ind-vs-eng-kl-rahul-to-play-as-specialist-batter

IND vs ENG: বছরের গোড়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে জয় পেয়েছে ভারতীয় দল। ঘরের মাঠে আফগানিস্তানকেও টি-২০ সিরিজে হারিয়েছে ৩-০ ফলে। ছন্দে থাকা টিম ইন্ডিয়ার পরবর্তী প্রতিপক্ষ ইংল্যান্ড। দেশের মাঠেই বেন স্টোকসের (Ben Stokes) দলের বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচ খেলতে চলেছেন রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। শীর্ষে থাকা অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় প্রয়োজন দলের। ২৫ তারিখ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে চলেছে প্রথম টেস্ট। এখন চলছে শেষ মুহূর্তের অনুশীলন। সাফল্য নিশ্চিত করতে ছক সাজাচ্ছেন কোচ দ্রাবিড়’ও।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টিম কম্বিনেশন কি হবে তা নিয়ে রয়েছে ধন্ধ। মহম্মদ শামি ও বিরাট কোহলি’কে পাচ্ছে না দল। এমতাবস্থায় তাঁদের শূন্যস্থান ভারত কি করে ঢাকবে, তা নিয়ে চলছে চর্চা। ওপেনিং-এ রোহিত শর্মার সঙ্গী হতে পারেন যশস্বী জয়সওয়াল। সেক্ষেত্রে ফের একবার তিনে দেখা যাবে শুভমান গিলকেই। চেতেশ্বর পূজারা বাদ পড়ার পর তিন নম্বরেই খেলছেন শুভমান। ইংল্যান্ড সিরিজ বড় পরীক্ষা তাঁর কাছে। কোহলির বদলে চারে খেলতে পারেন শ্রেয়স আইয়ার। পাঁচে থাকবেন কে এল রাহুল (KL Rahul)। যেহেতু ভারতে খেলা, সেহেতু তিন স্পিনার সম্ভবত খেলাতে চলেছে দল। পেসার হিসেবে খেলতে পারেন সিরাজ ও বুমরাহ। ধোঁয়াশা ছিলো উইকেটরক্ষক পজিশন নিয়ে। রাহুলের হাতে দস্তানা তুলে দিয়ে একজন অতিরিক্ত ব্যাটারকে সুযোগ দেবে ভারত? নাকি থাকবেন বিশেষজ্ঞ উইকেটরক্ষক? সিরিজ শুরুর দিন দুই আগে মিললো উত্তর।

Read More: IND vs ENG: টেস্ট সিরিজে নেই বিরাট কোহলি, ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে ঘোর সমস্যায় ভারতীয় দল !!

উইকেটরক্ষক রাহুল? মিললো প্রশ্নের উত্তর-

KL Rahul | IND vs ENG | Image: Getty Images
KL Rahul | Image: Getty Images

পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে ভারতের প্রথম পছন্দের উইকেটরক্ষক এখন কে এল রাহুল’ই (KL Rahul)। তিনি দস্তানা হাতে মাঠে নামলে একজন অতিরিক্ত ব্যাটার বা অলরাউন্ডার খেলানোয় সুযোগ থাকে কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সামনে। তাই কর্ণাটকের ক্রিকেটারকেই দেখা যায় স্টাম্পের পিছনে। এশিয়া কাপ, ওডিআই বিশ্বকাপের মত বড় প্রতিযোগিতাতেও রাহুল’ই (KL Rahul) সামলেছেন কিপিং-এর দায়িত্ব। টেস্টে এতদিন কিপিং করতেন না তিনি। কখনও ঋদ্ধিমান সাহা, কখনও ঋষভ পন্থ আবার কখনও ঈশান কিষণকে (Ishan Kishan) দেখা গিয়েছে গ্লাভস হাতে। প্রথা ভাঙে দক্ষিণ আফ্রিকায়। প্রথমবারের জন্য লাল বলের বিরুদ্ধে কিপিং করতে দেখা যায় রাহুল’কে। সেঞ্চুরিয়ন ও কেপ টাউনের গতিশীল, বাউন্সসমৃদ্ধ পিচে ভালোই সামলান সিরাজ, বুমরাহদের বোলিং। ঝাঁপিয়ে পড়ে ক্যাচও নিতে দেখা যায়।

দক্ষিণ আফ্রিকায় টেস্টের আসরে রাহুলের (KL Rahul) কিপিং দেখে অনেকেই ভেবেছিলেন সীমিত ওভারর ক্রিকেটের মত লাল বলের খেলাতেও তিনিই এবার থেকে দায়িত্ব সামলাবেন স্টাম্পের পিছনে। কিন্তু ইংল্যান্ড সিরিজ (IND vs ENG) শুরুর আগে ভারতীয় সাজঘর সূত্রে জানা যাচ্ছে, তেমন ভাবনা আপাতত নেই টিম ম্যানেজমেন্টের। দক্ষিণ আফ্রিকার গতিশীল উইকেট আর ভারতের ঘূর্ণি বাইশ গজ যে এক নয়, তা বুঝছেন কোচ রাহুল দ্রাবিড়। অশ্বিন (Ravichandran Ashwin), জাদেজা, অক্ষরদের (Axar Patel) বিরুদ্ধে টেস্টে গ্লাভস হাতে বিশেষ অভিজ্ঞতা নেই রাহুলের। তাই এই কঠিন পরীক্ষার দিকে এখনি তাঁকে ঠেলে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই খেলবেন তিনি। উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে অন্য কাউকে।

দৌড়ে এগিয়ে রয়েছেন কে এস ভরত-

KS Bharat | ind vs eng | Image: Getty Images
KS Bharat | Image: Getty Images

রাহুল (KL Rahul) যদি উইকেটরক্ষক না হন, তাহলে কাকে দেখা যাবে দস্তানা হাতে স্টাম্পের পিছনে? থাকছে প্রশ্ন। হায়দ্রাবাদ ও বিশাখাপত্তনমে প্রথম দুটি টেস্টের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় দল, সেখানে উইকেটরক্ষক হিসেবে রয়েছেন কে এস ভরত (KS Bharat) এবং ধ্রুব জুড়েল  (Dhruv Jurel)। অন্ধ্রপ্রদেশের ভরত’ই প্রথম একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে বলে মনে করছে ক্রিকেটমহল। কোচ রাহুল দ্রাবিড়ের অন্যতম প্রিয় পাত্র ভরত। কোচ হয়ে আসার পর ঋদ্ধিমান সাহা’কে সরিয়ে তিনিই ভরতকে স্থায়ীভাবে টিম ইন্ডিয়ার সদস্য করেন। প্রথমে ঋষভ পন্থের বিকল্প হিসেবে ছিলেন তিনি। কিন্তু পন্থ চোট পাওয়ায় টেস্ট অভিষেক হয় তাঁর। ধ্রুব জুড়েলের থেকে অভিজ্ঞতায় অনেকখানি এগিয়ে ভরত, যা ইংল্যান্ডের বিরুদ্ধে সুবিধা করে দেবে তাঁকে।

ভরতের  (KS Bharat) ব্যাটিং নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ ছিলো। বর্ডার-গাওস্কর ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মিলিয়ে ৫ টি টেস্ট ম্যাচ খেলে ১৮.৪২ গড়ে মাত্র ১২৯ রান করেছেন তিনি। বেশ কিছু ক্যাচ’ও ফস্কেছিলেন। কিন্তু অন্ধ্র প্রদেশের ক্রিকেটারের সাম্প্রতিক ফর্ম ক্রিকেটবোদ্ধাদের আপাতত কোনো রকম প্রশ্ন তোলার সুযোগ দিচ্ছে না। রঞ্জি ট্রফিতে অন্ধ্রের হয়ে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৫৫ করেছেন। ইংল্যান্ড লায়ন্স দলের বিরুদ্ধে ট্যুর ম্যাচে করেছেন ৬৪ রান। প্রথম বেসরকারী টেস্টে ইংল্যান্ডের যুব দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৫ রান করে আউট হলেও দ্বিতীয় ইনিংসে করেছেন চোখ ধাঁধানো শতরান। অপরাজিত ছিলেন ১১৬ রানে। মানব সুতারের ভরতের জুটি নিশ্চিত হার বাঁচিয়েছে ভারত-এ দলের। প্রথম শ্রেণির ক্রিকেটে চমৎকার পরিসংখ্যান’ও এগিয়ে রাখছে ভরতকে (KS Bharat)।

Also Read: IND vs ENG: দুঃসময় কাটছেই না ভারতের, হায়দ্রাবাদ টেস্টের আগে চোটের কবলে তারকা ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *