asia-cup-irfan-pathan-trolls-pak-tam

Asia Cup 2023: এশিয়া কাপের সুপার ফোর পর্বের দুই ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছিলো ভারতীয় দল। টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল ২০১৮-এর পর ফের একবার খেতাবের থেকে এক ধাপ দূরে দঁড়িয়ে। চূড়ান্ত যুদ্ধে তাদের প্রতিপক্ষ কে হবে তা ঠিক হলো গতকাল পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে। বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়েছিলো দুই শিবিরই। কিন্তু ভারতের বিরুদ্ধে হারতে হয়েছিলো পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। একই বিন্দুতে দাঁড়িয়ে থাকা দুই দলের মধ্যে গতকালের ম্যাচটি তাই রূপ নিয়েছিলো ভার্চুয়াল সেমিফাইনালের। যে দল জিতত, তারাই পেত ফাইনালের ছাড়পত্র। ২০২২-এর এশিয়া কাপ (Asia Cup) ফাইনালের পুনরাবৃত্তিই দেখা গেলো ফের একবার। বাবর আজমদের বিরুদ্ধে জিতে খেতাবী যুদ্ধে জায়গা করে নিলো শ্রীলঙ্কা।

এশিয়া কাপের (Asia Cup 2023) শুরুটা পাকিস্তান করেছিলো বিশ্বের এক নম্বর ওডিআই দল হিসেবে। প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে বাবর আজমদের খেলায় দেখা গিয়েছিলো সিংহের গর্জন। গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধেও পেসের ঝড় বইয়ে দিয়েছিলেন শাহীন আফ্রিদি, নাসিম শাহ’রা। বৃষ্টির কারণে ম্যাচ শেষ হয় নি ঠিকই, কিন্তু বিশেষজ্ঞদের অধিকাংশই মেনে নিয়েছিলেন চালকের আসনে ছিলো পাকিস্তান। মাঝপথে আচমকাই ফর্ম হারিয়েছে তারা। আত্মতুষ্টি নাকি ক্রিকেটারদের চোট-আঘাত? নেপথ্যে কারণ কি? চলছে চুলচেরা বিশ্লেষণ। গতকালের হারের পর কাঠগড়ায় পাকিস্তানের ব্যাটিং এবং ফিল্ডিং। আঙুল উঠছে অধিনায়ক বাবর আজমের (Babar Azam) দিকেও। তাঁর বেশ কিছু সিদ্ধান্তের সাথে একমত হতে পারছে না ক্রিকেটজনতা। ভারতীয় প্রাক্তনী ইরফান পাঠানও (Irfan Pathan) নাম লেখালেন সমালোচকদের তালিকায়। পড়শি দেশকে কটাক্ষের তীরে বিঁধলেন পড়শি দেশকে।

Asia Cup 2023 Asia Cup 2023 Schedule | Asia Cup Tickets & Schedule | India Squad | Pakistan Squad | Afghanistan Squad | Bangladesh Squad | Sri Lanka Squad | Nepal Squad

পাকিস্তানকে বিঁধলেন ইরফান পাঠান-

Irfan Pathan | asia cup 2023 | Image: Twitter
Irfan Pathan | Image: Twitter

কলম্বোতে বৃষ্টি বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। ব্যতিক্রম ছিলো না গতকালের ম্যাচও। আবহাওয়ার কারণেই ৪২ ওভারে নেমে এসেছিলো খেলা। ম্যাচ গড়ায় গভির রাত অবধি। কিন্তু আসন ছেড়ে উঠে যেতে পারেন নি একজন দর্শকও। রোমহর্ষক ম্যাচে শেষ অবধি বজায় ছিলো উত্তেজনা। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। আবলদুল্লাহ শফিকের অর্ধশতক, মহম্মদ রিজওয়ানের দুর্দান্ত ৮৬ এবং ইফতিকার আহমেদের ৪৭ রানের সুবাদে পাকিস্তান তোলে ২৫২ রান। ডিআরএসের কারণে শ্রীলঙ্কার লক্ষ্য ছিলো ২৫২-ই। কুশল পেরেরা এবং পাথুম নিশাঙ্কাকে হারালেও কুশল মেন্ডিস (Kusal Mendis) এবং সাদিরা সমরাবিক্রমার সুবাদে দৃপ্ত পদক্ষেপে জয়ের দিকে এগোচ্ছিলো শ্রীলঙ্কা। খেলা ঘোরে শেষের কয়েক ওভারে। পরপর উইকেট তুলে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় পাকিস্তানও। শেষমেশ অন্তিম বলে চরিথ আশালঙ্কার সৌজন্যে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা।

World Cup 2023 | World Cup Tickets & Schedule | World Cup 2023 All Squad | India Squad | Pakistan Squad Bangladesh Squad | Afghanistan Squad | England Squad | New Zealand Squad | Australia Squad | South Africa Squad | Sri Lanka Squad | Netherlands Squad

ফলাফল সামনে আসার পরেই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ শানান ইরফান পাঠান (Irfan Pathan)। লঙ্কাবাহিনীর বিরুদ্ধে হারের আগে ভারতের বিরুদ্ধেও ২২৮ রানের ব্যবধানে পর্যুদস্ত হয়েছিলো পাকিস্তান। কলম্বোতে বৃষ্টিবিঘ্নিত খেলায় মুহূর্তের জন্যও মাথা তুলে দাঁড়াতে পারে নি বাবর-বাহিনী। ভারতের তোলা ৩৫৬ রানের জবাবে তাদের ইনিংস শেষ হয় ১২৮ রানে। সুপার ফোর পর্বের সেই ম্যাচের দিকে ইঙ্গিত করে পাঠান (Irfan Pathan) ট্যুইটারে লেখেন, “ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা আদতে ভারতের জন্য মঙ্গলজনক। অন্তত একপেশে ম্যাচ হবে না।” ইরফানের কটাক্ষ অবশ্য হজম করতে নারাজ পাক সমর্থকেরাও। কমেন্ট সেকশনে নিজেদের দলের পাশে থাকার বার্তাই দিয়েছেন তাঁরা। কেউ বলেছেন আসন্ন বিশ্বকাপে দেখা যাবে সেরা কোন দল, কেউ কেউ আবার ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি বা ২০২১-এর টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের দাপুটে জয়ের কথা উল্লেখ করে পালটা আক্রমণ করেছেন ইরফানকে।

দেখে নিন ইরফান পাঠানের ট্যুইটবার্তাটি-

Virat Kohli Rohit Sharma | KL Rahul | Ishan Kishan | Hardik Pandya | Rinku Singh | Tilak Varma | Surya Kumar Yadav | Rishabh Pant | Kuldeep Yadav | Sourav Ganguly | Ravindra Jadeja | Shreyas Iyer | Yuzvendra Chahal | Smriti Mandhana | Harmanpreet Kaur

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *