IND vs BAN

World Cup 2023: গত ৫ অক্টোবর ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে ২০২৩ ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) ঢাকে কাঠি পড়েছিলো। এরপর কেটে গিয়েছে প্রায় দেড় মাস। নানান ঘাত-প্রতিঘাতের সাক্ষী থেকেছে দশ দলীয় প্রতিযোগিতা। নেদারল্যান্ডস,আফগানিস্তানের মত দল সীমিত সামর্থ্য নিয়েও যেমন চমকে দিয়েছে,তেমন হতাশ করেছে শ্রীলঙ্কা,পাকিস্তানের মত প্রাক্তন বিশ্বকাপজয়ী দলেরা। শেষমেশ রাউন্ড রবিন পর্বের ৪৫ ম্যাচ পেরিয়ে জানা গিয়েছিলো কারা জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নক-আউটের ছাড়পত্র আদায় করেছিলো ভারত,দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

লীগ তালিকার শীর্ষে থাকা ভারত সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলো নিউজিল্যান্ডের। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ৩৯৭ রান তোলে তারা। জবাবে ৩২৭-এ থামে কিউইরা। ৭০ রানে জিতে ফাইনালে পা রাখেন রোহিত শর্মা,বিরাট কোহলিরা। দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া হারিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদে অজি ব্রিগেডের বিরুদ্ধে মাঠে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভাবনায় রয়েছে তিনটি বিষয়।

ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে টস-

Rohit Sharma | ICC World Cup 2023 | Image: Getty Images
Rohit Sharma | ICC World Cup 2023 | Image: Getty Images

আহমেদাবাদের ফাইনালে বড় ভূমিকা নিতে পারে টস। এর আগে ভারত বনাম পাকিস্তান হোক বা ভারত বনাম নিউজিল্যান্ড,অধিকাংশ গুরুত্বপূর্ণ ম্যাচের দিনই টস পক্ষে গিয়েছে ভারতের। ফাইনালে যদি তা না হয়,তাহলে ব্যাকফুটে চলে যেতে পারে টিম ইন্ডিয়া। চলতি বিশ্বকাপে আহমেদাবাদে এখনও অবধি যে চার ম্যাচ খেলা হয়েছে তার মধ্যে তিনটিতে রান তাড়া করে জয় এসেছে। আফগানিস্তান বা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে যে যে কোনো পরিস্থিতিতে রান তাড়া করতে তারা সক্ষম৷ নিজেদের শক্তি অনুযায়ী প্যাট কামিন্সরা যদি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পান,তাহলে চাপে পড়বে ভারত।

বড় ম্যাচ বারবার হাতছাড়া হয়েছে টিম ইন্ডিয়ার-

Rohit Sharma | ICC World Cup 2023 | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

২০১১ সালে শেষবার বিশ্বকাপ ( ICC World Cup 2023) জিতেছিলো ভারত। ২০১৩তে এসেছিলো চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর এক দশক আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতায় সেরার শিরোপা জেতে নি টিম ইন্ডিয়া। বারবার সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত গিয়ে ফিরতে হয়েছে খালি হাতে। বিশ্বকাপ হোক বা টি-২০ বিশ্বকাপ,চ্যাম্পিয়ন্স ট্রফি বা হালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ,বারবার হৃদয় ভেঙেছে ‘মেন ইন ব্লু’র। আহমেদাবাদে সেই স্নায়ুর চাপ যদি কাটিয়ে উঠতে না পারেন কোহলি,রোহিতরা,তাহলে বেকায়দায় পড়তে হতে পারে।

প্রতিপক্ষের নাম অস্ট্রেলিয়া-

Australia Cricket Team | ICC World Cup 2023 | Image: Getty Images
Australia Cricket Team | ICC World Cup 2023 | Image: Getty Images

ফাইনালে টিম ইন্ডিয়াকে সবচেয়ে বেশী চিন্তায় রাখবে প্রতিপক্ষের নাম। অস্ট্রেলিয়া এই নিয়ে অষ্টমবার জায়গা করে নিয়েছে ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) খেতাবী যুদ্ধে। পাঁঁচ বার তারা জিতেছে বিশ্বকাপ। বড় ম্যাচ কি করে জিততে হয়,তা ভালো করেই জানে তারা। চলতি টুর্নামেন্টেও প্রথম দুই ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা দশ ম্যাচ জিতে তারা জায়গা করে নিয়েছে ফাইনালে। অস্ট্রেলিয়ার হার না মানা মনোভাব চিন্তার ভাঁজ ফেলেছে রোহিত শর্মার কপালে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *