bcci-naman-awards-full-recipient-list

BCCI Awards: আগামী ২৫ জানুয়ারি থেকে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট। তার ঠিক দুই দিন আগে নিজামের শহরে আয়োজিত হলো দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা BCCI আয়োজিত বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ‘নমন’। কোভিড ও অন্যান্য নানান কারণে চার বছরের বিরতির পর আয়োজিত হচ্ছে অনুষ্ঠান। স্বাভাবিক কারণেই আজ প্রাপকের সংখ্যাও ছিলো বেশী। সবমিলিয়ে অনুষ্ঠানে যেন আজ যেন চাঁদের হাট। বিরাট কোহলি না থাকলেও, ছিলেন বর্তমান ভারতীয় দলের এক ঝাঁক তারকা ক্রিকেটার। রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজাদের দেখা গেলো উঠতি ক্রিকেটারদের হাতে পুরষ্কার তুলে দিতে। ছিলেন রাহুল দ্রাবিড়’ও। টিম ইন্ডিয়ার কোচ’ও পুরষ্কার দিলেন তরুণ তুর্কিদের।

ঘরোয়া ক্রিকেটের সেরাদের পাশাপাশি BCCI-এর তরফে পুরষ্কৃত করা হলো আন্তর্জাতিক ক্রিকেটে টিম ইন্ডিয়ার জার্সিতে সেরা পারফর্মাররাও। ২০২২-২৩ মরসুমে তিন ফর্ম্যাটেই অনবদ্য পারফর্ম করেছেন শুভমান গিল। পুরুষদের বর্ষসেরা’র পুরষ্কার পেলেন তিনি। পক্ষান্তরে সদ্যসমাপ্ত মরসুমের সেরা মহিলা ক্রিকেটারের পুরষ্কার পেলেন দীপ্তি শর্মা। অবসর নেওয়ার পরেও পুরষ্কার পেলেন দেশের মহিলা ক্রিকেট দলের দুই কিংবদন্তি ক্রিকেটার মিথালী রাজ ও ঝুলন গোস্বামী। ২০২০-২১ মরসুমে মহিলাদের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের মুকুট উঠলো মিথালীর মাথায়। ঝুলন জিতলেন ঐ একই মরসুমে সর্বোচ্চ উইকেটশিকারী’র পুরষ্কার। হায়দ্রাবাদে আজ মিললো ক্রিকেটের একাল ও সেকাল। কর্ণেল সি.কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্টে সম্মানিত করা হলো ফারুখ ইঞ্জিনিয়ার ও রবি শাস্ত্রীকে।

Read More: IND vs ENG: KL রাহুলের কেরিয়ার ধ্বংস করতে উঠেপড়ে লেগেছেন কোচ দ্রাবিড়, ইংল্যান্ড টেস্টেও চলবে পরীক্ষানিরীক্ষা !!

সম্পূর্ণ পুরষ্কার প্রাপকদের তালিকা-

Indian Men's Team | Image: Twitter
Indian Men’s Team at BCCI Awards function | Image: Twitter

জগমোহন ডালমিয়া ট্রফি-

সেরা মহিলা ক্রিকেটার (অনুর্দ্ধ-১৬)

২০১৯-২০ কাশভি গৌতম

২০২১-২২ সৌম্যা তিওয়ারি

২০২২-২৩ বৈষ্ণবী শর্মা

জগমোহন ডালমিয়া ট্রফি-

সেরা মহিলা ক্রিকেটার সিনিয়র (ওয়ান ডে)

২০১৯-২০- সাই পুরন্দরে

২০২০-২১ ইন্দ্রাণী রায়

২০২১-২২ কণিকা আহুজা

২০২২-২৩ নবম ইয়াপু

জগমোহন ডালমিয়া ট্রফি-

সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (অনুর্দ্ধ-১৬ বিজয় মার্চেন্ট ট্রফি)

২০১৯-২০ নির্দেশ বাইসোয়া

২০২২-২৩ আনমোলজিত সিং

সর্বোচ্চ রান সংগ্রাহক (অনুর্দ্ধ-১৬ বিজয় মার্চেন্ট ট্রফি)

২০১৯-২০ উদয় সাহারাণ

২০২২-২৩- বিহান মালহোত্রা

এম এ চিদাম্বরম ট্রফি-

সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (অনুর্দ্ধ-১৯ কুচবিহার ট্রফি)

২০১৯-২০ হর্ষ দুবে

২০২১-২২ এ আর নিশাদ

২০২২-২৩ মানব চোথানি

এম এ চিদাম্বরম ট্রফি-

সর্বোচ্চ রান সংগ্রাহক (অনুর্দ্ধ-১৯ কুচবিহার ট্রফি)

২০১৯-২০ প্রজ্ঞেশ কানপিলেওয়ার

২০২১-২২ মায়াঙ্ক শাণ্ডিল্য

২০২২-২৩ ধানিশ মালেওয়ার

এম এ চিদাম্বরম ট্রফি-

সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (অনুর্দ্ধ-২৩ কর্ণেল সি.কে নাইডু ট্রফি)

২০২০-২১ অঙ্কুশ ত্যাগী

২০২১-২২ হর্ষ দুবে

২০২২-২৩ বিশাল জয়সওয়াল

এম এ চিদাম্বরম ট্রফি-

সর্বোচ্চ রান সংগ্রাহক (অনুর্দ্ধ-২৩ কর্ণেল সি.কে নাইডু ট্রফি)

২০১৯-২০ পার্থ পালাওয়াট

২০২১-২২ ওয়াই.ভি. রাঠোর

২০২২-২৩ ক্ষিতীজ প্যাটেল

মাধররাও সিন্ধিয়া পুরষ্কার-

সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (রঞ্জি ট্রফি)

২০১৯-২০ জয়দেব উনাদকাট

২০২০-২১ শামস মুলানি

২০২২-২৩ জলজ সাক্সেনা

মাধররাও সিন্ধিয়া পুরষ্কার-

সর্বোচ্চ রান সংগ্রাহক (রঞ্জি ট্রফি)

২০১৯-২০ রাহুল দালাল

২০২১-২২ সরফরাজ খান

২০২২-২৩ মায়াঙ্ক আগরওয়াল

লালা অমরনাথ পুরষ্কার-

সেরা অলরাউন্ডার (ঘরোয়া সীমিত ওভারের টুর্নামেন্ট)

২০১৯-২০ বাবা অপরাজিত

২০২০-২১ ঋষি ধাওয়ান

২০২১-২২ ঋষি ধাওয়ান

২০২২-২৩ রিয়ান পরাগ

লালা অমরনাথ পুরষ্কার-

সেরা অলরাউন্ডার (রঞ্জি ট্রফি)

২০১৯-২০ এম বি মুড়া সিং

২০২১-২২- শামস মুলানি

২০২২-২৩ সারাংশ জৈন

সেরা ক্রিকেট নিয়ামক সংস্থা-

২০১৯-২০ মুম্বই

২০২১-২২ মধ্যপ্রদেশ

২০২২-২৩ সৌরাষ্ট্র

ঘরোয়া ক্রিকেটের সেরা আম্পায়ার-

২০১৯-২০ এ পদ্মনাভন

২০২০-২১ বৃন্দা রাঠি

২০২১-২২ জয়রমন মদনগোপাল

২০২২-২৩ রোহন পণ্ডিত

একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক (মহিলা)-

২০১৯-২০ পুনম যাদব

২০২০-২১ ঝুলন গোস্বামী

২০২১-২২ রাজেশ্বরী গায়কোয়াড়

২০২২-২৩ দেবিকা বৈদ্য

একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক (মহিলা)-

২০১৯-২০ পুনম রাউত

২০২০-২১ মিথালী রাজ

২০২১-২২ হরমনপ্রীত কৌর

২০২২-২৩ জেমিমা রড্রিগ্‌স

দিলীপ সারদেশাই পুরষ্কার (ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্টের সেরা পারফর্মার)-

সর্বোচ্চ উইকেট সংগ্রাহক- রবিচন্দ্রণ অশ্বিন (১৫ উইকেট)

সর্বোচ্চ রান সংগ্রাহক- যশস্বী জয়সওয়াল (২৬৬ রান)

সেরা আন্তর্জাতিক অভিষেক (মহিলা)-

২০১৯-২০ প্রিয়া পুনিয়া

২০২০-২১ শেফালী ভার্মা

২০২১-২২ এস মেঘনা

২০২২-২৩ আমানজ্যোত কৌর

সেরা আন্তর্জাতিক অভিষেক (পুরুষ)-

২০১৯-২০ মায়াঙ্ক আগরওয়াল

২০২০-২১ অক্ষর প্যাটেল

২০২১-২২ শ্রেয়স আইয়ার

২০২২-২৩ যশস্বী জয়সওয়াল

সেরা আন্তর্জাতিক ক্রিকেটার (মহিলা)-

২০১৯-২০ দীপ্তি শর্মা

২০২০-২১ স্মৃতি মন্ধানা

২০২১-২২ স্মৃতি মন্ধানা

২০২২-২৩ দীপ্তি শর্মা

পলি উমরিগড় পুরষ্কার-

সেরা আন্তর্জাতিক ক্রিকেটার (পুরুষ)

২০১৯-২০ মহম্মদ শামি

২০২০-২১ রবিচন্দ্রণ অশ্বিন

২০২১-২২ জসপ্রীত বুমরাহ

২০২২-২৩ শুভমান গিল

কর্ণেল সি.কে নাইডু লাইমটাইম অ্যাচিভমেন্ট পুরষ্কার-

ফারুখ ইঞ্জিনিয়ার

রবি শাস্ত্রী

Also Read: তিন ক্রিকেটার যাদের ওপর অন্ধের মতো বিশ্বাস করে ভুল করছে BCCI !!

 

 

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *