bcci-taking-step-against-ishan-shreyas

ঈশান কিষণকে (Ishan Kishan) নিয়ে জটিলতা যেন মেটার নামই নিচ্ছে না। গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে বোর্ডের থেকে অব্যাহতি চেয়ে নিয়েছিলেন ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটার। এরপর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের আঙিনায় আর দেখা যায় নি তাঁকে। ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে খেলেন নি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডেও রাখা হয় নি ঈশানকে (Ishan Kishan)। কোচ দ্রাবিড় জানিয়েছেন ঈশান মাঠে নামতে তৈরি কিনা সে সম্পর্কে কোনো তথ্যই নাকি নেই তাঁদের কাছে। বোর্ডের অন্দরমহলের খবর যে মানসিক স্বাস্থ্যের অবনতির কারণে দেশে ফিরলেও ঈশান নাকি দুবাই উড়ে গিয়েছিলেন বর্ষবরণের পার্টিতে অংশ নিতে। এক বেসরকারী টিভি চ্যানেলের অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন তিনি। নিয়মভঙ্গের দায়ে অভিযুক্ত ক্রিকেটারকে আপাতত বাদের খাতাতেই রেখেছে বিসিসিআই।

জাতীয় দলে জায়গা করে নিতে হলে খেলতে হবে ঘরোয়া ক্রিকেট। সাম্প্রতিক অতীতে বোর্ডের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই নীতি। সচিব জয় শাহ (Jay Shah) প্রকাশ্যেই জানিয়েছেন রঞ্জি ট্রফির গুরুত্ব বাড়ানো হচ্ছে। একই কথা সাংবাদিক সম্মেলনে বলতে শোনা গিয়েছে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কেও (Rahul Dravid)। বোর্ডের হুঁশিয়ারির পরেও টনক নড়ে নি ঈশানের। ঝাড়খণ্ডের হয়ে একটিও রঞ্জি ম্যাচ খেলতে মাঠে নামেন নি তিনি। বরং আইপিএলকে প্রাধান্য দিয়ে বরোদায় হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়ার সাথে শুরু করেছেন প্রস্তুতি। ঈশানের (Ishan Kishan) কার্যকলাপে রীতিমত ক্ষুব্ধ বোর্ড। শোনা যাচ্ছে কড়া পদক্ষেপ নিতে চলেছেন বিসিসিআই সচিব জয় শাহ। রঞ্জি না খেলায় পদক্ষেপ নেওয়া হতে পারে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), দীপক চাহারদের বিরুদ্ধেও।

Read More: IND vs ENG: “ও তো একদিনেই…” যশস্বী জয়সওয়ালের ধুন্ধুমার ব্যাটিং-এর প্রশংসায় ইংল্যান্ড কিংবদন্তি অ্যালিস্টার কুক !!

কড়া চিঠি জয় শাহ’র, প্রশ্নের মুখে ঈশান-শ্রেয়স’রা-

Ishan kishan | Image: Getty Images
Ishan Kishan | Image: Getty Images

বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের প্রাধান্য দিতে হবে ঘরোয়া ক্রিকেটকে। আপাতত এই নীতিকে সামনে রেখেই এগোতে চাইছে ভারতীয় বোর্ড। আইপিএলের জনপ্রিয়তা যাতে ঘরোয়া ক্রিকেটের ভিত দুর্বল না করে দেয় তা নিশ্চিত করতে চাইছেন রজার বিনি (Roger Binny), জয় শাহ-রা (Jay Shah)। এই মর্মে একটি চিঠিও দিনকয়েক আগে ক্রিকেটারদের কাছে পাঠিয়েছেন সচিব জয় শাহ। ইএসপিএন ক্রিকইনফো সূত্রে সেই চিঠি এসেছে প্রকাশ্যে। সেখানে বোর্ড সচিব জানিয়েছেন, “এখন একটা প্রবণতা দেখা যাচ্ছে যেটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিছু খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটের চেয়ে আইপিএলকে প্রাধান্য দিচ্ছেন। এই পরিবর্তনটা অনাকাঙ্ক্ষিত। ঘরোয়া ক্রিকেটের ভিতের উপরেই বরাবর ভারতীয় ক্রিকেট দাঁড়িয়ে ছিলো। খেলা সম্পর্কে আমাদের যে দর্শন, তাতে কখনোই এর উপর থেকে গুরুত্ব কমানো হয় নি।”

চিঠিতে আরও রয়েছে, “আমাদের মাথায় রাখতে হবে যে ঘরোয়া ক্রিকেটই ভারতের ক্রিকেটের মেরুদন্ড এবং সেটাই ভারতীয় দল’কে পুষ্ট করে। আমাদের দর্শন পরিষ্কার- প্রত্যেক ক্রিকেটার যাঁরা ভারতের হয়ে খেলতে চান, তাঁদের ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রমাণ করতেই হবে। ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় পারফর্ম্যান্স যোগ্যতা নির্ণয়ের গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসেবে বিবেচিত হবে। এবং ঘরোয়া ক্রিকেটে পারফর্ম না করলে (কেরিয়ারে) গুরুতর প্রভাব পড়তে পারে।” শ্রেয়স আইয়ার মরসুমের শুরুতে রঞ্জি ম্যাচ খেললেও ভারত বনাম ইংল্যান্ড সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়ার পর ফেরেন নি মুম্বইয়ের হয়ে। দীপক চাহার রাজস্থানের হয়ে বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেললেও ,খেলেন নি একটিও রঞ্জি ম্যাচ। এবার বোর্ডের নির্দেশ সত্ত্বেও ঈশান কিষণ খেলেন নি রঞ্জি। তাঁদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় তা দেখতে এখন উৎসুক ক্রিকেটমহল।

রঞ্জি খেলেছেন পূজারা, মুকেশ কুমার’রা-

Cheteshwar Pujara | Ishan Kishan | Image: Getty Images
Cheteshwar Pujara | Image: Getty Images

ঈশান কিষণ (Ishan Kishan), শ্রেয়স আইয়ার-রা বোর্ডের নির্দেশ উপেক্ষা করে রঞ্জি না খেললেও ব্যতিক্রম চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকে ভারতের হয়ে খেলার সুযোগ পান নি তিনি। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা সফরে পূজারাকে ছাড়াই গিয়েছে ভারতীয় দল। এমনকি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধেও ডাক পান নি তিনি। কিন্তু হাল ছেড়ে না দিয়ে রঞ্জি ট্রফিকেই জাতীয় দলে প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে ব্যবহার করছেন অভিজ্ঞ ব্যাটার। সৌরাষ্ট্রের হয়ে চলতি রঞ্জি টফিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে করেছিলেন দ্বিশতরান। এরপর রাজস্থান ও মণিপুরের বিরুদ্ধেও আরও দুই শতরান করেছেন তিনি। করেছেন দুই অর্ধশতক’ও।

চলতি মরসুমে রঞ্জি ট্রফিতে ৭ ইনিংসে ৭৮.১ গড়ে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) করেছেন ৭৮১ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এই মুহূর্তে রয়েছেন তিন নম্বরে। সামনে কেবল অন্ধ্রপ্রদেশের রিকি ভুঁই ও কেরালার শচীন বেবি। পূজারার পাশাপাশি রঞ্জি খেলছেন অজিঙ্কা রাহানেও। মুম্বইয়ের হয়ে বেশ কিছু ম্যাচে মাঠে নেমেছেন তিনি। মাঝে চোট পেয়ে খেলতে পারেন নি বাংলার বিরুদ্ধে। এছাড়াও রঞ্জি ট্রফিতে অংশ নিতে দেখা গিয়েছে মুকেশ কুমারকে (Mukesh Kumar)। ভারত বনাম ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে ছিলেন তিনি। কিন্তু রাজকোটে তৃতীয় টেস্ট ম্যাচে একাদশে সুযোগ না মেলায় বোর্ডের অনুমতি নিয়ে কলকাতায় ফেরেন। ইডেন গার্ডেন্সে নেমে পড়েন বিহারের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেটও নেন। বড় জয় পায় বাংলা।

Also Read: IPL 2024: আসন্ন আইপিএলে LSG-কে সাফল্য এনে দেবে স্বামী-স্ত্রী জুটি, ট্রফি জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *