"আমি গিরগিটির মতন দল..." KKR'এর পারফরমেন্সে মেজাজ হারালেন ওয়াসিম আকরাম, করলেন বেফাঁস মন্তব্য !! 1

বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ। চলতি আইপিএলের ইতিমধ্যে ৩৯টি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। পয়েন্ট তালিকার বিচারে শীর্ষ স্থান ধরে রেখেছে রাজস্থান রয়ালস। ৮টি ম্যাচ খেলে ৭টি ম্যাচেই তারা জয় সুনিশ্চিত করেছে। এটা স্পষ্ট যে তারা প্লেয়ারের জন্য প্রথম টিকিটটি কনফার্ম করে ফেলেছে পাশাপাশি ৭ ম্যাচ খেলে ৫ ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। ২০২১ আইপিএলের পর এই প্রথমবার কলকাতা দলের থেকে এই ধরণের পারফরমেন্স দেখা গিয়েছে। কলকাতার এই পারফরমেন্স দেখে কিছুটা হলেও অভিমান প্রকাশ করেছেন প্রাক্তন দলের বোলিং কোচ ওয়াসিম আকরাম (Wasim Akram)।

আরও পড়ুন | IPL 2024: “দলকে ডুবিয়েই শান্তি পাবে…” রাজস্থানের বিরুদ্ধে মুম্বইয়ের পরাজয়ের পর সমাজ মাধ্যমে হার্দিক’কে নিয়েশুরু হলো চর্চা !!

দলের পারফরমেন্স নিয়ে বড় বয়ান দিলেন আকরাম

ওয়াসিম ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। চলতি মরশুমে কলকাতা দলের প্রদর্শন দেখে মন্তব্য করে ওয়াসিম জানিয়েছেন, “কেকেআরকে বেশ ভালো দেখাচ্ছে। আমি কেকেআরকে সমর্থন করি কারণ অবশ্যই আমি তাদের হয়ে কাজ করেছি। এটা আমার দল, তাই আমি তাদের সমর্থন করি। আমি গিরগিটির মতো আমার দল পরিবর্তন করি না।” পাশপাশি, কলকাতা দলে মেন্টর হিসাবে ফিরে এসেছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

গম্ভীরের প্রশংসা করেছেন আকরাম

Wasim Akram and Gautam Gambhir, ipl 2024
Wasim Akram and Gautam Gambhir | Image: Getty Images

আর গম্ভীর ফিরতেই দলের পারফরমেন্সের বেশ অগ্রগতি হয়েছে। ওয়াসিম (Wasim Akram) গম্ভীরের প্রশংসা করে জানিয়েছেন, “আমি মনে করি, গৌতম গম্ভীরের আগমন কেকেআর দলে বিশাল পার্থক্য তৈরি করেছে। দেখুন যখন থেকে গৌতম ফ্র্যাঞ্চাইজি ছেড়েছেন, কেকেআর মাত্র একবার ফাইনালে পৌঁছেছে, এবং তারা সেইটাও হেরেছে। পারফরম্যান্স তেমন ভালো ছিল না। আর এখন কলকাতা দল অন্য ছন্দে রয়েছে। প্লে অফে পৌঁছাতে কিছু পথ দূরেই রয়েছে তারা।

পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা

KKR vs LSG, IPL 2024
KKR vs LSG | Image: Getty Images

কলকাতা দলের কথা বলতে গেলে, চলতি আইপিএলে অসাধারণ ফর্মে রয়েছে শ্রয়েস আইয়ারের দলটি। চেন্নাই ও রাজস্থানের কাছে পরাজিত হয়েছে দলটি, তবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে কলকাতা দলের কাছে চলতি আইপিএলে ফাইনাল পৌঁছানোর জন্য যথেষ্ঠ ইতিবাচক দিক রয়েছে। দলের হয়ে দুই ওয়েস্ট ইন্ডিজ সুপারস্টার অসাধারণ প্রদর্শন দেখাচ্ছেন। ৭ ম্যাচে ৫ ম্যাচ জিতেছে কলকাতা যেখানে আন্দ্রে রাসেল (Andre Russell) ও সুনীল নারায়ণ (Sunil Narine) ২ বার করে ম্যাচের সেরা হয়েছেন এবং ১টি ম্যাচে সেরা হয়েছেন ফিল সল্ট। পাশাপশি ক্যাপ্টেন আইয়ার (Shreyas Iyer), তরুণ রঘুবংশী, হার্ষিত রানারা (Harshit Rana) ভালো পারফরমেন্স দেখাচ্ছেন। এই পারফরমেন্স বজায় থাকলে, চলতি আইপিএলে চতুর্থ ফাইনালে পৌঁছাতে পারে KKR শিবির। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আগামী ২৬ এপ্রিল নামতে চলেছে কলকাতা।

আরও পড়ুন | IPL 2024: আউট ছিলেন না বিরাট কোহলি, ইডেনে ম্যাচ শেষে ক্ষমা চাইলেন খোদ আম্পায়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *