bhuvneshwar-kumar-shines-in-up-t20

ভুবনেশ্বর কুমারকে (Bhuvneshwar Kumar) বাতিলের খাতায় ফেলেছে টিম ইন্ডিয়া। এর আগে এশিয়া কাপের দলে জায়গা দেওয়া হয় নি। সুযোগ দেওয়া হয় নি বিশ্বকাপের দলেও। গতকাল শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামের মিডিয়া রুম থেকে বিশ্বকাপের জন্য যে ১৫ সদস্যের দল ঘোষণা করেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar), তাতে পেস বিভাগে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজকে জায়গা দেওয়া হয়েছে। থাকছেন শার্দুল ঠাকুরও (Shardul Thakur)। কিন্তু দরজা বন্ধই থেকেছে ভুবির কাছে। ২০২২-এর গোড়া থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে পিছনে সারিতে ঠেলে দেওয়া হতে থাকে তাঁকে। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থতার দায় চাপানো হয়েছিলো ভুবনেশ্বরের (Bhuvneshwar Kumar) উপর। এরপর টি-২০ বিশ্বকাপে ১০ উইকেট নিলেও ছেঁটে ফেলা হয় তাঁকে। গত নভেম্বরের পর আর তাঁকে দেখা যায় নি নীল জার্সিতে।

দেশের হয়ে অন্যতম সফল বোলার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) । সাদা বলের ক্রিকেটে বহু সাফল্যের কারিগর তিনি। এমনকি টেস্টেও ইংল্যান্ডের আবহাওয়া ও পরিস্থিতিকে কাজে লাগিয়ে দুর্দান্ত বোলিং-এর রেকর্ড রয়েছে তাঁর। ২১ টেস্টে নিয়েছেন ৬৩ উইকেট। ১২১ একদিনের ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৪১। কুড়ি-বিশের খেলায় ভুবি (Bhuvneshwar Kumar)  ৮৭ ম্যাচে নিয়েছেন ৯০ উইকেট। একটা সময় টি-২০তে ভারতের সফলতম বোলার ছিলেন তিনিই। কিন্তু বর্তমানে ‘মেন ইন ব্লু’র হয়ে ভুবনেশ্বরের স্যুইং-এর জাদু কেবল বেঁচে রয়েছে ভক্তদের স্মৃতির পাতায়। সমর্থকেরা দলে তাঁকে চাইলেও বোর্ড যে তাতে কর্ণপাত করবে না তা পরিষ্কার। এখন ভুবনেশ্বরের বয়স ৩৩। বিশ্বকাপের দল থেকে বাদ পড়ার দিনেই তিনি নির্বাচক-অধিনায়কদের বুঝিয়ে দিলেন ফুরিয়ে যান নি তিনি। ব্যাটে-বলে ঝড় তুললেন ইউপি টি-২০ লীগে।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

ভিন্টেজ ভুবনেশ্বরের প্রত্যাবর্তন ইউপি টি-২০ লীগে-

Bhuvneshwar Kumar in UP T20 League | Image: Twitter
Bhuvneshwar Kumar in UP T20 League | Image: Twitter

রিঙ্কু সিং-এর (Rinku Singh) মীরাট ম্যাভেরিকসের (Meerut Mavericks) বিরুদ্ধে গতকাল ম্যাচ ছিলো ভুবনেশ্বর কুমার, নীতিশ রানাদের নয়ডা সুপার কিংসের (Noida Super Kings)। ম্যাভেরিকস বনাম সুপার কিংস-এর লড়াইতে ম্যাভেরিকসরা জয় পেলেও অনবদ্য ক্রিকেট খেলে মন জিতে নিলেন ভুবনেশ্বর। টসে জিতে মীরাট প্রথমে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলো। ব্যাট হাতে শুরুটা বেশ ভালোই করেছিলো নয়ডা। তাদের হয়ে দুই ওপেনার আলমাস শওকত ৩৯ বলে ৪৭ এবং সমর্থ সিং ২৯ বলে ৩৬ রান করেন। অধিনায়ক নীতিশ রানা (Nitish Rana) অবশ্য ব্যর্থ হন। ২ বলে ০ রান করে আউট হন তিনি।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

ডেথ ওভারে ব্যাটিং-এর সুযোগ পেয়েছিলেন নয়ে নামা ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar) । সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করলেন তিনি। সৌরভ কুমারকে (Saurabh Kumar) সাথে নিয়ে তুললেন ঝড়। ২টি ছক্কা হাঁকিয়ে মাত্র ৪ বলে করেন ১৪ রান। ৩৫০ স্ট্রাইক্ রেটে ব্যাটিং করতে দেখা গেলো ভুবিকে। বিশ্বকাপে খেললে লোয়ার অর্ডারে তিনি যে ভরসা হতে পারতেন তা বুঝিয়ে দিলেন ব্যাট হাতে। ব্যাটিং-এর পর বোলিং-এ দলের হয়ে বলা চলে একাই লড়াই চালিয়ে গেলেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) । সুপার কিংসকে রীতিমত গুঁড়িয়ে দেন ১৮ বর্ষীয় স্বস্তিক চিকারা (Swastik Chikara)। ৫৬ বলে ১০৮ রান করেন তিনি। আরেক ওপেনার শোয়েব সিদ্দিকি (Shoaib Siddiqui) করেন ২৮ বলে ৩৯ রান। তিন নম্বরে নামা রিঙ্কু সিং-এর (Rinku Singh) ব্যাটেও দেখা গেলো ঝড়। ১২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন তিনি।

স্বস্তিক-রিঙ্কুর জুটি ১৬ ওভারেই নয়ডা সুপার কিংসের (Noida Super Kings) ছুঁড়ে দেওয়া ১৭৩ রানের লক্ষ্য পেড়িয়ে যায়। একপেশে ম্যাচে ধারালো বোলিং এর আগেও করেছেন ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar) । ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে সবাই যখন নাস্তানাবুদ হচ্ছেন তখন ভুবি’র ইকোনমি ছিলো মাত্র ৪.৪৪। মঙ্গলবার ফের একবার দেখা গেলো তেমনই ছবি। বাকিদের কারও ইকোনমি রেট ১০ বা ১২। সেখানে ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar)  নিজের ৪ ওভারের কোটা শেষ করলেন প্রতি ওভারে মাত্র ৩.৭৫ রান খরচ করে। যে একটি মাত্র উইকেট পড়েছে ম্যাভেরিকসের, সেটিও নিয়েছেন তিনিই। ৪ ওভারে ১৫ রানের বিনিময়ে ১ টি উইকেট তুলে ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar)  বুঝিয়ে দিলেন দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও দক্ষতায় মরচে ধরে নি তাঁর।

দেখে নিন ভুবনেশ্বরের ঝোড়ো ব্যাটিং-এর ভিডিও-

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *