MS ধোনিকে উপেক্ষা করে যুবরাজ সিং বাছাই করলেন সর্বকালের সেরা একাদশ, ৩ ভারতীয় কিংবদন্তি দিলেন সুযোগ !! 1

গতকাল পাকিস্তানকে হারিয়ে ভারতীয় দল বিশ্ব চ্যাম্পিয়ন শিপ লেজেন্ড (WCL) খেতাব জয় করেছে। অধিনায়ক যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) নেতৃত্বে ভারতীয় দল এই খেতাব জয় করেছে। ভারত চ্যাম্পিয়নদের বিশ্ব চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস বিজয়ী হওয়ার সাথে সাথে তাদের অধিনায়ক যুবরাজ সিং তার সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন। এমনকি নিজের বাছাই করা একাদশে নিজেকেই শামিল করেছেন, দলে রেখেছেন ৩ ভারতীয় কিংবদন্তিকে।

৩ ভারতীয় কিংবদন্তিকে সেরাদের তালিকায় বাছাই করলেন যুবরাজ

Rohit Sharma and Virat Kohli,gautam gambhir
Rohit Sharma and Virat Kohli | Image: Getty Images

যুবরাজ তার কথা মতন তার পছন্দের ১১ জন প্লেয়ারের নাম উল্লেখ করেন। যুবরাজ প্রথমেই তার পছন্দের খেলোয়াড় হিসাবে সচিন টেন্ডুলকারের (Sachin Tendulkar) নাম ঘোষণা করেন। আসলে, সচিন হলেন যুবরাজের পছন্দের প্লেয়ার এবং প্রথমেই যুবরাজ সচিনকে নির্বাচন করেন। এরপর দ্বিতীয় প্লেয়ার হিসাবে যুবরাজ অস্ট্রেলিয়া দলের কিংবদন্তি ব্যাটসম্যান ও দুবার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিংকে বাছাই করেছেন। তিন নম্বরের জন্য যুবরাজ ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) বাছাই করে নিয়েছেন। এই তিন জন কিংবদন্তিকে টপ অর্ডারের দায়িত্ব দিতে চান যুবরাজ। এরপর মিডিল অর্ডারে বিরাট কোহলি (Virat Kohli) ও এবি ডি ভিলিয়ার্সকে (AB De Villiars) রেখেছেন যুবরাজ।

Read More: দিল্লি ক্যাপিটাল্সের প্রধান কোচ হচ্ছেন সৌরভ গাঙ্গুলি, ফ্রাঞ্চাইজিকে জেতাবেন প্রথম ট্রফি !!

দলে সুযোগ দিলেন না এমএস ধোনিকে

Ms dhoni and yuvraj singh
Ms Dhoni and Yuvraj Singh | Image: Getty Images

দলের উইকেট রক্ষক হিসাবে যুবরাজ বাছাই করে নিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে (Adam Gilchrist), দলে তিনি বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমএস ধোনিকে (MS Dhoni) কোনো সুযোগ দিলেন না। এরপর স্পিন বোলারদের মধ্যে যুবরাজা শামিল করেছেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন এবং শ্রীলঙ্কান লেজেন্ড মুত্তিয়া মুরালিধরণকে। পাশাপাশি দলের পেশারদের মধ্যে পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আক্রম (Wasim Akram) এবং অজি’ মহান পেসার গ্লেন ম্যাকগ্রাকে রেখে দিয়েছেন। দলের একমাত্র অলরাউন্ডার হিসাবে ইংলিশ প্লেয়ার অ্যান্ড্রু ফ্লিনটফকে সুযোগ দিতে চান যুবরাজ। এর সাথে তিনি ১২তম প্লেয়ার হিসাবে নিজেকেই বাছাই করেছেন যুবরাজ।

যুবরাজ সিংয়ের সর্বকালের একাদশ: শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), অ্যান্ড্রু ফ্লিনটফ, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আকরাম। যুবরাজ সিং (১২তম ব্যক্তি)।

Read Also: Yuvraj Singh: “গুরুর মান টা রাখলো…” জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে শতরান হাঁকালেন অভিষেক শর্মা, সমাজ মাধ্যমে যুবরাজ সিং কে নিয়ে শুরু হল চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *