আইপিএল (IPL) চলাকালীন নাইট রাইডার্স (KKR) তারকা রিঙ্কু সিং-এর (Rinku Singh) সাথে বিরাট কোহলি’র (Virat Kohli) খুনসুটি’র ভিডিও ভাইরাল হয়েছিলো সোশ্যাল মিডিয়ায়। ইডেনে অনুশীলন শেষে সাজঘরে ফিরছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট, সেই সময় অগ্রজের কাছে নতুন ব্যাটের আবদার করে বসেন রিঙ্কু। বেঙ্গালুরুতে দুই পক্ষের প্রথম সাক্ষাৎকারের দিনেও কোহলির থেকে ব্যাট পেয়েছিলেন তরুণ তুর্কি। কিন্তু তা ভেঙে ফেলায় নতুন ‘উইলো’র জন্য গিয়েছিলেন সুপারস্টারের কাছে। মজার ছলে বিরাটকে বলতে শোনা যায়, “আগে তো ব্যাট নিয়েছিলি। স্পিনারকে খেলতে গিয়ে ভেঙে ফেললি? আবার ব্যাট চাইছিস? তোর জন্য আমায় পরে ভুগতে হয়।” ছদ্ম রাগের আড়ালে যে খুনসুটি লুকিয়ে রয়েছে তা বিরাটের (Virat Kohli) শরীরী ভাষা থেকেই স্পষ্ট বুঝতে পেরেছিলেন দর্শকেরা। লাইক-শেয়ারের ঝড় দেখা গিয়েছিলো সমাজমাধ্যমে।
পরবর্তীতে অবশ্য বিরাটের (Virat Kohli) থেকে ব্যাট আদায় করেই ছেড়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। জনৈক খুদে এই নিয়ে ভক্ত প্রশ্ন করেছিলেন উত্তরপ্রদেশের খেলোয়াড়’কে। উত্তরে তিনি ‘কিং কোহলি’র থেকে পাওয়া নতুন ব্যাটটি কিট ব্যাগ থেকে বের করে দেখান। সেই ভিডিও’ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলো কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ক্যাপশনে লেখে, “ব্যাট পেয়ে গিয়েছে রিঙ্কু। ধন্যবাদ বিরাট ভাই।” একা রিঙ্কু নয়, এর আগে পাকিস্তানের ক্রিকেটার মহম্মদ আমির’কে (Mohammad Amir) একটি ব্যাট উপহার দিয়েছিলেন ভারতীয় তারকা। সৌহার্দ্যের নজির গড়েছিলেন ইডেন গার্ডেন্সে। দিলদরিয়া বিরাটের (Virat Kohli) মহানুভবতা’র পরিচয় একবার পাওয়া গেলো সম্প্রতি। ভারতীয় দলের আরও এক সতীর্থকে নিজের ‘অস্ত্র’ উপহার দিলেন তিনি।
Read More: IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টি-২০ একাদশ ফাঁস, ফিরছেন পৃথ্বী-অভিষেকের মত তরুণ তুর্কি’রা !!
দেখুন রিঙ্কু-বিরাটের আলাপচারিতা-
আকাশ’কে উপহার দিলেন বিরাট কোহলি-
ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচীর মাঠে চলতি বছরেই টেস্ট অভিষেক হয়েছে বাংলা’র পেসার আকাশ দীপের। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডেও রাখা হয়েছে তাঁকে। সম্প্রতি দলীপ ট্রফির ম্যাচে ভারত-এ’র বিরুদ্ধে এক ইনিংসে ৯ উইকেট নিয়ে নজর কেড়েছেন আকাশ। যদি তিন পেসারের ছকে দল সাজান কোচ গৌতম গম্ভীর, তাহলে বুমরাহ-সিরাজের সঙ্গীও হতে পারেন তিনি। বছর শেষের অস্ট্রেলিয়া সফরে চতুর্থ পেসার হিসেবেও জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। বাংলার ক্রিকেটার ১৯ তারিখ থেকে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবেন কি খেলবেন না সেই উত্তর সময় দেবে, কিন্তু জাতীয় শিবিরে যোগ দিয়ে স্মরণীয় এক উপহার নিঃসন্দেহে পেলেন তিনি। তাঁর হাতেই নিজের ব্যাট তুলে দেন কোহলি।
আইকনিক ‘এমআরএফ’ স্টিকার সম্বলিত ব্যাটটির ছবি নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন আকাশ দীপ। ক্যাপশনে ধন্যবাদ জানিয়েছেন বিরাট কোহলিকে। স্মারক হিসেবে সেটিকে ট্রফি ক্যাবিনেটে সাজিয়ে রাখবেন নাকি ম্যাচে ব্যবহার করবেন তা জানান নি বাংলার পেসার। টেল-এন্ডার নয়, ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নেওয়ার সক্ষমতা যে তাঁর মধ্যে রয়েছে তা এই বছরের দলীপ ট্রফিতেই প্রমাণ করেছেন তিনি। চতুর্থ ইনিংসে কার্যত একাই লড়ছেন তিনি। ৪৩ রানের মাথায় দুর্ভাগ্যজনক ভাবে রান-আউট না হলে হয়ত কেরিয়ারের দ্বিতীয় ফার্স্ট-ক্লাস অর্ধশতরানটাও পেয়ে যেতেন তিনি। বিরাটের ব্যাট হাতে সেই ‘অধরা’ মাইলস্টোন যে তিনি ছুঁতে চাইবেন তা বলাই বাহুল্য।
দেখে নিন আকাশের পোস্ট’টি-
Virat Kohli gifted his bat to Akash Deep & Akash thanked to Virat bhaiya. ❤️
– King Kohli is always there for youngsters..!!! 🐐 pic.twitter.com/baFAQ8sOei
— Tanuj Singh (@ImTanujSingh) September 16, 2024