আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, শুরু হতে চলেছে T20 বিশ্বকাপ (T20 World Cup 2024)। পাশাপশি, বর্তমানে ক্রিকেট প্রেমীরা আইপিএলের আনন্দে বেশ মেতে উঠেছে। এই আইপিএলের উপর ভিত্তি করেই গড়ে উঠতে চলেছে বিশ্বকাপ স্কোয়াড। আর ভারতীয় দলের নির্বাচনের উপর মুখয়ে রয়েছে ভক্তগণ। প্রাক্তন ক্রিকেটাররা ইতিমধ্যেই বিশ্বকাপের সেরা স্কোয়াড বাছাই করতে শুরু করে দিয়েছেন, ঠিক তেমনি স্টার স্পোর্টসের কমেন্ট্রি প্যানেলে থাকা মোহাম্মদ কাইফ (Mohammed Kaif)।
পন্থের উপর গুরুদায়িত্ব দিলেন কাইফ

কাইফ তার সেরা বিশ্বকাপ বাছাই করে ফেলেছেন। কাইফ দলের ওপেনার হিসাবে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও রোহিত শর্মাকে (Rohit Sharma) দলে চেয়েছেন। দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দলের মিডিল অর্ডারে ব্যাটিং করতে দেখা যাবে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), শিবম দুবে (Shivam Dube), ঋষভ পন্থকে (Rishabh Pant) দলে নিয়েছেন। চলতি আইপিএলে পন্থের দুর্দান্ত পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন কাইফ এবং তাকে বিশ্বকাপ দলে দেখতে চান।
Read More: স্বপ্নভঙ্গ রিঙ্কু সিং-এর, টি-২০ বিশ্বকাপের দলে জায়গা পেলেন সন্দীপ শর্মা !!
বিশ্বকাপ স্কোয়াডের জন্য ৩ অলরাউন্ডারকে বাছাই করেছেন কাইফ। দলে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও অক্ষর প্যাটেলকে (Axar Patel) বাছাই করেছেন কাইফ। দলের ফিনিশার হিসাবে রিঙ্কু সিংকে (Rinku Singh) দলে চান তিনি। বিগত এক বছর তার পারফরমেন্স ছিল অসাধারণ তাই রিঙ্কুর উপরেই ভরসা জোগাচ্ছেন কাইফ। এমনকি দলের আরও একজন উইকেট রক্ষক হিসাবে কাইফ কেএল রাহুলকে (KL Rahul) বাছাই করেছেন।
১৮ জনের স্কোয়াডে সুযোগ দিলেন সঞ্জু স্যামসনকে

কাইফ দলে পেসারদের তালিকায় জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), অর্ষদীপ সিং (Arshdeep Singh), সন্দীপ শর্মাকে (Sandeep Sharma) বাছাই করেছেন। চলতি আইপিএলে এই ৩ বোলার বেশ দারুন প্রদর্শন দেখাচ্ছেন এবং আসন্ন বিশ্বকাপের জন্যও টিম ইন্ডিয়ার হয়ে কার্যকর হয়ে উঠতে পারে। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় খেলা তাই কাইফ ৩জনকে ব্যাকআপ হিসাবে রাখতে চান। লেগ স্পিনার জুজুভেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), পেসার আবেশ খান (Avesh Khan) ও সঞ্জু স্যামসনকে (Sanju Samson) দলে নির্বাচন করেছেন মোহাম্মদ কাইফ।
কাইফের বাছাই করা ভারতীয় স্কোয়াড
যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (C), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, অর্ষদীপ সিং, সন্দীপ শর্মা, শিবম দুবে, রিঙ্কু সিং, কেএল রাহুল, জুজুভেন্দ্র চাহাল, আবেশ খান, সঞ্জু স্যামসন।