asia-cup-rohit-slammed-for-posing-with-lamichhane

Asia Cup 2023: গত সোমবার এশিয়া কাপের (Asia Cup 2023) গ্রুপ-এ’র ম্যাচে মুখোমুখি হয়েছিলো ভারত এবং নেপাল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত অবশ্যই ছিলো ‘ফেভারিট।’ কিন্তু লড়াকু পারফর্ম্যান্স করে মন জিতে নেয় নেপাল। এবারই প্রথমবার এভারেস্টের দেশ জায়গা করে নিয়েছে এশিয়া কাপের (Asia Cup 2023) মঞ্চে। উদ্বোধনী ম্যাচটা ভালো যায় নি তাদের। পাকিস্তানের বিরুদ্ধে ২৩৮ রানের ব্যবধানে হারতে হয়েছিলো। নেপালের ইনিংস গুটিয়ে গিয়েছিলো ১০৪ রানে। তবে পাল্লেকেলে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠলেন আসিফ শেখ (Aasif Sheikh), সোমপাল কামি’রা। ২৩০ রান স্কোরবোর্ডে যোগ করেন তাঁরা। ডিএলএসের কারণে ভারতের লক্ষ্য কমে দাঁড়িয়েছিলো ২৩ ওভারে ১৪৫ রান। মাত্র ২০.১ ওভারেই তা তুলে নেন রোহিত শর্মা (Rohit Sharma) এবং শুভমান গিল। ১০ উইকেটে জেতে ‘মেন ইন ব্লু।’

টসের সময় নেপাল অধিনায়ক রোহিত পউডেল (Rohit Paudel) জানিয়েছিলেন ভারতের বিরুদ্ধে ম্যাচটি তাঁদের দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা। নজর কাড়েন করণ কেসি, কুশল ভুর্তেল’রা। যা মন ছুঁয়ে গিয়েছিলো ভারতীয় তারকাদেরও। ম্যাচ শেষ হতে প্রায় মধ্যরাত হয়ে গেলেও নেপাল সাজঘরে হাজির হন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা (Rahul dravid)। নেপালী ক্রিকেটারদের গলায় পরিয়ে দেন পদক। সেই ভিডিও নেপাল ক্রিকেট সংস্থা শেয়ার করেছে তাদের সমাজমাধ্যম প্রোফাইলে। এশীয় ক্রিকেটের নবীনতম শক্তি নেপালের পাশে দাঁড়ানোয় ভারতীয় তারকাদের কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা। তবে ব্যতিক্রম দেখা গিয়েছে কেবল একটি ক্ষেত্রে। ধর্ষণে অভিযুক্ত সন্দীপ লমিছানের (Sandeep Lamichhane) সাথে ভারত অধিনায়ক রোহিত শর্মার ছবি তোলার বিষয়টি না-পসন্দ অনেকেরই।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

ধর্ষণের মামলা চলছে সন্দীপ লমিছানের বিরুদ্ধে-

Rohit Sharma and Sandeep Lamichhane | Asia Cup 2023 | Image: Twitter
Rohit Sharma and Sandeep Lamichhane | Image: Twitter

গত বছরের গত ৬ অক্টোবর পুলিশ গ্রেপ্তার করে সন্দীপ’কে (Sandeep Lamichhane)। এক নাবালিকা অভিযোগ করেন ২১শে অগস্ট সন্দীপ তাঁকে নিয়ে কাঠমান্ডু ও ভক্তপুরের নানা জায়গায় গিয়েছিলেন। তারপর তাঁকে নিয়ে কাঠমান্ডুর সিনামঙ্গল অঞ্চলের একটি হোটেলে যান সন্দীপ। সেখানেই মেয়েটিকে ধর্ষণ করা হয়। অভিযোগ সামনে আসার সঙ্গে সঙ্গে নেপাল ক্রিকেট দল থেকে ছেঁটে ফেলা হয় লমিছানে’কে। নাবালিকা যখন এই অভিযোগ পুলিশ’কে জানান সন্দীপ ওয়েস্ট ইন্ডিজে ছিলেন।  প্রথমে পুলিশের মুখোমুখি হতে চান নি তারকা ক্রিকেটার। বরং সোশ্যাল মিডিয়ায় নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নানান পোস্ট করতে থাকেন। তাতে কোনো সুরাহা না হওয়ায় শেষমেশ কাতার এয়ারওয়েজের বিমানে দোহা হয়ে কাঠমান্ডু পৌঁছান তিনি। নিজেই ধরা দেন পুলিশের হাতে। এরপর জেলেও ছিলেন কিছুদিন। জামিন পেয়ে ফিরেছিলেন ক্রিকেটে।

World Cup 2023 | World Cup Tickets & ScheduleIndia Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

শোনা গিয়েছিলো ধর্ষণ মামলার শুনানির কারণে এশিয়া কাপ (Asia Cup 2023) খেলা হবে না তাঁর। কিন্তু শেষমেশ আবেদনের ভিত্তিতে শুনানির দিন পিছিয়েছেন লমিছানে (Sandeep Lamichhane)। তাঁর বিরুদ্ধে কেবল ধর্ষণ নয়, প্রমাণ লোপাটের চেষ্টা এবং ভুয়ো তথ্য জমা দেওয়ার মত গুরুতর অপরাধের অভিযোগও উঠেছে মামলা চলাকালীন। জামিন পেয়ে আপাতত মাঠে ফিরলেও তাঁকে এখনই ক্লিন-চিট দিতে রাজী নয় ক্রিকেটমহলের একটা বড় অংশ। এর আগে পাকিস্তানের মহম্মদ রিজওয়ান সন্দীপের (Sandeep Lamichhane)সাথে ছবি তুলতে রাজী হন নি। তবে  সোমবারের ম্যাচের পর রোহিত (Rohit Sharma) ও সন্দীপের ছবি ভাইরাল হতেই রোষের মুখে পড়েছেন হিটম্যান। ‘ভারত অধিনায়কের কিছু সামাজিক দায়িত্ব রয়েছে, এটা তার পরিপন্থী’ মন্তব্য করেছেন এক নেটনাগরিক। ‘লমিছানের সাথে ছবি তোলা মোটেই উচিৎ হয় নি রোহিতের’ বিরক্তি স্পষ্ট করেছেন আরেকজন।

দেখে নিন ট্যুইট চিত্র-

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *