঠিত হওয়া মিনি-নিলামে মোট ৭২ জন খেলোয়াড় বিক্রি হয়েছিল। মোট ২৩০.৪৫ কোটি টাকা খরচ হয়েছে এই নিলামে। এই নিলামে লাভ করেছে চেন্নাই সুপার কিংস। প্রসঙ্গত এবারের আইপিএলের স্বপ্নের দল পেয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। গতবার আইপিএলের বিজেতা চেন্নাই তাদের আসন্ন বছর আইপিএলের জন্য বেশ শক্তিশালী একটি দল তৈরি করে ফেলল।

আরও পড়ুন | IPL 2024: সুস্থ হয়ে উঠেছেন পান্ডিয়া, আসন্ন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিতে প্রস্তুত হার্দিক !!

নিলামে ভালো প্লেয়ারদের চয়ন করেছে CSK

Csk auction table, ipl 2024
CSK Auction Table | Image: Twitter

মিনি নিলামের আগে ১৪ কোটি টাকায় কেনা বেন স্টোকস (Ben Stokes) কে ছেড়ে দিতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে, এমনকি গত বছর অবসর নিয়ে নিয়েছেন অম্বতি রাইডু (Ambati Rayudu)। তাই এই দুই প্লেয়ার কে পরিবর্তন করার বিশেষ প্রয়োজন ছিল চেন্নাই শিবিরের। দলের অন্যতম প্রয়োজন ছিল ব্যাকআপ পেসারের, আসন্ন আইপিএলের জন্য চেন্নাই দল নিউজিল্যান্ডের দুই ইনফর্ম প্লেয়ার কে শামিল করেছেন। ড‍্যারেল মিচেল (Daryl Mitchell) ও রোচিন রবীন্দ্রকে (Rachin Ravindra) সামিল করেছে CSK। প্রাক্তন পেসার শার্দূল ঠাকুরকেও (Shardul Thakur) দলে সামিল করেছে CSK। ইতিমধ্যেই আগামী আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই দল।

ধোনিকে দেখা যাবে প্রস্তুতি নিতে

Ms dhoni, ipl 2024
MS Dhoni | Image: Getty Images

আসন্ন সিজিনের জন্য প্রস্তুত চেন্নাই বাহিনী। গত আইপিএলে চেন্নাই দলের অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni) পঞ্চম ট্রফি জয়ের পর আরও একটি সিজিন (IPL 2024) দলের হয়ে খেলবেন বলে ঘোষণা করেন। মন্তব্য করে ধোনি বলেছিলেন, “আমাকে এভাবে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ, আমাকে বিদায় জানাতে বহু লোক উপস্থিত হয়েছেন, আমার পক্ষে বিদায় জানানো খুবই সহজ কিন্তু আমি চাই ভক্তদের আরও একটি সিজিন উপহার হিসাবে দিতে। তবে সবকিছু নির্ভর করবে আমার হাঁটুর অবস্থার উপর।” এবার ধোনির ফিটনেস সম্পর্কে বলতে গিয়ে CSK’র CEO কাশি বিশ্বনাথন বলেন ধোনি এখন সুস্থ।

হাঁটুর সমস্যায় ভুগতে থাকা ধোনি জুন মাসে মুম্বইয়ের এক হাসপাতালে সফলভাবে বাম হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে ছিলেন। তার শারীরিক অবস্থান নিয়ে মন্তব্য করে তিনি আরও বলেন, “ধোনি এখন ভালোই ফিট। জিমে যেতেও শুরু করে দিয়েছেন। সম্ভবত আগামী ১০ দিনের মধ্যে নেটেও নামবেন তিনি।” বিশ্বনাথন আরও জানান যে সিএসকের প্রস্তুতি আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকেই চেন্নাইতে শুরু হয়ে যাবে। মন্তব্য করে তিনি বলেন, “আমরা মার্চের প্রথম সপ্তাহে ক্যাম্প করার কথা ভাবছি, ২২ মার্চ থেকে হয়তো আইপিএলের সূচনা হবে। প্রথম সপ্তাহে চেন্নাইতে ক্যাম্প করার ভাবনা রয়েছে।”

আরও পড়ুন | IPL 2024: আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলে হার্দিক পান্ডিয়ার পরিবর্তে এই ৩ প্লেয়ার দেবেন MI দলকে নেতৃত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *