aus-vs-wi-hayley-matthews-shine-in-record-run-chase

AUS vs WI: ওডিআই বিশ্বকাপে অংশ নিতে অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দল বর্তমানে রয়েছে ভারতে। আর তাদের মহিলাদের দল বর্তমানে দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজের নারী (AUS vs WI) দলের বিরুদ্ধে। সিরিজের দ্বিতীয় টি-২০ ছিলো আজ। সিডনির মাঠে প্রতিপক্ষের মহড়া নিতে নেমেছিলেন এলিস পেরী, অ্যালিসা হিলি’রা। মহিলা ক্রিকেটের সফলতম দল অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে আজ। দাপটের সাথে খেলে নির্ধারিত কুড়ি ওভারে তারা তুলে নেয় ২১২ রান।

অজিদের হয়ে অলরাউন্ডার এলিস পেরী (Ellyse Perry) করেন ৪৬ বলে ৭০ রান। কার্যকরী ইনিংস খেলেন বেথ মুনি, অ্যাশলি গার্ডনার’রাও। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১৯ বলে ঝোড়ো ৫২ রানের ইনিংস খেলেন ফিবি লিচফিল্ড (Phoebe Litchfireld)। প্রথম ইনিংস শেষে স্বস্তিতে ছিলো অজিরাই। কিন্তু ব্যাট হাতে উলটপুরাণ ঘটালেন ক্যারিবিয়ান অধিনায়ক হেইলি ম্যাথিউজ (Hayley Matthews)। তাঁর দুরন্ত শতরান, পর্বতসমান লক্ষ্যও এক বল বাকি থাকতে পেরিয়ে যেতে সাহায্য করে ওয়েস্ট ইন্ডিজকে।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

ব্যাটে-বলে অনবদ্য হেইলি ম্যাথিউজ-

Hayley Matthews | AUS vs WI | Image: Getty Images
Hayley Matthews | Image: Getty Images

অস্ট্রেলিয়ার ব্যাটিং বিক্রমে বাকি বোলাররা যখন দিশাহারা, তখন ৩৬ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন হেইলি ম্যাথিউজ (Hayley Matthews)। ফিরিয়েছিলেন তালিয়া ম্যাকগ্রা, বেথ মুনি এবং অ্যানাবেল সাদারল্যান্ডকে। ২১৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে হলে ব্যাট হাতেও কিছু ‘স্পেশ্যা;’ করতেই হত হেইলিকে (Hayley Matthews)। ওয়েস্ট ইন্ডিজকে আজ সেই ‘স্পেশ্যাল’-এর সন্ধানই দিলেন তিনি। গতকাল অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ (AUS vs WI) সিরিজের প্রথম ম্যাচে তিনি অপরাজিত থেকে গিয়েছিলেন ৯৯ রানে। আজ আর সেখানে থামেন নি। তিন অঙ্কের মাইলস্টোন ছাড়িয়েও এগিয়ে গিয়েছিলেন অনেকটাই। ওপেন করতে নেমে ৬৪ বলে ২০টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ১৩২ রান করেন তিনি। অজিদের হাতের মুঠোর বাইরে নিয়ে যান ম্যাচকে।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

হেইলির ওপেনিং পার্টনার সাবিকা গজনভি (Shabika Gajnabi) বেশীক্ষণ বাইশ গজে টিকতে পারেন নি। মাত্র ১ রান করেই সাজঘরে ফেরেন তিনি। তিনে নামা স্টেফানি টেলরকে (Stephanie Taylor) সাথে নিয়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যায় হেইলি। স্টেফানির ব্যাট থেকেও আজ এসেছে ৪১ বলে ৫৯ রানের একটি কার্যকরী ইনিংস। শেষমেশ সিনেল হেনরী এবং সিহমেন ক্যাম্পবেল এক ১৯.৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দেন। আজকের ম্যাচে জয়ের সাথে সাথে নয়া রেকর্ডও গড়ে ফেললো ওয়েস্ট ইন্ডিজ নারী দল। মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এর থেকে বড় রান তাড়া করে জয়ের নজির আর নেই। গত ম্যাচে হেইলি রান পেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছিলো ক্যারিবিয়ান’রা। আজকের জয় তাদের সাহায্য করলো সিরিজে সমতা ফেরাতে।

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ মাতিয়েছেন হেইলি-

Hayley Matthews | AUS vs WI | Image: Getty Images
Hayley Matthews | Image: Getty Images

ক্যারিবিয়ান অলরাউন্ডার হেইলি ম্যাথিউজের (Hayley Matthews) সাথে এর আগেই পরিচয় হয়েছে ভারতের ক্রিকেটপ্রেমীদের। উইমেন্স প্রিমিয়ার লীগের (WPL) প্রথম মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের (MIW) হয়ে ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম্যান্স করে টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল’ খেলোয়াড়ের পুরষ্কার জিতেছিলেন তিনি। ব্যাট হাতে ১০ ম্যাচে তিনি করেন ২৭১ রান। স্ট্রাইক রেট ছিলো ১২৭-এর আশেপাশে। ব্যাটিং গড় ৩০.১১। বল হাতেও জ্বলে উঠেছিলেন তিনি। হেইলির ডান হাতি অফব্রেক তাঁকে এনে দিয়েছিলো ১৬টি সাফল্য। টুর্নামেন্টের ফাইনালেও দিল্লী ক্যাপিটালসের (DCW) বিপক্ষে তিন উইকেট নিয়েছিলেন তিনি। হরমনপ্রীত কৌরের দলকে ট্রফি জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন। মহিলাদের ক্রিকেটে হেইলি’র দাপট যে এখনও চলবে তা আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে অনবদ্য শতরান করে বুঝিয়ে দিলেন তিনি।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *