ভারতরত্ন পাচ্ছেন যুবরাজ সিং, নতুন পালক যুক্ত হতে চলেছে কিংবদন্তি অলরাউন্ডারের মুকুটে !! 1

ভারতীয় ক্রিকেটের অন্যতম নক্ষত্র যুবরাজ সিং (Yuvraj Singh)। নির্ভীক, আগ্রাসী, অসামান্য- তারকা অলরাউন্ডার সম্পর্কে নানা সময় নানান বিশেষণ ব্যবহার করেছে সংবাদমাধ্যম, কিন্তু সম্পূর্ণভাবে পাঞ্জাবের ক্রিকেটারকে ব্যাখ্যা হয়ত করা সম্ভব হয় নি। ২০০০ সালে কেনিয়ার মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে অভিষেক হয়েছিলো তাঁর। মাত্র ১৮ বছর বয়সে অস্ট্রেলিয়ার মত ‘অল টাইম গ্রেট’ দলের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিলো ৮৪ রানের অসামান্য ইনিংস। এরপর ন্যাটওয়েস্ট ট্রফি, টি-২০ বিশ্বকাপ, ওডিআই বিশ্বকাপ-যে টুর্নামেন্টেই মাঠে নেমেছেন তিনি, নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন। লড়াই করেছেন মারণরোগের বিরুদ্ধে, জিতে মাঠ ছেড়েছেন সেখানেও। চোখধাঁধানো কেরিয়ার ফুটে উঠবে রুপোলি পর্দায়, দিনকয়েক আগেই জানিয়েছেন তারকা স্বয়ং। এবার যুবরাজ’কে (Yuvraj Singh) ভারতরত্ন দেওয়ার দাবী তুললেন তাঁর বাবা যোগরাজ।

Read More: দিন ফুরোচ্ছে রোহিত শর্মা’র, টেস্ট ও ওডিআই দলের নেতৃত্ব পাবেন MS ধোনির উত্তরসূরি !!

পুত্রের জন্য ভারতরত্ন চান যোগরাজ সিং-

Yuvraj Singh and Yogaj Singh | Image: Twitter
Yuvraj Singh and Yogaj Singh | Image: Twitter

২০০৭-এর টি-২০ বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে গড়েছিলেন রেকর্ড। এর ঠিক চার বছর পর ভারতের ওডিআই বিশ্বকাপ স্কোয়াডের অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরের মাঠে টিম ইন্ডিয়া’কে বিশ্বকাপ এনে দিয়েছিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। একই ম্যাচে অর্ধশতক ও পাঁচ উইকেট নেওয়ার বিরল রেকর্ড করেছিলেন। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ২৮ বছরের অপেক্ষা শেষে গোটা দেশ যখন বিশ্বজয়ের আনন্দে উদ্বেল, তখন ক্রিকেটীয় বাইশ গজের বাইরে আরও বড় লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন যুবরাজ। তাঁর শরীরে বাসা বেঁধেছিলো ক্যান্সার। কর্কট রোগের যন্ত্রণা সহ্য করেই খেলেছিলেন বিশ্বকাপ। টুর্নামেন্টের পর মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ চিকিৎসা চলে তাঁর। শেষমেশ রোগকে হারিয়ে মাঠে ফিরেছিলেন ‘চ্যাম্পিয়ন’ খেলোয়াড়।

ছেলের দেশপ্রেম, দায়বদ্ধতা, লড়াকু মানসিকতার স্বীকৃতি হিসেবে ভারতরত্ন দাবী করলেন যুবরাজের বাবা যোগরাজ (Yograj Singh)। তিনি নিজেও প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার। সম্প্রতি সংবাদমাধ্যম জি স্যুইচ’কে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে যোগরাজ বলেছেন, “ক্যান্সার নিয়ে খেলা ও দেশকে বিশ্বকাপ জেতানোর জন্য ভারতের উচিৎ যুবরাজ সিং-কে ভারতরত্ন সম্মান দেওয়া।”  তিনি আরও জানান যে “আমি দেখতে চাই দেশে আর কেউ যুবরাজের মত একজন সন্তান’কে জন্ম দিতে পারেন কিনা।” বীরেন্দ্র শেহবাগ ও গৌতম গম্ভীরদের উদ্ধৃত করে যোগরাজ বলেন যে যুবরাজের (Yuvraj Singh) সতীর্থরাও বলেছেন যে দেশে ওঁর (যুবরাজ) মত দ্বিতীয় ক্রীড়াবিদ্‌ আর আসবে না। প্রসঙ্গত ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন এখনও পর্যন্ত পেয়েছেন মাত্র একজন ক্রীড়াব্যক্তিত্ব। তিনি-শচীন রমেশ তেন্ডুলকর।

দেখে নিন কি বলেছেন যোগরাজ সিং-

ধোনিকে নিশানা করলেন যোগরাজ-

Yograj Singh | Image: Twitter
Yograj Singh | Image: Twitter

ভারতের বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি’কে (MS Dhoni) নিয়ে যুবরাজ সিং-এর বাবা যোগরাজ সিং-এর (Yograj Singh) ক্ষোভের অন্ত নেই। এর আগেও যখনই তিনি মুখ খুলেছেন সংবাদমাধ্যমের সামনে, প্রতিবারই তাঁকে দেখা গিয়েছে ধোনির সম্পর্কে কোনো না কোনো বিরূপ মন্তব্য করতে। পুত্রের ক্রিকেটীয় কেরিয়ার যে উচ্চতায় পৌঁছেছিলো, তার থেকে অনেক উঁচু শৃঙ্গজয় করতে পারতেন যুবরাজ, কিন্তু ধোনি’ই কলকাঠি নেড়ে রুখে দিয়েছেন তা, এমনটাই ধারণা যোগরাজের। জি স্যুইচ’কে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারেও তেমনটাই দাবী করেছেন তিনি। বলেন, “আমি কখনও ধোনিকে ক্ষমা করবো না। ওর উচিৎ আয়নায় নিজের মুখটা দেখা। ঐ লোকটা আমার ছেলের কেরিয়ার ধ্বংস করে দিয়েছে যে কিনা আরও চার থেকে পাঁচ বছর অনায়াসে (জাতীয় দলের হয়ে) খেলতে পারতো।” ধোনি অবশ্য কখনোই কোনো অভিযোগের জবাব দেন নি।

Also Read: পছন্দের ODI একাদশ ঘোষণা করলেন গম্ভীর, অধিনায়ক নির্বাচিত করলেন MS ধোনি’কে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *