Asian Games 2022: শতকের আলোয় উজ্জ্বল যশস্বী, নেপালকে ২০৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিলো ভারত !! 1

Asian Games 2022: ভারতীয় পুরুষ ক্রিকেট দলের যাত্রাপথে এই নয়া অধ্যায় যুক্ত হলো আজ। ইতিহাসে প্রথমবার এশিয়ান গেমসে ভারতের জার্সি গায়ে মাঠে নামলো ‘মেন ইন ব্লু।’ এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে ২০১০ সালে। কিন্তু এতদিন দল পাঠানো থেকে বিরতই থেকেছে বিসিসিআই। ছবিটা বদলেছে এইবার। ২০২২-এর কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেট দলের রূপো জয়, ভাবনা বদলাতে বাধ্য করেছে ভারতীয় বোর্ডকে। এবারের হাংঝৌ এশিয়ান গেমসে মহিলা এবং পুরুষ উভয় ক্রিকেটের দুই বিভাগেই অংশ নিয়েছে ভারত। ইতিমধ্যেই সোনার পদক গলায় ঝুলিয়েছেন তিতাস সাধু, রিচা ঘোষ’রা। এবার পালা ভারতের পুরুষ দলের। বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকায় হাংঝৌ আসেন নি বিরাট-রোহিত’রা। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন তরুণ দল’ই সোনার স্বপ্ন দেখাচ্ছে দেশবাসীকে।

র‍্যাঙ্কিং-এ এগিয়ে থাকার সুবাদে ভারত সরাসরি সুযোগ পেয়েছে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার। পিংফেং ক্যাম্পাস ক্রিকেট ফিল্ডে আজ তাদের প্রতিপক্ষ নেপাল। চলতি টুর্নামেন্টে ছন্দে থাকা নেপাল ইতিমধ্যে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ৩০০ রানের গণ্ডী টপকে হইচই ফেলেছে। তাদের বিরুদ্ধে ভারতের তরুণ তুর্কিদের লড়াই সহজ হবে না বলেই মনে করেছিলেন বিশেষজ্ঞরা। টসে জিতে আজ প্রথমে ব্যাটিং বেছে নেয় টিম ইন্ডিয়া। ওপেন করতে মাঠে নামেন অধিনায়ক ঋতুরাজ, সাথে ছিলেন বছর একুশের যশস্বী জয়সওয়াল। গোড়া থেকেই খানিক ব্যাকফুটে রইলেন ঋতুরাজ। কিন্তু আজকের ম্যাচে ভারতের হয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন যশস্বী। ২০২৩-এর আইপিএলে নিজের ব্যাটিং দিয়ে বিশ্বকে বিস্মিত করেছেন তিনি, আন্তর্জাতিক অভিষেকেও করেছেন শতরান। আজ এশিয়ান গেমসেও ঝড় তুললেন মুম্বইয়ের তরুণ।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

যশস্বীর শতরান, ক্যামিও রিঙ্কুর, রানের পাহাড়ে ভারত-

Yashasvi Jaiswal | Asian Games 2022 | Image: twitter
Yashasvi Jaiswal | Asian Games 2022 | Image: Twitter

 

প্রথম ওভার থেকেই বাইশ গজে শুরু হয়েছিলো যশস্বীর তাণ্ডব। এক প্রান্তে তাঁর সিনিয়র সতীর্থ ঋতুরাজ গায়কোয়াড় যখন ব্যাটে-বলে সংযোগ ঘটাতেই খানিক চাপের মুখে, তখন তিনি সাবলীল ভঙ্গিতে চার-ছক্কা হাঁকালেন নিয়মিত। এগিয়ে এসে বোলারের মাথার উপর দিয়ে বড় শট হোক বা হুক, পুল অথবা ধ্রুপদী কভার ড্রাইভ, সব কিছুই দেখা গেলো যশস্বীর ইনিংসে। একটা সময় ৩০০ স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করছিলেন। খেলা যত এগোলো সেটা খানিক নীচের দিকে নামলেও কোনো অবস্থাতেই নামে নি ২০০’র নীচে। শেষমেশ ৪৯ বলে ৮টি ছক্কা এবং ৭টি চারের সাহায্যে ১০০ রান করে থামলেন তিনি। এশিয়ান গেমসের পরিসংখ্যান যুক্ত হবে আন্তর্জাতিক রেকর্ডে। ফলে আজ ভারতের তরুণতম টি-২০ সেঞ্চুরিয়ন হওয়ার নজির গড়ে ফেললেন তিনি।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

যশস্বীর পাশাপাশি ব্যাট হাতে জ্বলে উঠলেন রিঙ্কু সিং-ও। উত্তরপ্রদেশের তরুণকে ফিনিশার হিসেবে ব্যবহার করলো ভারত। ম্যাচের ‘ডেথ ওভারে’ ব্যাট করতে নেমে নাইট রাইডার্স তারকা চেনা মেজাজেই ঝড় তুললেন হাংঝৌর বাইশ গজে। মাত্র ১৫ বলে তাঁর ৩৭* রানের ক্যামিও ভারতকে পৌঁছে দিলো ২০২ রানে। যশস্বী এবং রিঙ্কু ব্যতীত বাকি ব্যাটারদের পারফর্ম্যান্স নিয়ে অবশ্য চিন্তা থেকে গেলো আজ। ঋতুরাজ কোনোক্রমে ২৫ বলে ২৩ রান করেন। ফের ব্যর্থ তিলক বর্মা। আজ নেপালের বিপক্ষে ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। পাশাপাশি রান পান নি জিতেশ শর্মাও। তিনি করেন মাত্র ৫। শিবম দুবে ২টি চার এবং ১ টি ছক্কার সাহায্যে অপরাজিত ২৫ রান করলেও খরচ করলেন ১৯ বল। নেপালের হয়ে দীপেন্দ্র সিং আইরি ২ উইকেট পান। ১টি করে উইকেট পেয়েছেন সন্দীপ লমিছানে এবং সোমপাল কামি।

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *