asia-cup-shraddha-kapoor-insta-story-for-siraj

Asia Cup 2023: গতকাল কলম্বোর আর.প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতীয় ক্রিকেটের গৌরবময় ইতিহাসের এক নয়া অধ্যায় যুক্ত হলো। ১৯৮৪ সালের প্রথম এশিয়া কাপে (Asia Cup 2023) শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ উইকেটে জিতেছিলো ভারত, আর তার প্রায় ৪০ বছর পর ফের পুনরাবৃত্তি হলো সেই ফলাফলের। খেতাবী যুদ্ধে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে রীতিমত দুরমুশ করে অষ্টম এশিয়া কাপ (Asia Cup 2023) জিতলো ভারতীয় দল। আগেও সাত খেতাব নিয়ে টুর্নামেন্টের সফলতম দল ছিলো ভারত। গতকালের পর দ্বিতীয় স্থানে থাকা লঙ্কাবাহিনীর থেকে ব্যবধান আরও খানিকটা বাড়িয়ে নিলো তারা। যেভাবে গত কয়েকটি একদিনের ম্যাচে দুরন্ত লড়াই করে ফাইনালে পৌঁছেছিলেন দাসুন শানাকারা, তাতে রুদ্ধ্বশ্বাস থ্রিলারের অপেক্ষায় ছিলেন ক্রিকেটজনতা। কিন্তু বাস্তবে চূড়ান্ত একপেশে ম্যাচে প্রায় খুঁজেই পাওয়া গেলো না শ্রীলঙ্কাকে।

টসে জিতে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। প্রথম ওভারেই কুশল পেরেরাকে ফিরিয়ে জসপ্রীত বুমরাহ বুঝিয়ে দিয়েছিলেন দিনটা আজ ভারতের। এরপর চতুর্থ ওভারে নতুন বল হাতে প্রতিপক্ষের উপর স্টিমরোলার চালালেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। একই ওভারে চার উইকেটসহ মোট ৬ উইকেট নিলেন তিনি। বাকি ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কা ইনিংসে ইতি টানেন হার্দিক পান্ডিয়া। রান তাড়া করতে নেমে জয় ছিনিয়ে নিতে মাত্র ৩৭ বল অপেক্ষা করতে হয়েছে ভারতকে। আইসিসি’র নিয়ম বলছে একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ চলতে পারে প্রায় আট ঘন্টা। কিন্তু গতকালের এশিয়া কাপ (Asia Cup) ফাইনাল বৃষ্টির বিরতি সহ চলেছে তিন-সাড়ে তিন ঘন্টাই। শার্দুল ঠাকুর অবধি বলেন, “চোখের পলক ফেলতে না ফেলতেই ম্যাচ শেষ।” দ্রুত খেলা শেষ হওয়ায় রুষ্ট বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর (Shreaddha Kapoor)। ইনস্টাগ্রামে মহম্মদ সিরাজের উদ্দেশ্যে প্রশ্নবাণ ছুঁড়লেন তিনি।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

সিরাজের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়লেন শ্রদ্ধা-

Mohammed Siraj | Asia CUp 2023 | Image: Getty Images
Mohammed Siraj | Image: Getty Images

রবিবারের দুপুরে জমজমাট ফাইনালের প্রত্যাশা নিয়ে টেলিভিশনের পর্দায় চোখ রেখেছিলেন বিশ্বের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী। দিনভর ব্যাট-বলের যুদ্ধ দেখার প্রতীক্ষায় ছিলেন তাঁরা। কিন্তু ‘মিয়াঁ ম্যাজিক’ সেই স্বপ্নপূরণ থেকে বঞ্চিতই করেছে তাঁদের। ভারতের বিরুদ্ধে ১৫.২ ওভারের বেশী এগোয় নি শ্রীলঙ্কার ইনিংস। সিরাজের তুলে নেওয়া ৬ উইকেটের ধাক্কায় বেসামাল শ্রীলঙ্কার পক্ষে ৫০ রানের বেশী করা সম্ভব হয় নি। আর ব্যাট হাতে শুভমান গিল (Shubman Gill) এবং ঈশান কিষণ (Ishan Kishan) টিম ইন্ডিয়াকে লক্ষ্যে পৌঁছে দেন মাত্র ৬ ওভার ১ বলে। ২৬৩ বল বাকি থাকতেই ম্যাচ এবং এশিয়া কাপের (Asia Cup 2023) ট্রফি জিতে যায় ভারতীয় দল। মোট ৬০০ বলের ম্যাচে ১২৩ বল খেলেই ফয়সালা হয়েছে ফাইনালের। দিনভর ক্রিকেট উপভোগের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মনক্ষুণ্ণ হয়েছেন অনেকেই।

World Cup 2023 | World Cup Tickets & ScheduleIndia Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

অনেক সাধারণ সমর্থকদের মতই ফাইনাল দ্রুত শেষ হয়ে যাওয়ায় মনক্ষুণ্ণ অভিনেত্রী শ্রদ্ধা কাপুরও (Shraddha Kapoor)। এমনিতে তিনি ক্রিকেটের বড় ভক্ত। আইপিএল বা ভারতীয় দলের ম্যাচ চলাকালীন মুম্বইয়ের গ্যালারিতেও নিয়মিত দেখা যায় তাঁকে। রবিবার ম্যাচ দেখার পরিকল্পনা ভেস্তে যাওয়ায় সিরাজের প্রতি খানিক অনুযোগের সুরে শ্রদ্ধা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এবার সিরাজকেই জিজ্ঞেস করুন যে এই ফাঁকা সময়টায় কি করা যায়?’ তবে এই অনুযোগের মধ্যে যে তারিফের সুরই নিহিত রয়েছে তা বুঝে নিতে সমস্যা হয় নি নেটিজেনদের। শ্রদ্ধা কাপুরের মন্তব্যের স্ক্রিনশট দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তাঁকে পরামর্শ দিয়েছেন ম্যাচ শেষ হয়ে গেলেও সিরাজের (Mohammed Siraj) ‘মাস্টারক্লাসের’ হাইলাইটস বারবার দেখতে।

দেখে নিন শ্রদ্ধার ইন্সটাগ্রাম স্টোরিটি-

Shraddha Kapoor | Asia Cup 2023 | Image: Instagram
Shraddha Kapoor | Image: Instagram

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *